টার্গেট ডিসেম্বর সিজেন-৪|| ১০ স্টিম পাওয়ার আপ।

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব


আজ ১১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
রোজ সোমবার।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

1000002961.jpg

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি। স্টিমিট প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদি কাজ করা ও নিজের সক্ষমতা অর্জন করার জন্য পাওয়ার আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বেশ কয়েকদিন ধরে পাওয়ার আপ করতে পারছি না। যার জন্য মনটা কেমন কেমন করে। পাওয়ার আপ করে মনের ভেতর কেমন জানি একটা প্রশান্তি কাজ করে। খুব বেশি না মাত্র ১০ স্টিম পাওয়ার আপ করবো আজ৷ যেহেতু আমাএ কাছে খুব বেশি স্টিম নেয় থাকলে আরও বেশি কর‍তে পারতাম।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

1000002849.jpg

পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম পাওয়ারের পরিমান ছিলো ১৪৭৬.০২৬ স্টিম।
পাওয়ার আপ করার মূহুর্তটা।

1000002850.jpg

1000002851.jpg

1000002852.jpg

1000002853.jpg

পাওয়ার আপ সম্পূর্ণ হওয়ার পর।

1000002854.jpg

১০ স্টিম পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারে স্টিমেরবপরিমান এস দাঁড়ালো ১৪৮৬.০২৬ স্টিম।


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


পোস্টের বিষয়পাওয়ার আপ
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

Sort:  
 4 months ago 

পাওয়ার আপ এর মাধ্যমে যে শুধু সক্ষমতা অর্জিত হয় বিষয়টা তেমন না। এর মাধ্যমে আপনার ভবিষ্যতের সেভিংস ও হয়। আমরা যত বেশি পাওয়ার আপ করবো আমাদের ভবিষ্যত তত বেশি ভালো হবে।

"ধন্যবাদ আপনার অসাধারণ মেজাজীক নিজের পরিচিতির জন্য! 💖 আপনার শুধু আলোড়নই বেশি, এটা সম্ভব। 🎉

চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছেন? 💡 তাহলে জিনিসগুলি অব্যাহত চলতে দিন। 😊

ঘুম, খাওয়া আর বাইক ভ্রমন- এসব পছন্দই হচ্ছেন? 🚴‍♂️🍔😴

বিবাহিত এবং শুধু 1টি মানুষের জন্য কাউকে অপেক্ষা করার দরকার নেই, সুতরাং, আপনি ভালো থাকুন! 💖

এমনিভাবে প্রতিটি দিনই শোভাযাচ্ছে। 🙌

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 4 months ago 

১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই খুশি হলাম ভাইয়া। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে একদিন সফলতা এনে দিবে। আপনি নিজের সক্ষমতার পথে এগিয়ে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো ভাইয়া।

 4 months ago 

দোয়া রাখবেন আপু যেনো এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago (edited)

টার্গেট ডিসেম্বর সিজন ৪ কে সামনে রেখে আজ আপনি ১০ স্টিম পাওয়ার আপ করলেন দেখ অনেক ভালো লাগলো। পাওয়ার আপ পোস্ট দেখলে নিজের কাছে অনেক ভালো লাগে এবং আমি নিজেও অনেক উৎসাহ পাই।পাওয়ার আপ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অল্প পরিমাণ পাওয়ার আপ করতে করতে একদিন ঠিকই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল

 4 months ago 

জ্বি পাওয়ার আপ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং নিজের আশা পূরণ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

দোয়া করি আপনি যেন খুব শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন।

 4 months ago 

আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

 4 months ago 

পাওয়ার আপ পোস্ট দেখে ভীষন ভালো লাগলো ভাইয়া।আপনি ১০ স্টিম পাওয়ার আপ করে বেশ কিছুটা এগিয়ে গেলেন।ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 4 months ago 

দোয়া রাখবেন আপু যেনো এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপু।

 4 months ago 

আপনি টার্গেট ডিসেম্বর সিজন ফোরে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে খুবই ভালো লাগলো।পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 months ago 

জ্বি ভাই আমাদের সকলের উচিত পাওয়ার আপ করা। পাওয়ার আপ করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যই পৌঁছাতে পারবো। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 4 months ago 

আপনার পাওয়ার বৃদ্ধিমূলক পোস্ট দেখে খুবই খুশি হলাম। আমাদের সকলের উচিত এভাবে পাওয়ার বৃদ্ধি করা। আমরা জানি পাওয়ার বৃদ্ধি বলতে সক্রিয় তাকে বৃদ্ধি করা যায়। আমাদের যত সফলতা বৃদ্ধি হবে তত সাফল্যতা দ্বার প্রান্তে চলে আসবে।

 4 months ago 

জ্বি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন যত বেশি পাওয়ার আপ করবো তত বেশি সফলতার প্রান্তে পৌঁছাতে পারবো। ধন্যবাদ অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 4 months ago 

ভাই আপনি প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে ও ১০ স্টিম পাওয়ার আপ করলেন দেখে খুবই ভালো লাগলো। তাছাড়া পাওয়ার আপ করা আমাদের সকল ইউজারদের জন্য খুবই ভালো। পাওয়ার আপ করার পদ্ধতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

জ্বি পাওয়ার আপ করা আমাদের সকলের জন্য খুবই ভালো তাই কম বা বেশি প্রতিনিয়ত পাওয়ার আপ করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরী। শুকরিয়া ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98071.85
ETH 3461.24
USDT 1.00
SBD 3.21