নাটক রিভিউ :- খুনসুটি প্রেম।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনার দোয়ায় আমি অনেক ভাল আছি। আমার বাংলা ব্লক কমিউনিটিতে দ্বিতীয়বারের মতো আমি নাটক রিভিউ করলাম।আশা করি আপনাদের নাটকের রিভিউটি ভালো লাগবে।
নাটকের নাম :খুনসুটি প্রেম।
অভিনয় যারা আছে :- ফারহান,মমদীপক কর্মকার সোমা সোক মৌ আরও অনেকে।
পরিচালক:- সাবিনা আফরোজ।
ভাষা :- বাংলা।
সময় সীমা:-৩৪ মিনিট ৩৯ সেকেন্ড।
মুক্তির সময়:- ৮ জুন ২০২৩।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
নাটকের প্রথমে দেখা যায় রাফি( নাটকে নায়কের চরিত্রে) তার পরিচিত বড় ভাইয়ের সাথে ফোনে কথা বলতে।তারা ফোনে তার পরিচিত ভাইয়ের ছোট বোনের বিয়ের বিষয়ে কথা বার্তা বলে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
কথা শেষ করে নায়ক পাঠাও রাইড শেয়ার করে মোটর সাইকেলে যাচ্ছিল। হঠাৎ করে মোটরসাইকেল একটি সিএনজিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সাথে সাথে সিএনজি থেকে একজন মেয়ে বের হয়। বের হয়ে আসে রাফির সাথে অনেক কথা কাটাকাটি করে একপর্যায়ে ঝগড়াঝাঁটি লেগে যায়।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
পরের সিনে দেখা যায় নায়ক-নায়িকা রাস্তায় দাঁড়িয়ে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে ফোনে কথা বলে। নায়ক তার বড় ভাইয়ের সাথে কথা বলছে এবং নায়িকা তার কলেজ বান্ধবীর সাথে কথা বলছে। কথা শেষ করে যখন তারা দুজনে দিকে তাকায় এবং দেখা মাত্রই পুনরায় ঝগড়া শুরু করে।ঝগড়া শেষে তারা দুজনের দু'দিকে চলে যায় সেখান থেকে চলে যায়।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
পরের দিনে দেখা যায় আবার নায়ক-নায়িকা আবার একই সাথে বাসের ভিতরে। নায়ক নায়িকাকে নানা কথা বলে তারা দুজনে একই সিটে বসে। এক সময় নায়িকা বিরক্ত হয়ে তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে দেয় কে ধমকায় এবং তার নাম জিজ্ঞাসা করে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
পরে সিনে দেখা যায় নায়ক এবং নায়িকা একই সাথে একটি বাড়িতে ঢুকেছে ঢোকার সাথে সাথে তারা আবার ঝগড়াঝাটি শুরু করে নায়িকা বলে নায়ক তার পিছু নিয়েছে। কিন্তু নায়ক বলে না তুমি আমার পিছু নিয়েছো। তাদের মধ্যে প্রচন্ড কত কাটাকাটি ঝগড়া হয। এমন সময় নায়কের বড় ভাই ও নায়িকার বান্ধবী চলে আসে। পরে কথা বলে বুঝতে পারে তারা দুজনেই নায়কের বড় ভাইয়ের বোনের বিয়েতে এসেছে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
পরের ছেলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে সেখানে অনেক গল্প গুজব হয়। নায়কের বিষয়ে অনেক কথাবার্তা হয় । এক সময় দেখা যায় নায়িকা নায়কের উপর একটু দুর্বল হয়ে পড়ে। মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে। পরের সিনে নায়কের বড় ভাইয়ের বোন বিয়ের প্রস্তুতি সাজুগুজু চলছিল সেখানেও নায়কের বিষয়ে নায়িকার বান্ধবী অনেক ভালো ভালো কথা বলতে থাকে যা শোনার পর নায়িকার নায়কের উপরে আরো বেশি দুর্বল হয়ে পড়ে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
সেখান থেকে চলে আসার পর নায়িকার সাথে নায়কের দেখা হয় দেখা হওয়ার পর নায়ক-নায়িকার কথাবার্তা চলতে থাকে। নায়ক বুঝতে পারে নায়িকা তার উপরে ফিদা হয়ছে। নায়িকার প্রতি তার আলাদা ভালোবাসা সৃষ্টি হয় সে সব সময় নায়কের কথা কল্পনা করতে থাকে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
কল্পনা শেষ হওয়ার পরে নায়িকা যখন চলে আসে হঠাৎ দেখে তার বান্ধবী কান্না করছে এ দেখে নায়িকা তার বান্ধবীকে জিজ্ঞাসা করছে তুমি কাঁদছো কেন উত্তরে বলে নাই এমনিতেই কানছি। কিন্তু নায়িকা জোরাজুরি করলে তখন সে সব কথা বলে দেয়। তার বান্ধবী ও নায়িকের মনে মনে ভালোবাসতো। এই কথা শুনে নায়িকা প্রচন্ড কষ্ট পায় কারণ সেও নায়ককে অনেক ভালোবেসে ফেলেছে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
পরে দেখা যায় নায়িকা তার হাতে চুড়িগুলো খুলে ফেলে যেগুলো রাফি তাকে দিয়ে। চুড়িগুলো খুলে তার বান্ধবীকে দিয়ে দিসছিলো আর বছিলো তুই এই চুরিগুলো এখন থেকে পড়ে থাকবি। এই চুরি পড়ে থাকলে তোর ভালোবাসার মানুষগুলো এই চুরির শব্দে তোকে খুঁজে পাবে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
বিয়ে শেষ হয়ে গেলে নায়কা নায়িকা একই সাথে সেখান থেকে চলে আসে। নায়ক নায়িকায় একই রিকশায় চড়ে আসতে দেখা যায়। সেখানেও অনেক কথাবার্তা হয় দুজনের। নায়িকা জানতে চাই তোমার তোমার তুমি রোগটার কি খবর। নায়ক তখন বলে হাতের চুরি না থাকলে এই তুমি রোগটি ধরা যায় না। চুরির শব্দ পেলে তুমি রোগট ধরা যায়। নায়িকা তখন বলে আমিতো আজকে চুরি পড়ি নাই।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
এই কথা শোনা মাত্রই নায়কের রিক্সা থামে দেয়। এবং দৌড়ে গিয়ে একটি চুরির দোকানে যাই এবং নায়িকার জন্য চুরি কেনেন।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
নায়ক চুরি কিনে চুলগুলো নায়িকাকে দেখালে নায়িকা আঙ্গুল দিয়ে জানিয়ে দেয় এই গুলো তার অনেক পছন্দ হয়েছে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
নায়ক যখন চুরি গুলা নিয়ে আসতে যাবে ঠিক তখন একটি প্রাইভেট কার সাথে নায়ক ধাক্কা মারে।
ইউটিউব থেকে স্কিন শট নেওয়া হয়েছে।
প্রাইভেট কার সাথে ধাক্কা লাগার কারণে নায়ক সেখানে পড়ে যায় এবং মারা যায় তখনই নাটক শেষ হয়ে যায়।
মূল কথা :- ভালোবাসার অসমাপ্তি।
নাটক হতে শিক্ষা ও আমার রেটিং :- সত্যিকারের ভালোবাসা সব সময় পূর্ণতা পায় না।ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়াটা সত্যিই খুব ভাগ্যের বিষয়।
আমার নিজের অনুভূতি থেকে আমি এইমাত্র রেটিং ০৭/১০ দিলাম।
খুনসুটি প্রেম এই নাটকটা নতুন বের হয়েছে তাই, এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। তবে সর্বপ্রথম আপনার রিভিউ পোস্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো। এই নাটকটিতে ভালোবাসা অসমাপ্ত থেকে গিয়েছি। আসলে সত্যি কারের ভালোবাসা সব সময় পূর্ণতা পায় না, ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়া এটা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। নায়ক যখন নায়িকার জন্য চুরিগুলো নিয়ে আসছিল, গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা গিয়েছিল। এই দৃশ্যটা সত্যি অনেক খারাপ লেগেছে। যাইহোক সম্পূর্ণটা পড়ে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। নাটকটি আমারও খুব পছন্দ হয়েছে। ফারহান এবং মম খুব সুন্দর ভাবে নাটকটি উপস্থাপন করেছেন।
বাহ ভাইয়া আপনি দারুন একটি নাটক রিভিউ করেছেন। আপনার নাটকটি পড়ে বেশ ভালো লেগেছে। যদিও এই নাটকটি গুলো আমার কখনো দেখা হয়নি। তবে আপনার নাটকের রিভিউ করে বুঝতে পারলাম নাটকটা অনেক সুন্দর। পরবর্তীতে আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর নাটকের রিভিউ চাই।
ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন নতুন নাটক নিয়ে আসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার পোস্টে সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ বড় ভাই।
খুনসুটি প্রেম নাটকটি নতুন বের হয়েছে। তাই এখনো দেখা হয়নি। মমোর অভিনয় ভীষণ ভালো লাগে। ফারহানের সাথে অনেক সুন্দর ভাবে নাটকটিকে ফুটিয়ে তুলেছেন। নাটকটির গল্প আমার ভীষণ ভালো লেগেছে। ফ্রি হয়ে নাটকটি দেখে নিবো।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। নাটকটি প্রেম কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। ফারহান এবং মম খুব সুন্দর অভিনয় করেছে। আশা করি নাটকটি দেখলে আপনি মজা পাবেন।
নাটক রিভিউ পড়তে ভালো লাগে। আপনি খুনসুটি প্রেম নাটকের রিভিউ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ফারহান এবং মম দুজনেই খুব ভালো অভিনয় করে। নাটকের প্লট পড়ে ভালো লেগেছে। কিছু জায়গায় বানান ভুল আছে দেখে নেবেন। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই সুন্দর একটি মতামত দেওয়ার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
ফারহানের নাটক আমার খুবই পছন্দের। আর বেশিরভাগ সময় ফারহানের নাটক গুলো দেখা হয়। নায়ক যখন জানতে পারে নায়িকার হাতে চুরি নেই তখন সে দৌড়ে চুরির দোকানে যায়। এরপর নায়িকা কে চুরি দেখায় নায়িকা আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই চুড়িগুলো তার পছন্দ হয়েছে। তারপরে যখন নায়ক চুরিগুলো নিয়ে আসছিল, তখন একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারা যায়। সত্যি ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাই ভালোবাসার মানুষটাকে নিজের করে পায় না।
জি আপু আসলে সবাই ভালোবাসার মানুষকে আপন করে পাই না। বাস্তবতা বড়ই কঠিন নাটকের মাধ্যমে সেটি ফুটিয়ে তোলা হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু আমার পোস্টে সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য।
অনেক ভালো লাগার মত একটি নাটক আজ আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন। আপনার এই সুন্দর নাটক রিভিউ আমার কাছে অতি মনোমুগ্ধকর মনে হয়েছে। আর নাটকটা বেশ দেখার মত। আশা করি এভাবে আপনি আমাদের মাঝে অনেক নাটক রিভিউ করে থাকবেন প্রতি সপ্তাহে
ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। আর আপনাকে ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য।
আমার কাছে ফারহানের নাটক গুলো অনেক ভালো লাগে। তবে আজকের পোস্ট পড়ে অনেক ভালই লাগলো ।খুনসুটি প্রেম নাটকটি আমি এখনো দেখি নাই। তবে চেষ্টা করব নাটকটি দেখার জন্য। কারণ নাটকের পোস্ট পড়ে দেখার খুব আগ্রহ জাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে নাটকটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু। জ্বী নাটকটা অনেক সুন্দর। নাটকটি মূলত প্রেম কাহিনী তৈরি করা হয়েছে। আর প্রেমের বিষয়টা তো সবার কাছে ভালো লাগে।