|| টবের মধ্যে লাল গোলাপ🌹 ফুলের আর্ট || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে
বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি আকর্ষণীয় টবের মধ্যে ফুটন্ত লাল গোলাপ🌹 ফুল গাছের আর্ট নিয়ে হাজির হয়েছি।
ইদানিং আবহাওয়ার যে প্রতিকূল অবস্থা, চারিদিকে সবাই শুধু অসুস্থতায় ভুগছে। তার সাথে আবার কাজের এত চাপ সামলানোর পর সময় বের করতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে। ইদানিং তেমন সময়ই পাচ্ছি না ভালো মতো পোস্ট কমেন্টস করার। তাই আজ একটু অবসর সময় পাওয়ার সাথে সাথেই একটি আকর্ষণীয় টবের মধ্যে ফুটন্ত লাল গোলাপ 🌹 ফুল গাছের আর্ট করেছি, আপনাদের মাঝে শেয়ার করার জন্য। জানিনা আমার এই আর্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবে আমি চেষ্টা করেছি প্রতিটি পর্যায় ধাপে ধাপ সুন্দরভাবে অঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে আমার আর্ট কেমন লেগেছে, আপনাদের ভালোলাগা, মন্দলাগা মন্তব্যে জানাবেন। তাহলে পরবর্তীতে কাজ করার সময় এই ভুলগুলো এড়িয়ে চলতে পারব।
তো বন্ধুরা, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার এই পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সময় আর নষ্ট করবো না। চলুন দেখে নেই কিভাবে আমার এই আর্টি সম্পন্ন করেছি।
সাদা কাগজ | এক পিস |
---|---|
কলাম | একটি |
বিভিন্ন | কালার রঙিন পেন্সিল |
পেন্সিল | একটি |
কাটার | একটি |
ইরেজার | একটি |
প্রথমে পেন্সিলের সাহায্যে একটি টব একে নেই।
এখন টবের মধ্যে একটি গাছ এবং গাছের মধ্যে একটি গোলাপ ফুল একে নেই এবং প্রয়োজন অনুযায়ী আরো কয়েকটি গোলাপ ফুল একে নেই।
এখন গোলাপ ফুল গাছকে আরো সুন্দর ও আকর্ষণীয় করার জন্য গাছের মধ্যে কিছু পাতা একে নেই।
এই পর্যায়ে টপকে আকর্ষণীয় করার জন্য, টবের মধ্যে একটি ফুল ও সকল ফলগুলোকে একটু, পেন্সিল দ্বারা ডিজাইন করে নেই এবং গাছের গোড়ায় কিছু পাথর একে নেই।
এখন লাল রং পেন্সিল ✏️ এর সাহায্যে সকল ফুলগুলোকে লাল রং করে নেই।
এখন সকল পাতা ও ডালকে সবুজ রং পেন্সিল এর সাহায্যে সবুজ রং করে নেই।
এখন টবটিকে আরো সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কালার রং পেন্সিলের সাহায্যে টবটি রং করে নেই।
এখন আমার ড্রইং এর উপর কলমের সাহায্যে আমার নিজের একটি স্বাক্ষর দিয়ে দিই।
এভাবেই আস্তে আস্তে ড্রইং এর মাধ্যমে তৈরি হয়ে গেল, আকর্ষণীয় টবের মধ্যে ফুটন্ত লাল গোলাপ ফুল গাছের আর্ট।
আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।
আর্টিস্ট | @asishbarua |
---|---|
ক্যামেরাঃ | মোবাইল |
মডেল | টেকনো স্পার্ক ৭ |
আপনি খুব সুন্দর করে টবের ভিতরে একটি লাল গোলাপ এর চিত্র অঙ্কন করেছেন। যা বেশ ভালো লাগছে দেখতে। তবে রং একটু গাঢ় করলে আরও বেশি ভালো লাগতো। আপনার উপস্থাপনা ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।
আমার ড্রইং টিং আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামতের মাধ্যমে সহযোগিতা করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার ফুলের টপ এর ছবিটি সত্যিই খুব চমৎকার ছিল চমৎকার ছিল সেই ফুল এবং রংবেরঙের ছোট ছোট পাথরের টুকরো মাটির উপর, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি সম্পূর্ন দেখার জন্য এবং সেই সাথে সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
বেশ অসাধারণ একটি চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে এমন সুন্দর দক্ষতা সম্পন্ন পোস্ট আমাকে মুগ্ধ করে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও এমন কিছু ফুলের চিত্র অঙ্কন করে দেখাবেন।
ধন্যবাদ ভাই আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
টপ সহ লাল গোলাপ গাছের চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর এবং মনমুগ্ধকর একটু চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
খুবই চমৎকারভাবে টবের ভিতরে টকটকে লাল গোলাপ ফুল অংকন করার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার অংকন করে গোলাপ ফুল গুলো দেখে যেন মনে হচ্ছিল সত্যিকারে গোলাপ ফুল। ভালো কনটেন্ট তৈরি করার সময় পাচ্ছেন না তো কি হয়েছে অবসর সময়ে তৈরি করবেন।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য। ফুলগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
টবের মধ্যে লাল গোলাপটি খুব মানিয়েছে। আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে। তবে লাল গোলাপের লাল কালার টা অনেকটা হালকা হয়েছে আর একটু গাঢ় হলে আরো অনেক সুন্দর হয়ে ফুটে উঠতো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার উপদেশ মনে থাকবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আসলে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি খুব সুন্দর একটি ফুলের আর্ট শেয়ার করেছেন। আপনার এই টপের মধ্যে লাল গোলাপ ফুলের আর্টি সত্যি অসাধারণ হয়েছে। ফুলগুলো বেশি ভালো লাগছে আর কালার গুলো অনেক বেশি সুন্দর ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য। আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।