DIY-project এসো নিজে করি||কাগজের তৈরি ফ্যামিলি ফটো ফ্রেম|| ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |

MVIMG_20211012_213611-01.jpeg

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমার নিজের হাতে কাগজ দিয়ে তৈরি ফ্যামিলি ফটো ফ্রেম। আমি আগে কখনো এমন হাতের কাজ করিনি।


তাহলে চলুন শুরু করা যাক

উপকরণঃ
১. কার্ডবোর্ড
২. রঙিন কাগজ
৩. কেচি
৪. পেনসিল
৫. স্কেল
৬. গাম
৭. ছুরি


ধাপ-১

IMG_20211012_141237-01.jpeg

  • প্রথমে হাতে একটা কার্ডবোর্ড নিলাম।

ধাপ-২

IMG_20211012_143251-01.jpeg

  • কার্ডবোর্ড কেটে কয়েকটি টুকরো করলাম।

ধাপ-৩

IMG_20211012_143950-01.jpeg

  • মাঝ বরাবর গাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20211012_151514-01.jpeg

  • একইভাবে কাটা টুকরো কার্ডবোর্ড গুলো গাম দিয়ে জোড়া দিয়ে নিলাম।

ধাপ-৫

IMG_20211012_152233-01.jpeg

  • রঙিন কাগজ গাম দিয়ে মুড়িয়ে দিতে শুরু করলাম।

ধাপ-৬

IMG_20211012_160618-01.jpeg

  • রঙিন কাগজ মোড়ানো শেষ।

ধাপ-৭

IMG_20211012_151539-01.jpeg

  • কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম।

ধাপ-৮

IMG_20211012_163502-01.jpeg

  • রঙিন কাগজ কেটে নিলাম ফুল বানানোর জন্য।

ধাপ-৯

IMG_20211012_164138-01.jpeg

  • কাগজের ফুল বানানো সম্পূর্ণ হলো।

ধাপ-১০

IMG_20211012_164817-01.jpeg

  • ফুলটি ফ্রেমের সাথে গাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-১১

IMG_20211012_170528-01.jpeg

  • ফ্রেম বানানো সম্পন্ন হল।

ধাপ-১২

IMG_20211012_211222-01.jpeg

  • ফ্রেমের সাথে ছবিগুলো গাম দিয়ে আটকিয়ে নিলাম।

20211012213337_IMG_8210-01.jpeg

  • অবশেষে আমার ফটো ফ্রেম টা পরিপূর্ণ রূপ পেল।

সময়কে ধরে রাখে ছবি। আর ছবিকে ধরে রাখে ফটোফ্রেম। ফ্রেমবন্দী হয়ে ঘরের দেয়ালে,কোনের টেবিলে,শোবার ঘরে বিছানার পাশে, করিডরে প্রশস্ত দেয়ালজুড়ে অপলক তাকিয়ে থাকে কদিন আগে ঘটে যাওয়া কোন ঘটনা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে ফ‍্যামিলি ফটো ফ্রেমটা কিন্তু অসাধারণ তৈরি করেছেন। দেখে খুবই সুন্দর লাগছে। ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।।।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার হাতের জাদু আছে বলতে গেলে।খুবই সুন্দর একটা জিনিস বানিয়েছেন ভাই।অসাধারণ লাগছে আপনার ফ্যামিলি ফটোফ্রেম

সময়কে ধরে রাখে ছবি। আর ছবিকে ধরে রাখে ফটোফ্রেম।
একদম ঠিক কথা বলেছেন।শুভকামনা রইল আপনার জন্য ❤️❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ ভাইয়া অনেক সুন্দর একটি ফটো ফ্রেম বানিয়েছেন। সৃষ্টি ফটো ফ্রেম বানানোর পুরো প্রক্রিয়াটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

সময়কে ধরে রাখে ছবি। আর ছবিকে ধরে রাখে ফটোফ্রেম।

সুন্দর কথা বলেছেন।

ফটোফ্রেমটি অনেক সুন্দর হয়েছে। আপনি দেখি মোটামুটি সব বিষয়ে পারদর্শী। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ অসাধারণ হয়েছে আপনার কাগজের তৈরি ফটোগ্রাফি ফ্রেম টা। সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো লাগলো বিষয় টা

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

কাগজ দিয়ে ফেমিলী ফটো ফ্রেম দক্ষতার সাথে তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামণা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

কাগজের তৈরি ফ্যামিলি ফটো ফ্রেম দেখে আমার অনেক ভালো গেছে। আপনি অনেক সুন্দর একটি কাজ করেছেন। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

কাগজ দিয়ে বানানো ফটোফ্রেমটি সত্যিই অসাধারণ হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

ওয়াও খুব সহজ ভাবে ছবির ফ্রেম বানিয়েছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ফ্যামিলি ফটো ফ্রেম টি সত্যি অনেক সুন্দর হয়েছে। একটি ব্যতিক্রম ধরনের পোস্ট দেখলাম, যদিও ওয়ালমেট অনেকেই তৈরি করছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51