নাটক রিভিউ : বউ হলো স্বামীর আমানত।

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ০৩ আগষ্ট ২০২৪ ইংঃ রোজ শনিবার । ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে বউ হলো স্বামীর আমানত এই নাটকটি রিভিউ করতে চলেছি। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

ঈগল টিমের নাটক গুলা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এই নাটকগুলা সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে দেখতে বেশি ভালো লাগে। এর মধ্যে অল্প কিছু হলেও শিক্ষানীয় কিছু ব্যাপার থাকে। এই নাটকগুলা পরিবাবের সবাই মিলে একসাথে বসে এই নাটক নির্দ্বিধায় দেখা যায়। নাটকটি সুন্দর করে আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


নাটকের পোস্টার

1000002307.jpg

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামবউ হলো স্বামীর আমানত
পরিচালকআব্দুল্লাহ জুবায়ের ও মো: ইয়াসিন।
অভিনয়েরাফি ইসলাম, জান্নাতুল মাওয়া, সুমন, মৌসুমি আরও অনেকেই।
দৈর্ঘ৪২ মিনিট ৪০ সেকেন্ড
মুক্তির সময়০১ আগষ্ট ২০২৪ খ্রিঃ


1000002272.jpg

1000002276.jpg

নাটকের প্রথমে দেখা যায় নায়ক ও নায়িকা বাড়ি থেকে পালিয়ে যেতে এমন সময় পথে মধ্যে নায়িকার মায়ের সাথে দেখা হয়ে যায়। সেখানে তাদের মধ্যে নানা রকম কথাবার্তা চলতে থাকে। নায়িকার মা নায়িকাকে বলে বড় লোক ঘরের ছেলের সাথে পালিয়ে যাওয়াটা তার জন্য ঠিক হচ্ছে না কারণ তারা তোকে মেনে নেবে না কিন্তু নায়ক তার মাকে আশ্বস্ত করে যে তার মেয়েকে সে কখনো ছেড়ে দেবে না। এই কথা শোনার পর নায়িকার মা নায়িকার হাতে নায়িকাকে তুলে দেয়।

1000002280.jpg

নায়ক নায়িকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে নায়কের বাবা তাদেরকে মেনে না নিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। নায়ক নায়িকার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে।

1000002286.jpg

এরপর নায়ক ওই গ্রামের একটি ছোট টিনের বাড়ি ভাড়া করে সেখানে থাকার জন্য।

1000002289.jpg

গ্রামের কোন কাজ না পাওয়ায় নিজের সংসার চালানোর জন্য নায়ক মুচির কাজ শুরু করে সে গ্রামে ঘুরে ঘুরে মানুষের বুট পালিশ করে বেড়ায়। এতে করে যা উপার্জন হয় তাই দিয়ে নায়ক এবং নায়িকা সংসার চালায়।

1000002292.jpg

একদিন নায়ক গ্রামের ভেতরে বুট পালিশ করে বাড়ছিল। এমন সময় তার বড় ভাইয়ের সাথে দেখা হয়। তার বড় ভাই বলে তুই এতটা ছোটলোক কবে থেকে হয়েছিস। এত বড় ঘরের ছেলে হয়ে তুই আজকে বুট পালিশ করে বেড়াচ্ছিস তোর কোন লজ্জা নাই। এই কথার জবাবের নায়ক তখন বলে কোন কাজে ছোট নয় আর আমি এখন বড় ঘরের ছেলে নয় তাই আমাকে যে কোন একটি কাজ করে সংসার চালাতেই হবে।

1000002296.jpg

এদিকে নায়েক এবং নায়িকা জীবনে বেশ ভালোই সুখের সংসার করছিলো। ডাল ভাত খেয়ে তারা দিন পার করছিল কিন্তু তাদের ভিতর অনেক সুখ শান্তি ছিলো।

1000002297.jpg

এদিকে নায়ক জানতে পারবে তার ছোট বোনের বিবাহ ঠিক হয়েছে। তখন সে নায়িকাকে বলে আমার ছোট বোনের বিয়েতে আমি কি নিয়ে যাবো। তখন নায়িকা তার তুলে রাখে একটা নতুন শাড়ি তার হাতে দিয়ে বলে এটা নিয়ে তোমার বোনকে দেখে আসো। সে অনেক খুশি হয়ে সেই শাড়িটা নিয়ে যায় বোনকে দেখতে কিন্তু বোন তারে শাড়ি দেখে নানা রকম বাজে কথা বলে শাড়ি তার মুখে ছুড়ে মেরে বাড়ি থেকে চলে যেতে বলে।

1000002299.jpg

এদিকে বাড়িওয়ালা নায়ককে বলে তুমি আমার বাড়ি ছেড়ে দাও। এর কারণ জানতে চাইলে বাড়িওয়ালা বলে তোমার বাবা আমাকে বলেছে যে করেই হোক তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে হবে।

1000002301.jpg

কোন কিছু করতে না পেরে নায়ক বাড়ি ছেড়ে দেয় এবং তারা তখন নায়িকার বাবার বাড়িতে আশ্রয় নেয় যদিও তারা সেখানে থাকার উদ্দেশ্যে যায়নি শুধুমাত্র দেখা করার জন্য নায়িকার বাবার বাড়িতে গিয়েছিল। এরপর তারা সেখান থেকে ঢাকায় তার বন্ধুর সাথে ব্যবসা করার উদ্দেশ্যে।

1000002302.jpg

1000002303.jpg

দীর্ঘ পাঁচ বছর পর নায়ক আবার বাড়িতে ফিরে আসে। পথের মধ্যে আসার সময় সে তার বাবার জমি দেখে ভ্যান থেকে নেমে তার বউকে বলে দেখো এগুলো সব আমার বাবার জমি। কথা শুনে ভ্যানওয়ালা বলে এখন আর এই জমিগুলো তোমাদের নেই। এই কথা শোনার পর নায়ক জিজ্ঞাসা করে কেন কি হয়েছে বলোতো এই গুলা তো আমাদেরই জমি। তখন রিক্সাওয়ালা তাদেরকে সব ঘটনা খুলে বলেন।

মূলত তার ভাই ব্যবসায় লস করে এরপর তারা লোন নেয় সেই লোন পরিশোধ করতে না পারায় জমি বিক্রি করে দেয়। তারপর তাদের দোকানে আগুন লেগে যায়। এই সংবাদ পেয়ে তার বড় ভাই স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়ে। তার ভাবি তার ভাইকে ছেড়ে চলে যায়।

1000002304.jpg

এই সব শুনে নায়ক সেখান থেকে চলে যাই তার বাবার জমি এবং বাড়ি ফেরত নিয়ে আসার জন্য। কারণ এই পাঁচ বছরের সে ব্যবসা করে অনেক টাকার মালিক হয়ে গেছে। যার কারণে তার বাবা যার যার কাছে জমি বন্ধক রেখেছিল তাদের কাছে গিয়ে আবার সেই জমিগুলো ফেরত নিয়ে আসে।

এরপর সে সেখান থেকে বাড়ি চলে আসে। এমন সময় দেখা দেয় তার বাবা তার অসুস্থ ভাইকে নিয়ে ডাক্তারের কাছ থেকে আসছে। নায়কের মা জিজ্ঞাসা করে ডাক্তার কি বললো? তখন তার বাবা বলে এভাবে চিকিৎসা চালিয়ে যেতে হবে আর কিছুই করার নেই।

1000002306.jpg

এমন সময় নায়কের মা নায়কে দেখতে পাই। তখন সে তাকে বলে তুই এতদিন কোথায় ছিলে আমাদের একটিবার খোঁজ করার প্রয়োজন মনে করিসনি। এরপর নায়ক তার বাবাকে বাড়ি সহ সকল সম্পত্তির দলিল তার হাত তুলে দেয়। এটা দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায় এবং তাকে বুকে টেনে নেয়। এবং সে তার ভুল বুঝতে পারে।

1000002305.jpg

এরপর সেখানে নায়িকার পরিবার চলে আসে নায়কের বাবা তখন সবার কাছে ক্ষমা চাই সবাই তখন নায়কের বাবাকে ক্ষমা করে দেয়। এরপর নায়কের মা বলে আমি আমার ছেলের বিয়ে আবার নতুন করে দেবো। আমি আমার ছেলের বউকে সুন্দর করে বরণ করতে চাই।

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। সবার অভিনয় অনেক ভালো ছিলো। নায়ক ও নায়িকার বাবা মায়ের অভিনয় আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার থেকে নায়কার অভিনয় ছিলো দেখার মতো। সে সব সময় নায়কে সাপোর্ট দিয়েছে। যার কারনে সে অনেক দূর যেতে পেরেছে। নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। আমি একজন সরকারি চাকরিজীবি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের।


Logo.png

Banner.png

Sort:  
 3 months ago (edited)

আজ আপনি অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে অনেক ভালো লাগলো।যদি ও নাটকটি দেখা হয়নি তারপরও আপনার রিভিউ পড়ে নাটকটির সম্পর্কে সব বুঝতে পারলাম। খুব সুন্দর করে নাটকটি রিভিউ করেছেন। সময় পেলে অবশ্যই একদিন নাটকটি দেখবো।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য।

 3 months ago 

জ্বি নাটকটি অনেক সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনি অনেক সুন্দর করে নাটকটি রিভিউ করেছেন।

 3 months ago 

অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা এই নাটকটা দেখে। বেশ দারুণভাবে নাটক গুরুত্বপূর্ণ অংশগুলো রিভিউ করেছেন। নাটকটার মধ্যে বেশ শিক্ষনীয় বিষয় রয়েছে। এমন নাটকগুলো আমি খুবই পছন্দ করি।

 3 months ago 

এমন নাটকগুলো আমি খুবই পছন্দ করি।

আমিও এই ধরনের নাটক অনেক পছন্দ করি ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর করে গঠন মূলক অভিমত শেয়ার করার জন্য।

 3 months ago 

খুবই দারুন একটি নাটক আপনি আজ আমাদের মাঝে রিভিউ করেছেন। আসলেই বউ হলো সামির আমানত এই আমানত রক্ষার্থে যেকোনো কিছু করা যায়।সুন্দর উপস্থাপন করেছেন।

 3 months ago 

জ্বি ভাই সব স্বামীদের এমনটাই হওয়া উচিৎ তাহলে সব মেয়েরা একটা ভরসার জায়গা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

আসলে কাছের মানুষ সাপোর্ট না দিলে বাইরে কোথাও যাওয়া সম্ভব না। হয়তো নায়িকা এখানে নায়ককে সাপোর্ট দিয়ে সে বাইরে যেতে পারছে।যাই হোক সব সময় ঈগল টিমের নাটক গুলো অনেক ভালো হবে । আপনি খুব সুন্দর ভাবে নাটকটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

পরিবার থেকে সাপোর্ট পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। কাছের মানুষের দেওয়া একটু সহযোগিতা একজন পুরুষকে অনেক দূর দিয়ে যায়। ধন্যবাদ ভাই।

 3 months ago 

ঈগল টিমের নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমিও সময় পেলে দেখার চেষ্টা করি। তবে এই নাটকটি এখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। সময় পেলে দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 3 months ago 

নাটকটি কয়েকদিন আগেই বের হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

এই নাটকটা যখনই মুক্তি পেয়েছিল তখনই আমি নাটকটা দেখেছিলাম। আর আমার কাছে এই নাটকটা দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। একটা মানুষ সফলতা অর্জন করার জন্য কাছের মানুষের সাপোর্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়। কাছের মানুষ সাপোর্ট করলে সে ভালোভাবে সফলতা অর্জন করতে পারবে। নায়কের পরিবার তাদের বিয়েটা মেনে নেয়নি। তাকে সবাই অনেক ভাবে অপমান করেছিল। বিশেষ করে নায়িকাকে। কিন্তু দিনশেষে তারাই সফলতা অর্জন করতে পেরেছে। অন্যদিকে নায়কের বাবা নিজের সবকিছুই হারিয়ে ফেলেছে। সব শেষে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে দেখেই ভালো লাগলো।

 3 months ago 

একটা মানুষ সফলতা অর্জন করার জন্য কাছের মানুষের সাপোর্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়।

একদম ঠিক কথা বলেছেন আপু একমাত্র নায়িকার সাপোর্ট এর কারনে নায়ক এত দূর যেতে পেরেছে। নায়কের বাবার অভিনয়টা আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ আপু

 3 months ago 

বেশ সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া।আপনার করা নাটক রিভিউ টি পড়ে বেশ ভালো লাগলো।যদিও নাটক টি দেখা হয় নি তবে নাটকের গল্পটি দারুন লেগেছে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

জ্বি আপু নাটকের কাহিনি অনেক সুন্দর আমার কাছেও অনেক ভালো লাগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যথাযথ মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

নাটকটি বেশ চমৎকার তো।আপনার রিভিউয়ের মাধ্যমে পড়তে পেরে খুব ভালো লাগলো। তবে আমি নিজেও ইদানিং একটু একটু করে নাটক দেখি। যেহেতু নাটক রিভিউ শেয়ার করতে হয়। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 months ago 

জ্বি আপু নাটক রিভিউ করার জন্য আমিও এখন নাটক দেখি। নাটকটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67715.17
ETH 2423.95
USDT 1.00
SBD 2.37