স্বাস্থ্যকর পরিবেশে বাসায় তৈরি লুচি ও সুজির হালুয়া রেসিপি !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

স্বাস্থ্যকর পরিবেশে বাসায় তৈরি লুচি ও সুজির হালুয়া রেসিপি

IMG_20211006_171621.jpg

ছোটবেলায় প্রচুর খেয়েছি এই সুজির হালুয়া। আমার অনেক ভালো লাগে খেতে। ছোট থেকেই পছন্দের একটি খাবার ছিল আমার। তবে এখন আর আগের মতো এত বেশি খাওয়া হয়না। আজ অনেক দিন পর বাসায় তৈরি করেছি লুচি ও সুজির হালুয়া।

লুচি ও সুজির হালুয়া অনেক দোকানেই কিনতে পাওয়া যাই। তবে আমার বাহিরের খাবার এত একটা স্বাস্থ্যসম্মত মনে হয় না। অনেক কিছুতেই ভেজাল পণ্য ব্যবহার করে। যার কারণে গ্যাস তৈরি হয়ে পেটে ভিবিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তাই আমি যতটুক সম্ভব সব ধরণের খাবার বাসায় তৈরি করার চেষ্টা করি। স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন সুস্থ থাকার মূল কারণ।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে লুচি ও সুজির হালুয়া রেসিপি শেয়ার করবো। সুন্দর ভাবে রেসিপির তৈরির পদ্দতি ধাপে ধাপে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি।

আমি প্রথমে আপনাদের সাথে লুচি তৈরির ধাপ গুলো শেয়ার করবো।

1.

IMG-20211006-WA0047.jpg

2.

IMG-20211006-WA0050.jpg

3.

IMG-20211006-WA0048.jpg

4.

IMG-20211006-WA0055.jpg

5.

IMG-20211006-WA0049.jpg

6.

IMG-20211006-WA0052.jpg

7.

IMG-20211006-WA0054.jpg

8.

IMG-20211006-WA0058.jpg

9.

IMG-20211006-WA0057.jpg

10.

IMG-20211006-WA0053.jpg

11.

IMG-20211006-WA0056.jpg

12.

IMG-20211006-WA0051.jpg

13.

IMG-20211006-WA0023.jpg

তৈরি লুচি

IMG-20211006-WA0022.jpg

এখন আপনাদের সাথে সুজির হালুয়া তৈরির ধাপ গুলো শেয়ার করবো।

14.

IMG-20211006-WA0062.jpg

15.

IMG-20211006-WA0060.jpg

16.

IMG-20211006-WA0059.jpg

17.

IMG-20211006-WA0061.jpg

18.

IMG-20211006-WA0063.jpg

19.

IMG-20211006-WA0067.jpg

20.

IMG-20211006-WA0064.jpg

21.

IMG-20211006-WA0068.jpg

22.

IMG-20211006-WA0065.jpg

23.

IMG-20211006-WA0064.jpg

24.

IMG-20211006-WA0066.jpg

তৈরি সুজির হালুয়া

IMG-20211006-WA0024.jpg

আশাকরি আপনাদের কাছে আমার আজকের লুচি ও সুজির হালুয়া রেসিপি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

আপনি খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার তৈরি করেছেন এটা আমার খুবই প্রিয় একটি খাবার মাঝেমধ্যে এটা খাওয়া হয় তবে বাসায় প্রস্তুত করে কোন দিন খায় দেখেনি হোটেল থেকে কিনে অনেকবার খেয়েছি

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার লুচি ও সুজির হালুয়া রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। দেখতে খুব লোভীয় লাগছে। আর সুজির হালুয়া আমার অনেক পছন্দ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

মিস করি নাস্তাটাকে খুব।আগে সন্ধ্যায় বাসাতে খাওয়া হতো কিন্তু হোস্টেলে আসার পর আর হয়ে উঠে না।আপনার সুজির হালুয়া দেখতে কিন্তু দারুণ লাগছে।আশা করি খেতেও ভালো হবে।ধন্যবাদ আপু সুন্দর এই নাস্তাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার খুব পছন্দের একটি খাবার আপু। এটা আমি মাঝে মাঝে নাস্তা হিসেবে গ্রহণ করি।
লুচি এবং হালুয়ার রেসিপি টা খুব সুন্দর হয়েছে। এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

লুচির সাথে হালুয়ার আর কোনো তুলনা হয়না।
তাদের তুলনা তারাই।
আপনার হালুয়া দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে আর লুচি গুলোতো একদম ফুলো ফুলো

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

লুচি আমার খুব প্রিয়। তবে লুচি আর আলুর দম আমার কাছে বেস্ট লাগে। সুজির হালুয়া বা অন্য কিছু দিয়ে খাইনি। তবে আপনার সুজির হালুয়ার চেহারা দেখে মনে হছে খেতে ভাল হয়েছিলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

স্বাস্থ্যকর পরিবেশে বাসায় তৈরি লুচি ও সুজির হালুয়া রেসিপি অনেক সুন্দর ছিল। আমি এটি ছোটবেলায় অনেক খেতাম এখন খেতে ভালো লাগে। আপনি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন।যা দেখে অত্যন্ত ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বাহ সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। এটি একটি লোভনীয় খাবার। আপনার রেসিপি দেখে জিভে পানি চলে আসলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনি খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার তৈরি করেছেন।
আপনি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন।যা দেখে অত্যন্ত ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সুজির হালুয়া ও লুচি দারুণ মজার খাবার। লুচি আর আলুর দম ও খুব ভালো লাগে খেতে।দারুণ হয়েছে খাবারটি আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64364.24
ETH 3416.30
USDT 1.00
SBD 2.48