|| লেভেল ৪ হতে আমার অর্জন - By @asishbarua || 10% shy-fox, 5% abb-school

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি। আপনারাও ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি।

IMG_20220726_072549_621.jpg

বন্ধুরা দীর্ঘ সময় এবিবি স্কুলে লেভেল-১, লেভেল-২, লেভেল-৩ পাস করার পর সম্প্রতি লেভেল-৪ এর ক্লাস ও ভাইভা শেষ করেছি। ক্লাশ ও ভাইবা থেকে আমি যে সমস্ত বিষয় শিখতে পেরেছি তা আজ লিখিত ফাইনাল পরীক্ষার মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার বাংলা ব্লগের সকল নিয়ম-কানুন মেনে সঠিকভাবে কাজ করতে পারি। ও সামনে এগিয়ে যেতে পারি।

প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ p2p কি?

উত্তরঃ p2p এর মানে হচ্ছে পারসন টু পারসন, অর্থাৎ একজন ইউজার এর কাছ থেকে আরেকজন ইউজারের কাছে STEEM, SBD, TRX ট্রান্সফার করাকে p2p বলে।

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ প্রথমে আমার স্ট্রিম ওয়ালেট লগইন করার পর এসবিডি এর পাশে যে একটি 🔽এ্যরো চিহ্ন আছে সেখানে ক্লিক করলে একটি অপশন আসবে সেই অপশন থেকে ট্রান্সফারে ক্লিক করতে হবে।

02 SBD Transfer_1.jpg

এরপর নিম্ন বর্ণিত ছবির মত করে পুরন করে, Nextএ ক্লিক করে, সবকিছু ঠিক থাকলে ওকে দিয়ে, একটিভ কি দিয়ে সেন্ড করতে হবে।

02 SBD Transfer_2.jpg

02 SBD Transfer_3.jpg

02 SBD Transfer_4.jpg

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ স্ট্রিম ওয়ালেটের যেখানে লিকুইড স্টিম আছে, তার পাশের অ্যারো🔽 কি এ ক্লিক করলে ড্রপডাউন অপশন পাওয়া যাবে, সেখান থেকে ট্রান্সফার ক্লিক করতে হবে।

03 STEEM Transfer_1.jpg

এরপর নিম্ন বর্ণিত ছবির মত করে পূরণ করে নেক্সট এ ক্লিক করে, সবকিছু ঠিক থাকলে ওকে দিয়ে, একটিভ কি দিয়ে সেন্ড করতে হবে।

03 STEEM Transfer_2.jpg

03 STEEM Transfer_3.jpg

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ স্ট্রিম ওয়ালেটের যেখানে TRX আছে, তার পাশের অ্যারো🔽 কি এ ক্লিক করলে ড্রপডাউন অপশন পাওয়া যাবে, সেখান থেকে ট্রান্সফার ক্লিক করতে হবে।

04 TRX Transfer_1.jpg

এরপর নিম্ন বর্ণিত ছবির মত করে পূরণ করে(Tron এড্রেস এড করা থাকলে সাধারণত মেমোতে কিছু দেয়ার দরকার নাই) নেক্সট এ ক্লিক করে, সবকিছু ঠিক থাকলে ওকে দিয়ে, Tron প্রাইভেট কি দিয়ে সেন্ড করতে হবে।

04 TRX Transfer_2.jpg

03 STEEM Transfer_3.jpg

04 TRX Transfer_4.jpg

প্রশ্নঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ স্ট্রিম ওয়ালেটে ছবির পাশে থ্রি ডট এ ক্লিক করে, কারেন্সি মার্কেট সিলেক্ট করলে একটি অপশন আসবে।

05 SBD To STEEM_1.jpg

এরপর সেল অর্ডার থেকে প্রাইজ সিলেক্ট করে, আমি যে পরিমাণ এসবিডিকে স্টিমে কনভার্ট করতে চাই তা এসবিডি এর ঘরে লিখলে অটোমেটিক স্টিমের ঘরে পুরা হয়ে যাবে।

05 SBD To STEEM_2.jpg

এরপর BUY STEEM এ ক্লিক করে, সবকিছু ঠিক থাকলে ওকে দিয়ে, একটিভ কি দিয়ে কনভার্ট করতে হবে।

05 SBD To STEEM_3.jpg

প্রশ্নঃ Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তরঃ poloniex.com এ গিয়ে থ্রি ডট এ ক্লিক করে, সাইনআপ এ ক্লিক করতে হবে। এখানে নিম্নে ছবির মত তথ্যগুলো(ইমেইল, পাসওয়ার্ড কমপক্ষে আট ক্যারেকটারের দিতে হবে, ক্যাপসা ভেরিফাই করে,, এগ্রিমেন্টে ঠিক চিহ্ন দিতে হবে) পূরণ করে সাইন আপ এ ক্লিক করতে হবে। এরপর ইমেইলে একটি ভেরিফাই মেইল যাবে। সেটি ভেরিফাই করে নিলে একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। লগইন করা যাবে।

06 Poloniex Account_1.jpg

06 Poloniex Account_2.jpg

প্রশ্নঃ আপনারে Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তরঃ প্রথমে Poloniex একাউন্টটি লগিন করে, থ্রি ডট মেনুতে ক্লিক করে, ওয়ালেট থেকে ডিপোজিটে ক্লিক করতে হবে। এরপর সার্চ বক্সে steem লিখে, STEEM ক্লিক করতে হবে। এরপর নিম্ন বর্ণিত চিত্র মোতাবে মেমো এবং এড্রেস টি কপি করে নিতে হবে।

07 Steem Poloniex transfer_1.jpg

07 Steem Poloniex transfer_2.jpg

07 Steem Poloniex transfer_3.jpg

07 Steem Poloniex transfer_4.jpg

এরপর আবার স্ট্রিম ওয়ালেটের যেখানে লিকুইড স্টিম আছে, তার পাশের অ্যারো🔽 কি এ ক্লিক করলে ড্রপডাউন অপশন পাওয়া যাবে, সেখান থেকে ট্রান্সফার ক্লিক করতে হবে।

07 Steem Poloniex transfer_5.jpg

এরপর নিম্ন বর্ণিত ছবির মত কপি করা এড্রেস মেমো এবং কত স্টিম পাঠাতে চায় তা পূরণ করে নেক্সট এ ক্লিক করে, সবকিছু ঠিক থাকলে ওকে দিয়ে, একটিভ কি দিয়ে সেন্ড করতে হবে। এখন Poloniex একাউন্ট এর অ্যাক্টিভিটিতে গেলে কত steem ট্রান্সফার করেছি তা দেখতে পাবো।

07 Steem Poloniex transfer_6.jpg

07 Steem Poloniex transfer_7.jpg

07 Steem Poloniex transfer_8.jpg

07 Steem Poloniex transfer_9.jpg

প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তরঃ প্রথমে Poloniex একাউন্টটি লগিন করে, থ্রি ডট মেনুতে ক্লিক করে, ওয়ালেট থেকে ডিপোজিটে ক্লিক করতে হবে। এরপর সার্চ বক্সে trx লিখে, TRX ক্লিক করতে হবে। তারপর Deposit On Tron (TRC20) এ ক্লিক করবো।

08 TRX To Poloniex_1.jpg

08 TRX To Poloniex_2.jpg

08 TRX To Poloniex_3.jpg

এরপর নিম্ন বর্ণিত চিত্র মোতাবে এড্রেস টি কপি করে নিতে হবে।

08 TRX To Poloniex_4.jpg

এরপর আবার স্ট্রিম ওয়ালেটের যেখানে TRX আছে, তার পাশের অ্যারো🔽 কি এ ক্লিক করলে ড্রপডাউন অপশন পাওয়া যাবে, সেখান থেকে ট্রান্সফার ক্লিক করতে হবে।

08 TRX To Poloniex_5.jpg

এরপর নিম্ন বর্ণিত ছবির মত SWITCH TO TRON ACCOUNT সিলেক্ট করে, কপি করা এড্রেস দিয়ে, (Tron এড্রেস এড করা থাকলে সাধারণত মেমোতে কিছু দেয়ার দরকার নাই) নেক্সট এ ক্লিক করে, সবকিছু ঠিক থাকলে ওকে দিয়ে, Tron প্রাইভেট কি দিয়ে সেন্ড করতে হবে। এখন Poloniex একাউন্ট এর অ্যাক্টিভিটিতে গেলে কত TRX ট্রান্সফার করেছি তা দেখতে পাবো।

08 TRX To Poloniex_6.jpg

08 TRX To Poloniex_7.jpg

08 TRX To Poloniex_8.jpg

08 TRX To Poloniex_9.jpg

প্রশ্নঃ Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ প্রথমে Poloniex একাউন্টটি লগিন করে, থ্রি ডট মেনুতে ক্লিক করে, ট্রেড এ ক্লিক করতে হবে। এরপর সার্চ বক্সে steem লিখে, STEEM/USD পেয়ারটি সিলেক্ট করতে হবে। তারপর SELL এ ক্লিক করে এমাউন্ট এর ঘরে কত স্ট্রিম USDT তে কনভার্ট করতে চাই তা লিখে Sell STEEM ক্লিক করলে ইউএসডিটি তে কনভার্ট হয়ে যাবে।

09 Steem Trx to Usdt_1.jpg

09 Steem Trx to Usdt_2.jpg

09 Steem Trx to Usdt_3.jpg

09 Steem Trx to Usdt_4.jpg

09 Steem Trx to Usdt_5.jpg

একইভাবে সার্চ বক্সে trx লিখে, TRX/USD পেয়ারটি সিলেক্ট করতে হবে। তারপর SELL এ ক্লিক করে এমাউন্ট এর ঘরে কত trx USDT তে কনভার্ট করতে চাই তা লিখে Sell TRX ক্লিক করলে ইউএসডিটি তে কনভার্ট হয়ে যাবে।

09 Steem Trx to Usdt_6.jpg

09 Steem Trx to Usdt_7.jpg

09 Steem Trx to Usdt_8.jpg

09 Steem Trx to Usdt_9.jpg

বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল আমার লেভেল-৪ এর লিখিত ফাইনাল পরীক্ষা। আমার পরীক্ষায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আমার পরিচয়ঃ👇


আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।


Sort:  
 2 years ago 

অনেক বিস্তৃতভাবে আজকে আপনি পরীক্ষাটা দিয়েছেন। অনেক ভালো লাগলো আপনাকে লেবেল ৪এ দেখতে পেয়ে। আশা করি খুব শীঘ্রই বাকি লেভেল কমপ্লিট করে একটিভ সদস্যে পরিণত হবেন।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। চেষ্টা করব যেন এবিবি স্কুলের সকল নিয়ম-কানুন মেনে একটিভ মেম্বার হতে পারি। ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই সেটাই করা উচিত ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য

 2 years ago 

ভাই আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল পড়ে খুব সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছেন। লেভেল ফোর হতে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আশা করছি খুব শীঘ্রই আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ আপু, চেষ্টা করেছি লেভেল ৪ থেকে যে সমস্ত বিষয় শিখতে পেরেছি তা সঠিকভাবে উপস্থাপন করার। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন। আশা করি আপনার পোস্ট থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারবে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনার মন্তব্য দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই লেভেল ফোর এর পরীক্ষা দিয়েছেন দেখে। ভীষণ ভালো লাগলো আপনার পরীক্ষা দিয়েছেন দেখে। এভাবে পরীক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যান শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া আপনাদের উৎসাহ গুলোই আমাদেরকে সামনে এগিয়ে চলার সাহস যোগায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি মোটামুটি বেশ ভালোই এক্সাম দিয়েছেন। আপনাকে level-4 দেওয়া হচ্ছে। সকল নিয়ম মেনে চলবেন এটাই আশা করি, ধন্যবাদ।

ঠিক আছে আপু, আমি এবিবি স্কুলের সকল নিয়ম কানুন মেনে চলবো এবং আপনাদের নির্দেশনা মত চলার চেষ্টা করব। ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর উপস্থাপনা, প্রতিটি বিষয় অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। এভাবেই ক্লাস করে নতুন বিষয় সম্পর্কে ধারণা নিয়ে এগিয়ে যাবেন এই কামনাই করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দাদা আপনি অত্যান্ত দক্ষতার সাথে লেভেল০৪ এর ভাইভা ও লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার পোষ্টি আমি পড়েছি আপনি খুব সতর্কতার সাথে সব প্রশ্নের উত্তর ভাল্ভাবে দিয়েছেন। আমার কাছে আপনার এগিয়ে যাওয়া টা দেখে অনেক ভাল লাগলো। আশা করি সামনের লেভেল গুলো ও ভাল করবেন। আপনার পোষ্ট আমাদর অনুপ্রেরণা। ধন্যবাদ দাদা আপনার পোষ্ট থেকে অগ্রিম অনেক কিছু জেনেছি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61146.27
ETH 2924.49
USDT 1.00
SBD 3.58