বৃষ্টির দিনে যদিও জনজীবনে দুর্ভোগ নেমে আসে তবুও তো কিছু বিষয় আছে আনন্দের। তাই আমি মনে করি মাঝারি মানের বৃষ্টি তেমন একটা খারাপ না, শরীর মন যেমন জুড়িয়ে যায় তেমনি প্রকৃতিও কিছুটা শীতল হয়ে আসে।
বৃষ্টি দিয়ে বাইক চালানোর ক্ষেত্রে মজা যেমন আছে তেমনি বাইকের চাকা পিছলে অসাবধানে স্লিপ কাটার সম্ভাবনা থাকে। তাই সবাইকে সাবধানও থাকতে হবে এ ব্যাপারে যাতে নিজের নিরাপত্তা বজায় থাকে।
লেখাটি পড়ে ভালো লাগলো।
আসলে দূর্ভোগ সাইডে রাখলে বৃষ্টির দিনে সুবিধাই বেশি।