লইট্টা শুটকি বালাচাও রেসিপি (১০% লাজুক শিয়াল এবং ৫% এবিবি স্কুল জন্য)

আসসালামু আলাইকুম

আশা করি আমার বাংলা ব্লগের আপু ভাইয়ারা সবাই ভাল আছেন?
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচন্ড গরম পড়তেছে তার ওপর রমজান তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায়, আমাদের চট্টগ্রাম-কক্সবাজারেও কালবৈশাখী ঝড় হয়েছে। অনেক ক্ষয় ক্ষতি হয়েছে তাও একটু শান্তি গরম কিছুটা কমছে।

আজকে আমার ছেলের জন্মদিন তিন বছর পূর্ণ হল। চোখের পলকে তিনটি বছর চলে গেল টেরই পেলাম না।
সবাই আয়াতের জন্য দোয়া করবেন।

IMG_20220420_014704.jpg

যাতে সৎ, আদর্শ, নীতিবান মানুষের মত মানুষ হয়ে দেশের জন্য কিছু করতে পারে।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো" লইট্টা শুটকির বালাচাও" রেসিপি নিয়ে।

IMG_20220419_210105.jpg

ক্রমিক নংউপকরণ
লইট্টা শুটকি
পেঁয়াজ বেরেস্তা
রসুন বেরেস্তা
চিলি ফ্লেক্স
লবণ
মসলা
প্রস্তুত প্রণালীঃ

ধাপ-১

IMG_20211024_230407.jpg

IMG_20211025_000919.jpg
লইট্টা শুটকি গুলাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর এগুলো ধুয়ে রোদে শুকাতে হবে।

ধাপ-২

IMG_20220419_210105.jpg
তারপর ডুবোতেলে এভাবে ফ্রাই করতে হবে।

ধাপ-৩

IMG_20220419_205843.jpg
রসুন কুচি করে কেটে দিলাম।

ধাপ-৪

IMG_20220419_205907.jpg

এবার রসুন কুচিকে ডিপ ফ্রাই করে নিলাম।

ধাপ-৫

IMG_20220420_234155.jpg

IMG_20220419_210035.jpg

এবার পেঁয়াজ কুচি কুচি করে কেটে ডিপ ফ্রাই করে মচমচে করে নিতে হবে।

ধাপ-৬

IMG_20220419_205931.jpg
এবার বালাচাও এর জন্য চিলি ফ্লেক্স নিতে হবে।

ধাপ-৭

IMG_20220419_210332.jpg
এবার সব এক এক করে মিক্স করে নিতে হবে।
এবার শুটকি ফ্রাই, পেঁয়াজ বেরেস্তা, রসুন বেরেস্তা, চিলি ফ্লেক্স, লবণ, আমার বানানো হোম মেট মসলা, সব একসাথে মিক্সড করে রেডি হয়ে গেল লইট্টা শুটকির বালাচাও।।
গরম গরম ভাতের সাথে বালাচাও হলে অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যায়।
খেতে অনেক মজা, ক্রিপসি তাকে। আপনারা নিশ্চয় বাসায় ট্রাই করবেন। কিন্তু অনেক কষ্ট করতে।
আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

শুটকির বালাচাও এর অনেক নাম শুনেছি। কিন্তু কখনো খাওয়া হয়নি। আজকে আপনার রেসিপি দেখে শিখে নিলাম কিভাবে বালাচাও বানাতে হয়। দেখে মনে হচ্ছে যে খেতে অনেক মজাদার হবে। আর আপনার বাচ্চার জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে।

 2 years ago 

আপু প্রথমেই আপনার বাচ্চার জন্য অনেক অনেক ভালোবাসা ও জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। লইট্টা শুটকি রেসিপি দেখতে অনেক ভালো লাগছে খেতেও নিশ্চয়ই অনেক মজা। কখনো খাইনি অনেক দেখেছি ।আপনার কাছ থেকে আজকের রেসিপিটা শিখে নিলাম। খুব সুন্দর করে আপনি লইট্টা শুটকি রেসিপি শেয়ার করেছেন।

ধন্যবাদ আপু

আপনার ছেলের জন্য শুভকামনা রইল হ্যাপি বার্থডে টু ইউ।
লইট্টা শুটকি বালাচাও রেসিপি অনেক সুন্দর হয়েছে এমন একটি সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে চলার পথ সুন্দর ও প্রশস্ত হোক শুভকামনা রইল আপনাদের প্রতি।

ধন্যবাদ আপু

 2 years ago 

আপনার ছেলের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

আসলে আপনি দুই টি পোস্ট করতে পারতেন। একটি জন্মদিনের একটি রেসিপির। টাইটেলের সাথে প্রথম ছবিটি দেখে যে কেউ খুব বিভ্রান্তির মধ্যে পড়বে। যাইহোক লইট্টা শুটকি বালাচাও রেসিপ খুবই দুর্দান্ত হয়েছে। আমার সত্যিই খুবই পছন্দের আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

জি ভাইয়া,ধন্যবাদ

 2 years ago 

আপনি লইট্টা শুটকি বালাচাও রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60872.67
ETH 2913.85
USDT 1.00
SBD 2.32