|| ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে
সাদা কাগজ | এক পিস |
---|---|
কালার কলম | দুইটি |
কালার পেন্সিল | বিভিন্ন কালার |
পেন্সিল | একটি |
কাটার | একটি |
ইরেজার | একটি |
প্রথমে পেন্সিলের সাহায্যে একটি গাছ এঁকে নেব।
এখন গাছের নিচে একটি মেয়ের আকৃতি এঁকে নেব।
এখন মেয়েটির হাত ও শাড়ির অংশে কিছুটা পেন্সিল স্কেস করে নেব।
এখন মেয়েটির জামার গলা ও ওড়না এঁকে নেব।
এখন মেয়েটির জামার নিচের দিকে কিছুটা ম্যান্ডেলা আর্টের মতো এঁকে নেব।
এখন জামার গলা ও জামাতে ডিজাইন করে নেব।
এখন শাড়ির অংশে পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।
এখন গাছের মধ্যে ফুল এঁকে নেব।
এখন মেয়েটির মাথার চুলগুলো পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।
এখন গাছটিকে পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।
এখন ফুলগুলোকে পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।
এখন ছবির মধ্যে আমার স্বাক্ষর করে নেব।
বন্ধুরা আমি এখানেই আমার আর্টটি শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু দেখছি ছবিটি ভালো লাগছে না। তাই আবার বিভিন্ন কালার কলম ও পেন্সিল দ্বারা ছবিটিকে কালার করে নিয়েছি এখন আমি তা আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি।
এখন মেয়েটিকে ও গাছটিকে কালার কলম দ্বারা ডিজাইন করে নিয়েছি।
এখন কালার পেন্সিল দ্বারা ফুলগুলো কালার করে নিয়েছে।
এখন মেয়েটির চুল গলার কাজ ও শাড়ির অংশে কালার করে নিয়েছে।
এখন মেয়েটির জামাটি কালার পেন্সিল ✏️ দ্বারা কালার করে নিয়েছি।
এখন মেয়েটির শরীরের অংশ কালার পেন্সিল ✏️ দ্বারা কালার করে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার অপরূপ দৃশ্য।
এতক্ষণ ধৈর্য ধরে আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।
আর্ট | @asishbarua |
---|---|
ক্যামেরাঃ | মোবাইল |
মডেল | টেকনো স্পার্ক-৭ |
ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনি অনেক নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার ড্রইং এবং উপস্থাপনা আপনার ভালো লেগেছে এটাই আমার ড্রইংয়ের সার্থকতা। ধন্যবাদ।
ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্যটা অনেক সুন্দর করে নিখুঁত ভাবে অংকন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।মেয়েটার জামা টা অনেক সুন্দর করে আর্ট করেছেন।গাছে ফুল দেওয়ার কারণে বেশি সুন্দর লাগছে। সবশেষে কালার কম্বিনেশন টা ভালো লেগেছে।কালার করার কারণে বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই, আমার আর্টটি সম্পূর্ণ ভালোভাবে দেখে গুছিয়ে সুন্দর মন্তব্য করার জন্য। আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য দেখছি আপনি অনেক দক্ষতার সাথে ফুল গাছের নিচে একটি মেয়ের দৃশ্য তৈরি করেছেন।প্রতিটি ধাপ আমার অনেক ভালো লেগেছে এবং এমন দৃশ্য অঙ্কন করার একটি নেশা আমার ভিতরে কাজ করছে।অনেক সুন্দর হয়েছিল ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল
এক কথায় অসাধারণ ছিল আপনারা আজকের এই দৃশ্য অংকন। আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে আপনার আজকের এই দৃশ্য অঙ্কন টি। ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরব নেওয়ার দৃশ্য আমার কাছে ভীষণ। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং শেয়ার করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার ড্রইং টা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রং পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর একটি ছবি এঁকেছেন দাদা, অনেকগুলো ছবি দিয়ে প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে ব্যবহার করে আপনি বোঝানোর চেষ্টা করেছেন যেটা বেশ ভালো লাগলো আমার।
আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ফুলের সুগন্ধি উপভোগ করার একটি মেয়ের চিত্র অংকন সত্যিই অনেক সুন্দর ছিল। এই ধরনের চিত্র অংকন নিজেকে দক্ষ করে তোলে। যেটা আপনি খুব সুন্দর করে অঙ্কন করে দেখালেন ভালো লাগলো।
আপনার প্রশংসা দেখে অনেক ভালো লাগলো। এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ।
মেয়েটির ফুলের গন্ধ নেয়ার দৃশ্য দেখে বুঝতে পারলাম আসলে আপনার সুন্দর দক্ষতা রয়েছে ছবি অংকনের। এত সুন্দর করে উপস্থাপন আমাকে খুব মুগ্ধ করলো। খুবই সুন্দর হয়েছে আপনার আজকের চিত্র অংকন যা দেখে আমি অত্যন্ত খুশি।
আমার আর্ট দেখে আপনি অত্যন্ত খুশি হয়েছেন জেনে আমারও অনেক খুশি লাগছে, ভালো লাগছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য অংকন করেছেন। গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেওয়ার দৃশ্যটি খুব অসাধারণ ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ড্রইং টি ভালোভাবে দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ফুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ফুলের সৌরভ নেওয়ার অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় ছিল সেই সাথে সুন্দর উপস্থাপনা । অনেক ভালো ছিল আপনার এই পোস্ট।
আমার ড্রইং এর কালার কম্বিনেশন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পেন্সিল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকারভাবে ফুল গাছের নিচে বসে একটা মেয়ের ফুলের সৌরভ নেয়ার চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এমন সুন্দর চিত্র দেখলেই মুগ্ধ হয়ে যায় মন। প্রতিটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার চিত্র অংকন করতে হয়।
আমার ড্রইংটি আপনার মনে সামান্য দোলা দিতে পেরেছে, এতেই আমার ড্রইংয়ের সার্থকতা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।