লেভেল ৩ হতে আমার অর্জন - By @ayaan001 (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )।

in আমার বাংলা ব্লগlast year (edited)

☘️হ্যালো

আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুগন কেমন আছেন সবাই।🌿


IMG_20230720_185055.jpg

🌱আমি @ayaan001 বাংলাদেশ থেকে বলছি। আজকে(বুধবার, জুলাই ১৯/২০২৩)।
ইতিপূর্বে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির @abb-school থেকে লেভেল - ৩ এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মহোদয় @alsarzilsiam ভাই অনেক সুন্দর ভাবে আমাদের ক্লাস নিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের মাঝে লেভেল - ৩ থেকে যে সকল শিক্ষা গ্রহণ করেছি তা উপস্থাপন করতে যাচ্ছি।🍃

১-নং প্রশ্নঃ- মার্কডাউন কি ?



স্টিমিট প্লাটফর্মে সাধারণত আমরা তিন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করি। যেমন টেক্সট, অডিও এবং ভিডিও। এই কন্টেন গুলোকে আমরা সুন্দরভাবে লেখার জন্য বিভিন্ন ধরনের কোড ব্যবহার করে থাকি। সেই কোড গুলোকেই মার্কডাউন বলা হয়।

২ -নং প্রশ্নঃ- মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

স্টিম প্লাটফর্মে আমরা যখন একটি কনটেন্ট তৈরি করব তখন অবশ্যই আমাদের সবার ইচ্ছা থাকবে আমাদের কনটেন্টটি সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপনা করার জন্য। আমাদের পোস্টের মান যেন উন্নত হয় এর জন্য আমরা এমন কিছু মার্কডাউন কোড ব্যাবহার করবো যাতে খুব সহজেই পাঠকদের মনকে আকর্ষণ করতে পারি।
মার্কডাউন কোড যথেষ্টভাবে ব্যাবহার করে একটি কনটেন্টকে কোয়ালিটি সম্পন্ন করে তুলতে পারবো। একজন ইউজার মার্কডাউন কোড ইউজের মাধ্যমে খুব সহজে যেকোনো কনটেন্টেনে অংশ গ্রহন করে সফলতা অর্জন করতে পারবে। এজন্য মার্কডাউন কোড এর ব্যবহার আমাদের খুবই গুরুত্বপূর্ণ।


৩ -নং প্রশ্নঃ- পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

আমরা তিন প্রকারে পোস্টের ভিতর মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করতে পারি।

১. লেখার শুরুতেই চারটি স্পেস দিলে কোডগুলো দৃশ্যমান থাকবে।
২.লেখার শুরুতেই উল্টা স্ল্যাশ দিলে কোডগুলো দৃশ্যমান থাকবে।
৩.লেখার শুরুতেই এপোস্ট্রোপি দিলে কোডগুলো দৃশ্যমান থাকবে।


৪ -নং প্রশ্নঃ- নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

UserPostSteemPower
User 110500
User 220900

টেবিলটি তৈরি করতে যে মার্কডাউন কোড ইউজ করা হয়েছে তা নিচে উল্লেখ করা হলো।

|User |Post |SteemPower|
|---|---|---|
|User 1 |  10  |  500|
|User 2 |  20  |  900|



৫ -নং প্রশ্নঃ- সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

প্রথমে তৃতীয় বন্ধনী দিয়ে '[সোর্স ]'লিখবো এবং তৃতীয় বন্ধনী ক্লোজ করবো। তার পরে আবার প্রথম বন্ধনী (লিংক) দিবো তার পরে লিঙ্ক দিয়ে প্রথম বন্ধনী ক্লোজ করবো।


৬ -নং প্রশ্নঃ- বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

# হেডার ১
## হেডার  ২
### হেডার  ৩
#### হেডার  ৪
##### হেডার  ৫
###### হেডার  ৬

হেডার ১

হেডার ২

হেডার ৩

হেডার ৪

হেডার ৫
হেডার ৬


৭ -নং প্রশ্নঃ- টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

 <div class="text-justify">  </div>



৮ -নং প্রশ্নঃ- কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

টপিক নির্বাচন করতে হবে আপনার নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে। আপনি যে বিষয়টাতে পারদর্শী আপনি সেই বিষয়টা বেছে নিবেন। সেই বিষয়ের ওপর সঠিক জ্ঞান থাকতে হবে। যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কনটেন্টাকে সুন্দর ভাবে উপস্থাপনা করা সম্ভব হবে না। আর যদি সেই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান থাকে তাহলে অবশ্যই কনটেন্টাকে সুন্দর ভাবে উপস্থাপনা করা সম্ভব হবে।

একটি ভালো কনটেন্ট তৈরি করতে হলে আমাদের তিনটি বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে।

১.জ্ঞান
২.অভিজ্ঞতা
৩.সৃজনশীলতা


৯ -নং প্রশ্নঃ- কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

একজন মানুষ কোন বিষয়ের উপর দক্ষ জ্ঞানী হয়ে থাকলে সেই বিষয়টি অন্যের মাঝে খুব সহজেই শেয়ার করতে পারবে। ঠিক তেমনি করে যদি মনে করেন কোন স্টিমেট ইউজার একটি ব্লগ তৈরি করবে নির্দিষ্ট নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে তাহলে সেই বিষয়ের উপর স্টিমেট ইউজারের যথার্থ জ্ঞান থাকতে হবে। যদি যথার্থ জ্ঞান থেকে তাহলে সে ব্যাবহারকারি খুব সহজেই সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করতে পারবে। আর যদি সেই বিষয়ে কোনো জ্ঞান না থেকে তাহলে সে ব্যাবহারকারি নিজেই জানে না তাহলে অন্যকে কিভাবে শেখাবে। তাই একজন ইউজার যে বিষয়ের উপর আলোচনা করবে সেই বিষয়ের উপর জ্ঞান থাকা অত্যন্ত জরুরী।

১০ -নং প্রশ্নঃ- ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50।আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

৩.৫ ডলার।


১১ -নং প্রশ্নঃ- সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

পাঁচ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টার মধ্যে ভোট দিতে হবে। সবার আগে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই গ্রীন জোনে ভোট দিতে হবে।


১২ -নং প্রশ্নঃ- নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে ?

অবশ্যই @Heroism কে ডেলিগেট করলে বেশি আর্ন হবে। এর প্রধান কারণ হচ্ছে আমার যে স্টিম পাওয়ার রয়েছে তা অতি সামান্য পাওয়ার যা দ্বারা কোন ইউজারের পোস্টে ভোট দিলে সামান্য এক থেকে দুই সেন্ট যোগ হতে পারে। আবার পে-আউটের সময় রিওয়ার্ড পুলেই শেষ হয়ে যাবে।

আমার সকল এসপি যদি @Heroism কে বিশেষ কারণ বশত কিছু সময়ের জন্য দিলে সে তার বিশাল ক্ষমতা দিয়ে বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট দিবে। আর তার থেকে যে কিউরেশন রিওয়ার্ড অর্ন হবে আমার ডেলিগেশন এসপির ভিত্তিতে আমাকে দিয়ে দিবে। আমি কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলে @Heroism এর থেকে পাওয়ারফুল ভোট পাওয়ারো সম্ভাবনা থাকে। এক দিক বিবেচনা করলে দেখা যায় যে আমার মত অনেক ইউজারের এসপি একত্রে মিলিত হয়ে @Heroism এর বিশাল পাওয়ার সৃষ্টি হবে তার থেকে ভালো পরিমাণে রিওয়ার্ড অর্জিত হবে ।
দোয়া করি সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বাবাকে ক্লাস এবং পরিক্ষা সুন্দরভাবে শেষ করতে পারি।


####ধন্যবাদ প্রিয় ভাই @alsarzilsiam ভাই।

Sort:  
 last year 

প্রথমত যে ছবিটি আপনি ব্যবহার করেছেন সেটি পুরনো ছবি। নতুন ছবি ব্যবহার করতে হবে। এছাড়াও যতগুলো প্রশ্ন কোডিং কে দৃশ্যমান করার কথা বলা হয়েছে সে সবকিছুই আপনি করতে পারেননি। সব ঠিক করে জানাবেন। ৪,৬,৭ নং প্রশ্নেরর উত্তর ঠিক করতে হবে

 last year 

ভাই পোস্ট আপডেট করেছি। যদি কষ্ট করে একটু দেখতেন প্লিজ।

 last year 

অনেক সুন্দর পরীক্ষা হয়েছে ছোট ভাই। তোমার এই সুন্দর পরীক্ষা দেয়া দেখে আমি মুগ্ধ হয়েছি। আশা করি এভাবে প্রত্যেকটা লেভেল পাশ করে যাবে এবং আমাদের সাথে ভেরিফাইড মেম্বার হয়ে কাজ করতে পারবে।

 last year 

দোয়া করবেন ভাই পরবর্তী পরীক্ষাগুলো যেন সুন্দর ভাবে দিতে পারি। ভেরিফাইড হওয়ার পর আপনার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারি। দোয়া করি আপনি অনেক উন্নতি করেন। আশা করি সুন্দর সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করবেন। এবং সেগুলো দেখে আমরা কিছু শিখতে পারবো । আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33