অরিগ্যামি পোস্টঃ রঙিন কাগজ ব্যবহার করে কাঁকড়ার অরিগ্যামি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
আমার বাংলা ব্লগবাসি...........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি কাঁকড়ার অরিগ্যামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের অরিগ্যামি তৈরি করতে আমার অনেক ভালো লাগে। শুধু আমার কাছেই না অনেকেই এই ধরনের অরিগাম তৈরি করতে অনেক ভালোবাসেন। আশা করি কাঁকাড়ার অরিগ্যামি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ |
---|
রঙিন কাগজ |
কলম |
**প্রথমে একটি ১২ ইঞ্চি × ১২ ইঞ্চি রঙিন কাগজ সুন্দর করে কেটে নিয়েছি। এবার কাগজটিকে মাঝ বরাবর সমান করে ভাঁজ করে নিয়েছি। **
শুধু একটি ভাঁজ না কাগজটিকে চার ভাগে ভাঁজ করে নিয়েছি। চার ভাগে ভাঁজ
করে নেওয়ার পর কাগজটিকে ত্রিভুজের মত করে নিয়েছি।
এবার উপরের অংশটি ছবিতে যেভাবে ভাঁজ করা আছে সেভাবে ভাঁজ করে নিতে হবে। একই ভাবে দুই পাশে ভাঁজ করতে হবে।
এবার ত্রিভুজের মাথার অংশটার একটি ভাঁজ করে নিতে হবে।
এরপর দুই সাইডে আপনারা যে অংশটি দেখছেন সেই অংশ দুইটি সমান করে ভাঁজ করে নিতে হবে।
সব গুলা ভাঁজ ভালোভাবে দেওয়ার পর সম্পূর্ণ কাগজটা দেখতে ঠিক এমনটা লাগবে। যেটা আপনারা ছবিতে দেখতে পারছেন।
এরপর দুইটি সাদা কাগজের টুকরো ছোট করে গোল করে কেটে নিয়ে কলম দিয়ে সুন্দর করে চোখ এঁকে নিয়েছি।
এবার এই চোখ দুইটা কাঁকাড়ার উপরের অংশে ভালো করে লাগিয়ে দিতে হবে। এমন ভাবে লাগাতে হবে দেখে যেনো মনে হয় কাঁকাড়া তাকিয়ে রয়েছে সুন্দর ভাবে। আর এভাবেই তৈরি করে ফেললাম কাকড়ার অরিগ্যামি।
পোস্টের ধরন | অরিগ্যামি পোস্ট |
---|---|
তৈরিকারক | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার একটি কাঁকড়ার অরিগ্যামি তৈরি করেছেন দেখতে অসাধারন লাগছে। তবে এধরনের কাজ গুলো করার ক্ষেত্রে ভাজ গুলো সঠিক ভাবে দিতে হয়। বিশেষ করে কাঁকড়ার চোখ দেওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ভালো।
জ্বি ভাই ঠিক বলেছেন। ভাঁজ গুলা যত নিখুঁত হবে জিনিসটা দেখতে তত সুন্দর লাগবে । ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করবেন।
রঙিন কাগজ ব্যবহার করে দারুন ভাবে কাঁকড়া 🦀
অরিগামি প্রস্তুত করেছেন ।
সত্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।
ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।
একদম ঠিক বলেছেন এ ধরনের অরিগামী গুলো দেখতেও ভালো লাগে এবং বানাতেও ভালো লাগে ।আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি কাকড়া তৈরি করেছেন । এই কাঁকড়া টি অনেক দিন আগে মনে হয় আমিও তৈরি করেছিলাম । আমার কাছে দেখতে ভালোই লেগেছিল আপনারটিও দেখতে ভালো লাগছে ।
ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মতামতের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি।
চাইলে অনেক কিছু তৈরি করা যায় রঙিন কাগজ দিয়ে। যেগুলো আসলেই আগে দেখার কখনো সুযোগ হয়নি। অথবা তেমন কোন আইডিয়া ছিল না রঙিন কাগজ দিয়ে এত কিছু তৈরি করা যায়। যখন থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করি তখন থেকে অনেক কিছু জানতে পেরেছি। তাছাড়া ও পাশাপাশি অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আপনি রঙিন কাগজ দিয়ে কাঁকড়া তৈরি করলেন দেখে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপু আপনি সুন্দর করে গুছিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমার পোস্টটে শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগ কমিটিতে কাজ শুরু করার পর আমি এই কাজগুলো শিখেছি।
ভাইয়া রঙিন কাগজে অনেকে অনেক রকমের কিছু তৈরি করে তবে আপনারটি একদম ইউনিক। আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কাঁকড়া তৈরি করেছেন দেখতে খুব হাসি পাচ্ছে বটে। তবে দারুন হয়েছে আর এই প্রসেসটা আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই তোমার সুন্দর মতামত আমার পোস্টে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে কাকঁড়ার অরিগ্যামি এটা তো বেশ দারুন ছিল। আপনি বেশ সুন্দর করে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কাঁকড়ার অরিগামি তৈরি করেছেন। কাঁকড়া টি দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে সাবলীন ভাষায় গুছিয়ে আমার পোস্টে প্রসংশা মূলক মতামত শেয়ার করার জন্য।
কাঁকড়ার অরিগ্যামি বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কাঁকড়া দেখলে আমি ছোটবেলায় ভীষণ ভয় পেতাম। চোখ দেওয়ার কারনে কাঁকড়া কে দেখতে অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ আপনাকে ভাই।
বিষয়টা পড়ে অনেক মজা পাইলাম ভাই আমিও আপনার মত আমিও ছোটবেলায় কাঁকড়া দেখে ভয় পেতাম।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কাঁকড়ার অরিগ্যামি তৈরি করেছেন ৷ এটি দেখতে বেশ চমৎকার হয়েছে ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে ৷ আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি কাঁকড়ার অরিগ্যামি করেছেন ৷ বেশ ভালো লাগলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে ডাই পোস্টটি শেয়ার করার জন্য ৷
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য।
ছোট ভাই তোমার এই কাজগুলো সত্যি অনেক দারুন হয়। বলতে আজকে যে কাঁকড়া তৈরি করেছ সত্যি অনেক দারুন হয়েছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় এবং সেগুলো দেখতে ভালো লাগে। আজকের এই অরিগামি তৈরি প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।