DIY-project এসো নিজে করি || কাগজের তৈরি পালকি || ১০% লাজুক

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৭ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল |


IMG-20211011-WA0059-01.jpeg

পালকি এক ধরনের বিলাসবহুল যানবাহন যাতে সাধারণ ধনিকগোষ্ঠী এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে থাকে। চাকা বিহীন যানবাহন হওয়ায় কয়েকজন ব্যক্তি ঘারে বহন করে পালকিকে ঝুলন্ত অবস্থায় স্থানান্তরে অগ্রসর হয়।


উপকরণঃ
১. কার্ডবোর্ড
২. রঙিন কাগজ
৩. কেচি
৪. পেনসিল
৫. স্কেল
৬. গাম
৭. ছুরি


ধাপ-১

IMG-20211011-WA0025-01.jpeg

  • প্রথমে কার্ডবোর্ডের একটি বক্স এর সামনের অংশ
    পালকির দরজার জন্য কেটে নিলাম।

ধাপ-২

IMG-20211011-WA0033-01.jpeg

  • কার্ডবোর্ডের বক্সে সুন্দর করে গাম লাগিয়ে নিলাম।

ধাপ-৩

IMG-20211011-WA0035-01.jpeg

  • গামের সঙ্গে রঙিন কাগজ লাগিয়ে নিলাম

ধাপ-৪

IMG-20211011-WA0037-01.jpeg

  • চারদিকেই রঙিন কাগজ গাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৫

IMG-20211011-WA0041-01.jpeg

  • রঙিন কাগজ লাগানো শেষ।

ধাপ-৬

IMG-20211011-WA0042-01.jpeg

  • রঙিন কাগজ কেটে কিছু নকশা তৈরি করি।

ধাপ-৭

IMG-20211011-WA0048-01.jpeg

  • নকশাগুলো ঘরের চারিদিকে গাম দিয়ে লাগিয়ে দেই।

ধাপ-৮

IMG-20211011-WA0051-01.jpeg

  • নকশা লাগানো শেষ।

ধাপ-৯

IMG-20211011-WA0066-01.jpeg

  • পালকির দুপাশে হাতা লাগিয়ে দিলাম।

ধাপ-১০

IMG-20211011-WA0072-01.jpeg

অবশেষে আমার কাগজের তৈরি পালকিটা সম্পন্ন হলো
IMG-20211011-WA0062-01.jpeg


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার অসাধারণ প্রতিভা প্রকাশ পেয়েছে এই DIY এর মাধ্যমে

অনেক সুন্দর হয়েছে এটি।আগের যুগের বিয়েতে কণের জন্য এটি ব্যবহৃত হতো,,,আমাদের মাঝে এটি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ও আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া 😊

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

ভাই আসলে আপনি একটা জিনিস।আপনি যে এতো সুন্দর একটা পালকি তৈরি করেছেন আমি যতই প্রশংশা করবো মনে হবে অল্প করছি।যাইহোক পালকিটা খুব সুন্দর হয়েছে।আপনার সৃজনশীলতা আছে বলতে হবে।বিয়ের সময় ধার দিয়েনপালকিটা❤️❤️❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য আর অবশ্যই আপনাকে পালকি ধার দিবো। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

পালকির আসায় থাকলাম ভাই।।ভালোবাসা অবিরাম ভাই❤️❤️

 3 years ago 

বাহ! চমৎকার হয়েছে ভাই কাগজের তৈরি পালকিটি। পালকিতে এখন পর্যন্ত বিয়ে দেখিনাই। তবে ঘোড়ায় চড়ে বিয়ে দেখি। আপনার পোস্ট দেখে মনে পড়ে গেলো। শুভেচ্ছা নিবেন ভাই ্

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

ওয়াও!!আমি তো পুরাই অবাক। এতো সুন্দর করে কেউ কী পালকি বানাতে পারে, আপনার পোস্টটি না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম নাহ। ভাইয়া আপনার সৃজনশীলতার প্রশংসা করতে হয়। শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি কাগজের পালকি।প্রাচীন যুগের একটি ঐতিহ্য হলো পালকি।আপনি এটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ভাই পালকি দেখে আগের বিয়ের কথা মনে পরে গেল। বিয়ে মানি ছিল পালকি। আপনি এত সুন্দর একটি পালকি তৈরি করেছেন মাশাল্লাহ। এর সাথে ধন্যবাদ আগের স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য৷

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ চমৎকার। আচ্ছা আপনার কি পালকিতে বিয়ে করা৷ ইচ্ছা আছে নাকি?পালকিটি অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই। হুম পালকিতে বিয়ে করবো😁

 3 years ago 

আমারে দাওয়াত দিয়েন কিন্তু

 3 years ago 

দাওয়াত দিতে হবে না এমনিতেই চলে আসবেন

 3 years ago 

কাগজের তৈরি পালকি দেখে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর হয়েছে তা আমি বুঝাতে পারবো না। তবে পালকিতে নতুন বৌ কই। এভাবেই এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

পালকিতে কোন দিন বিয়ে হওয়া দেখি নাই কিন্তু আপনার পোস্ট এর মাধ্যমে পালকি দেখতে পেলাম।আপনার তৈরি পালকি টি অসম্ভব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

তবে কালের পরিবর্তনে পালকি একদম হারিয়ে গেছে বললেই চলে। আমাদের দেশের একটি ঐতিহ্য বলা চলে পালকিকে। খুব ভালো একটি ডাই করেছেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভ কামনা

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51