বাসায় রান্না করা সুস্বাদু মুরগির কালা ভুনা রেসিপি। !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

বাসায় রান্না করা সুস্বাদু মুরগির কালা ভুনা রেসিপি।

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

IMG-20211227-WA0025.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পছন্দের মুরগির কালা ভুনা রেসিপি। মুরগির মাংস আমরা প্রতিনিয়ত বাসায় রান্না করে থাকি , তবে আজকে আমি যে ভাবে রেসিপিটি রান্না করেছি আরো ভিন্ন ভাবে ভিন্ন উপায়ে চেষ্টা করেছি। আমি চাই যে আপনাদের সাথে নতুনত্ব তুলে ধরতে ও সুন্দর ভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে। মুরগির মাংস অনেক ভাবেই রান্না করে খেয়ে থাকি তবে আপনি কি কখনো মুরগির কালা ভুনা করে খেয়েছেন ? অনেকেই হয়তো খেয়েছেন , তবে যারা এখনো মুরগির কালা ভুনা রেসিপি খাওয়া হয়নি তাদের জন্যই আমার আজকের এই পোস্ট।

মুরগির কালা ভুনা রেসিপি টি আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ এই রেসিপিটি আমার জন্য নতুন ছিল। আমি আমার পরিচিত একজনের কাছ থেকে এই রেসিপিটি শিখেছি ও বাসায় এভাবে রান্না করেছি। সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি। আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় মুরগির কালা ভুনা রেসিপি রান্না করেছি। রেসিপির প্রতিটি উপকরণ ও রান্না পদ্দতি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে শেয়ার করেছি। আপনারা খুব সহজেই আমার এই পোস্ট দেখে শিখে নিতে পারেন ও বাসায় এভাবে রান্না করেত পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের কালা ভুনা রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক..................

ধাপ-1.

IMG-20211227-WA0008.jpg

ধাপ-2.

IMG-20211227-WA0002.jpg

ধাপ-3.

IMG-20211227-WA0003.jpg

ধাপ-4.

IMG-20211227-WA0005.jpg

ধাপ-5.

IMG-20211227-WA0004.jpg

ধাপ-6.

IMG-20211227-WA0015.jpg

ধাপ-7.

IMG-20211227-WA0010.jpg

ধাপ-8.

IMG-20211227-WA0024.jpg

ধাপ-9.

IMG-20211227-WA0022.jpg

ধাপ-10.

IMG-20211227-WA0006.jpg

ধাপ-11.

IMG-20211227-WA0017.jpg

ধাপ-12.

IMG-20211227-WA0007.jpg

ধাপ-13.

IMG-20211227-WA0012.jpg

ধাপ-14.

IMG-20211227-WA0009.jpg

ধাপ-15.

IMG-20211227-WA0013.jpg

ধাপ-16.

IMG-20211227-WA0016.jpg

ধাপ-17.

IMG-20211227-WA0011.jpg

ধাপ-18.

IMG-20211227-WA0020.jpg

ধাপ-19.

IMG-20211227-WA0023.jpg

ধাপ-20.

IMG-20211227-WA0018.jpg

ধাপ-21.

IMG-20211227-WA0019.jpg

ধাপ-22.

IMG-20211227-WA0021.jpg

ধাপ-23.

IMG-20211227-WA0014.jpg

আমার আজকের বাসায় রান্না করা সুস্বাদু মুরগির কালা ভুনা রেসিপি কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

মুরগির মাংস আমার বরাবরই ভালো লাগে। আর কালা ভুনা হলে তো কথাই নেই 😋
ভীষণ ভালো কিছু দেখলাম ✨
বেশ ভালো উপস্থাপনা ছিল ❤️

 3 years ago 

মুরগির কালা ভুনাটা প্রতিদিনের মুরগী রান্নার থেকে ভিন্ন ছিল। আসলেই রেসিপি দিতে নতুনত্ব খুঁজে পেলাম। প্রতিটা ধাপে অনেক সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন আপু। মাংসটা তো জব্বর সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। শেষের ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু মুরগী রান্নার রেসিপিটিকে সম্পূর্ণ নতুনভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

মুরগির মাংসের কালো ভুনা রেসিপি টি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। দেখে খেতে ইচ্ছে করছে। মুরগির ভুনার রঙ বেশ ভালই হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

মুরগির কালা ভুনা খেতে দারুন মজা লাগে আপু আপনি অনেক সুন্দর করে মুরগির কালা ভুনা রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে খেতে ইচ্ছা করছে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

মুরগির কালা ভুনা এখনো বাসায় তৈরি করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভ লেগে গেলো। আশা করছি খুব শীঘ্রই এই রেসিপি দেখেই কালা ভুনা তৈরি করে খাব। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

রান্নাটা অসাধারণ হয়েছে আপু। মুরগির কালা ভুনা খেতে আমার খুবই ভালো লাগে। ফেভারিট খাবারের মধ্যে একটি। আপনার উপস্থাপনা টাও খুব সুন্দর ছিল আপু। সব মিলিয়ে অসাধারণ একটা রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার মুরগির কালা ভুনা রেসিপি আমার কাছে অসাধারণ লেগেছে ।অনেকগুলো উপকরণের সমন্বয়ে আপনি রান্নাটি করেছেন ।দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।আমি কখনো মুরগির কালা ভুনা খাইনি ।আজ আপনার থেকে প্রথম রান্নাটা শিখে নিলাম ।আমার কাছে আপনার রান্নাটি খুবই সুন্দর লেগেছে। নিশ্চয়ই একদিন বাসায় এভাবে ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ইউনিক একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

খাসির কালাভুনা অনেকবারই খেয়েছি তবে মুরগির কালা ভুনা হয় আপনার রেসিপির মাধ্যমে এই প্রথম জানতে পারলাম আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে দেখেই জিভে জল চলে আসলো মনে হচ্ছে খেতেও দারুন মজা হবে সেইসাথে রান্নার প্রস্তুত প্রণালীঃ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

আপু গরুর মাংসের কালা ভুনা তো অনেক খেয়েছি তবে মুরগির মাংসের কালাভুনা কখনো খাওয়া হয় নি নামও শোনা হয় নি। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 
সুস্বাদু মুরগির কালা ভুনা রেসিপি আপনি দারুন ভাবে রান্না করেছেন আপু। আমার খুবই ভাল লাগল।আসলে প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন তাই দারুন ভাবে ফুটে উঠেছে এবং আপনার রান্নার ধরনটি খুবই ভালো আপু। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45