স্বরচিত কবিতা: অপেক্ষার দিন গুলা।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ।

রোজ শুক্রবার ।


1000003922.jpg

Source

হ্যালো ব্লগবাসি..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সারা দিন বৃষ্টি হতেই চলেছে। কোন থামাথামি নেই। তবে বৃষ্টির দিনে সময় কাটাতে বেশ ভালোই লাগে। ভালো মন্দ ঘরে বসে খাওয়া যায়। বৃষ্টির দিনে নানা রকম ছন্দ মনের ভেতর উঁকিঝুঁকি মারে। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও নতুন একটি স্বরচিত কবিতা লিখে শেয়ার করলাম।আশাকরি আমার লেখা স্বরচিত কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

লেখাঃ মোঃ আশিকুর রহমান।


পথের ধারে বসে আছি,
অনন্তের আকাশ চেয়ে
তুমি আসবে বলে ভাবি,
মনে মনে অন্ধকারে জ্বালাই আলোর দেউটি।

সময়ের হাতে বাঁধা আশা
তোমার আগমনের অপেক্ষা,
অসীম রাতের মতো দীর্ঘ
আলো-অন্ধকারে গাঁথা প্রতীক্ষার দিন।

নদীর পাড়ে যখন সন্ধ্যা নামে,
বাতাস বয়ে আনে তোমার সুর,
অজানা কথার বাঁধনে বাঁধা
তুমি আসবে, এই প্রতিজ্ঞা মনে হয় দূর।

তুমি আসবে ফুলের মতো,
মুকুলে ভরা বসন্তে
নিঃশব্দে আসবে আমার কাছে,
আনবে আশা, আনবে আলো, নতুন স্বপ্নের শেষে।

তোমার স্পর্শ পাবো আমি,
এই মাটির মতো স্থির
তুমি এসে রাখবে হাত,
আমার হৃদয়ে, ভাঙা স্বপ্নের অন্তিমে।

তুমি আসবে বলে প্রতীক্ষা
প্রতিটা মুহূর্ত ছুঁয়ে যায়।
তোমার ছোঁয়া, তোমার হাসি,
আমার জীবনের প্রতিটি শিরায়।

তোমার ছায়ায় বেঁচে আছি
স্মৃতির ধারে কাটে সময়,
তোমার আসার শেষ প্রহরে
বেঁচে রইবো, জানি না সময়।

তোমার মুখের একটুখানি হাসি,
আমার সব ব্যথা ভোলাবে
তুমি আসবে বলে, জানি
অপেক্ষার শেষ প্রহর আমায় ডাকবে।


"অপেক্ষার দিন গুলা" কবিতার মূল ভাব:

অপেক্ষার অনুভূতি ও প্রেমের গূঢ়তা তুলে ধরে। এখানে একটি মানুষ দীর্ঘ সময় ধরে তার প্রিয়জনের আগমনের অপেক্ষায় আছে। প্রেমিক/প্রেমিকার প্রতি গভীর প্রেম এবং তাদের সান্নিধ্যের জন্য যে আকুলতা রয়েছে তা কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। কবির হৃদয়ে আশা এবং চিন্তাভাবনা ভর করে আছে যেখানে প্রেমের প্রত্যাশা একদিকে আনন্দ এবং অন্যদিকে বিষাদ তৈরি করছে। কবিতার শেষে অপেক্ষার সেই প্রহরকে গুরুত্ব দেওয়া হয়েছে যা প্রেমের চূড়ান্ত ফল যেখানে দুজনের পুনর্মিলন হতে চলেছে।


সমাপ্ত


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। আশা করছি আমার কবিতা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কবিতার মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়স্বরচিত কবিতা
পোস্টকারীমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

Sort:  
 3 months ago 

প্রতিটি মানুষের জীবনে কিছু অপেক্ষামান সময় থাকে। সেই সুন্দর স্মৃতিগুলো নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়তে অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

শুকরিয়া আপু আমার কবিতা পড়তে আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক।

 3 months ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। আমি প্রায় মাঝেমধ্যে খেয়াল করি আপনি সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন। আজকের কবিতাটাও বেশ দারুন ছিল ভাইয়া। একদম অসাধারণ ভাবে আপনি কবিতা লিখে প্রকাশ করেছেন। কবিতার ভাব গম্ভীর্য এবং লাইন অনেক ভালোলাগার ছিল। আর আমি তো এমনিতেই প্রেমের কবিতা অনেক পছন্দ করি।

 2 months ago 

আপনি আমার কবিতা পোস্ট খেয়াল করে রাখেন জেনে অনেক ভালো লাগলো আপু। আপনার এত এত প্রশংসা করা দেখে নিজের কাছে অনেক ভালো লাগছে আপু। ধন্যবাদ আপু অনেক সুন্দর ও গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

 3 months ago 

অপেক্ষার দিনগুলো নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ ভাই সল্প কথায় গুছিয়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 months ago 

অপেক্ষার দিনগুলো নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার কবিতা আপনাদের কাছে ভালো লাগে জেনে আমি বেশ খুশি হয়। শুকরিয়া সুন্দর মতামত শেয়ার করার।

 2 months ago 

আমার করা মন্তব্য ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

শুকরিয়া জানাচ্ছি আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 98204.12
ETH 3444.02
USDT 1.00
SBD 3.22