DIY-project(এসো নিজে করি) রঙিন কাগজের তৈরি শাপলা ফুল || ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।


আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211109_182042-01.jpeg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি রঙিন কাগজের শাপলা ফুল তৈরি করেছি । আশা করি আপনাদের ভালো লাগবে।


২৪কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
০৯নভেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
০৩রবিউস সানি , ১৪৪৩ হিজরী
মঙ্গলবার।
হেমন্তকাল।



তাহলে চলুন শুরু করা যাক



ধাপ-১

MVIMG_20211109_180539.jpg

  • প্রথমে একটি রঙিন কাগজ নিয়েছি।

ধাপ-২

IMG_20211109_182210.jpg

  • তারপর মাঝ বরাবর কাগজটি ভাঁজ করতে হবে।

ধাপ-৩

IMG_20211109_182408.jpg

  • কাগজটি সুন্দর ভাবে ভাঁজ দিতে হবে যেন দুই দিকের মাপ ঠিক থাকে।

ধাপ-৪

MVIMG_20211109_180629.jpg

  • বাকি যে অংশ থাকবে সে টুকো ভাঁজ দিয়ে সমান করে নিতে হবে কেটে ফেলার জন্য।

ধাপ-৫

IMG_20211109_182507.jpg

  • এবার কেচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে।

ধাপ-৬

IMG_20211109_182530.jpg

  • ভাঁজ খুলে দেখতে হবে মাঝ বরাবর যে ভাঁজটি দেয়া হয়েছে দুই দিকের মাপ ঠিক আছে কিনা।

ধাপ-৭

IMG_20211109_182602.jpg

  • একইভাবে মাঝ বরাবর দুই দিক থেকেই ভাঁজ দিয়ে নিতে হবে।

ধাপ-৮

IMG_20211109_182627.jpg

  • দুই দিক থেকে মাঝের দিকে যে দুটি ভাঁজ দেয়া হয়েছিল তার মাঝখানে থেকে আবার নতুন করে ভাঁজ দিতে হবে যেন কাগজের চারটি কনা একসাথে করা যায়।

ধাপ-৯

MVIMG_20211109_181042.jpg

  • তারপর পূর্বের ভাঁজ অনুযায়ী ত্রিভুজ আকারের ভাঁজটি দিতে হবে।

ধাপ-১০

MVIMG_20211109_181126.jpg

  • এবার চারদিকের কাগজের যে কনা গুলো ছিল সেগুলো একসাথে করে দিয়েছি।

ধাপ-১১

IMG_20211109_182832.jpg

  • কাগজের দুই দিকের কণাগুলো ট্রেনে মাঝ বরাবর ঢুকিয়ে দিতে হবে।

ধাপ-১২

IMG_20211109_182851.jpg

  • চারদিকের কণাগুলো ভাঁজ দেয়ার কাজ শেষ।

ধাপ-১৩

MVIMG_20211109_181408.jpg

  • তারপর নিচের অংশ থেকে কেচি দিয়ে অল্প একটু কেটে নিতে হবে।

ধাপ-১৪

MVIMG_20211109_181422.jpg

  • নিচের কাটা অংশে তে মুখ দিয়ে একটু ফু দিয়ে ফুলিয়ে নিতে হবে।

ধাপ-১৫

IMG_20211109_182933.jpg

  • প্রথমের দিকে বাড়তি যে কাগজের অংশ রেখে দিয়েছিলাম সেটি সুন্দর করে পেচিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।

ধাপ-১৬

IMG_20211109_183104.jpg

  • তারপর ফুলের নিচের দিকের যে কাটা অংশটি ছিল তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে।

ধাপ-১৭

IMG_20211109_183134.jpg

  • ফুলের উপরের দিক থেকে কাগজের যে কণাগুলো ছিল সেগুলো আলাদা করে দিতে হবে।

ধাপ-১৮

IMG_20211109_183155.jpg

  • একে একে চার দিক থেকেই আলাদা করে নিয়েছি।

ধাপ-১৯

IMG_20211109_182101-01.jpeg

  • অবশেষে পরিপূর্ণ রূপ পেল আমার রঙিন কাগজের তৈরি শাপলা ফুল।

সব সময় আমি নতুন নতুন ধরনের জিনিস তৈরি করতে পছন্দ করি জানিনা এটা আপনাদের কাছে কেমন লেগেছে।


ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য

আমার পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন


Sort:  
 3 years ago 

আপনার কাগজের তৈরি ফুলটি খুব অসাধারণ হয়েছে। আপনি ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে উত্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি শাপলা ফুল তৈরি করেছেন।দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া। ভালো ছিল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ আপনার মাথায় তো খুব ইউনিক বুদ্ধি আপনার বুদ্ধির প্রশংসা না করে আর পারছিনা। আপনি রঙিন পেপার দিয়ে একটি হুবহু শাপলা ফুল তৈরি করে ফেললেন। অসাধারণ দেখতে লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

এই শাপলা ফুল তৈরিটি আমাদের প্রথম শিখানো হয়েছিলো স্কুলে। স্কুলে আমাদের একটি চারুকারু ক্লাশের ম্যাম ছিলো। তিনি আমাদের এই শাপলা ফুল বানানো শিখিয়েছিলেন। আপনার শাপলা ফুলের জন্য নির্বাচন করা রঙ্গীন কাগজের রঙ টি খুব সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

রঙিন কাগজের তৈরি শাপলা ফুলটি দেখতে অনেক সুন্দর হয়েছে ভাই। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আমিও এখন বানাতে পারবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

ভাই আপনার রঙিন কাগজের তৈরি শাপলা ফুলটি বেশ চমৎকার প্রদর্শিত হয়েছে।আর আমার অনেক ভালো লাগছে।এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার এই ফুলটি অনেক সুন্দর হয়েছে। আমরা ছোটবেলায় স্কুলে বানাতাম প্রতিদিন খাতার কাগজ ছিড়ে বানাতাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

ভাইয়া আমি অনেক বার চেস্টা করেছি শাপলা ফুল বানাতে কিন্তু হয় নি।
আপনি এতো সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন যে এখন খুব সহজে আমি করে ফেলতে পারব।
অনেক সুন্দর হইয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62033.06
ETH 3004.78
USDT 1.00
SBD 2.48