১০০ বছরের অধিক পুরাতন হার্ডিং ব্রিজ 🌉|| ১০% লাজুক খ্যাকের জন্য ||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু ওয়ালাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সব সদস্য গন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি।


20210104123348_IMG_1735.JPG


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning


অনেক দিন দুরে কোথাও যাওয়া হয় না। কোন কাজে মন বোস ছিল না। সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম কোথাও একজায়গায় যেতে হবে। এই ভেবে আমার বন্ধু খায়রুল কে বললাম চল কোথাও যাই। খায়রুল বললো বেশি দুরে যাওয়া যাবে না। আমি বললা চল হার্ডিং ব্রিজ দেখতে যাই। কুষ্টিয়া শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার যেতে হয়। আমরা বিকেল ৪ টার দিকে রওনা দিলাম।


MVIMG_20210104_124812.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning

MVIMG_20210104_123253.jpg


১০৫ বছরের বেশি বয়স হার্ডিং ব্রিজের। এখনও দারিয়ে আছে নতুনের মতো। এতো পুরাতন ব্রিজ আর একটাও নেই বাংলাদেশে। সব থেকে বেশি ভালো লাগে এই ব্রিজটি আমার নিজের জেলাতে অবস্থিত। নিজের কাছে অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করে। সেটা বলে বোঝাতে পারবো না।


MVIMG_20210104_123237.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning

MVIMG_20210104_124753.jpg


যাইহোক হার্ডিং ব্রিজের পাশেই দারিয়ে আছে লালন শাহ সেতু। আমার জানা মতে ১৯১৫ সালের ৪ মার্চ অবিভক্ত ভারতের ভাইসরয় লর্ড হার্ডিং ব্রিজটি উদ্বোধন করেন। তাঁর নামেই ব্রিজটি নাম করন করা হয় হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজটি নির্মাণে ব্যয় হয় ৪ কোটি ৭৫ লাখ টাকা (৩ কোটি ৫১ লাখ ৩২ হাজার ১৬৪ রুপি।


IMG_20210520_111558.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning


হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর মাধ্যমে দক্ষিণ বঙ্গ আর উত্তর বঙ্গ মিলিত হয়েছে। এই দুই বঙ্গের যোগাযোগের মাধ্যম লালন শাহ সেতু আর হার্ডিং ব্রিজ।


IMG_20210520_111615.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning


এটাই ছিলো আমাদের দুই বন্ধুর হার্ডিং ব্রিজ দেখতে যাওয়ার গল্প।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  
 3 years ago 

আমিও গিয়েছিলাম অনেক দিন আগে । নৌকা মাধ্যমে অনেক মজা হয়ছিল। হার্ডিং ব্রিজের পিলারগুলো অনেক শক্তিশালী দেখে মনে হয়না এটা ১০৫ বছরের পুরানো ব্রিজ।

 3 years ago 

হুম হার্ডিং ব্রিজ আমাদের কুষ্টিয়াতে অবস্থিত এটা আমাদের গরবো।দেখে বোঝা যায় না ব্রিজটার বয়স ১০৫ বছর। ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হুম আমিও গেছিলাম 😍😍

 3 years ago 

আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আমাদের কুষ্টিয়া হার্ডিং ব্রিজ নিয়ে আসলে এটা আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য এবং খুব সুন্দর করে বর্ণনা করেছেন হার্ডিং ব্রিজ সম্পর্কে লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ দুইটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পদ্মা নদীর উপরে.

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

এই হার্ডিং ব্রিজ দিয়ে আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার পূর্বে। সাথে রয়েছে লালন শাহ সেতু। খুবই চমৎকার নির্মাণ ছিল

 3 years ago 

জ্বি ভাই। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ সাথে থাকার জন্য

 3 years ago 

বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরাতন রেল সেতু এই হার্ডিঞ্জ সেতুটি। বেশ কিছুদিন আগে আমিও গিয়েছিলাম সেখানে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার ফটোগ্রাফির মধ্যে ব্রিজের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখছি। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। তোমার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

১০০ বছরের অধিক পুরাতন হার্ডিং ব্রিজ আগে আগে কখনো দেখিনি তবে আপনার পোস্টে দেখলাম অনেক সুন্দর লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

আপনি কুষ্টিয়াতে আসেন আপনাকে হার্ডিং ব্রিজ দেখাতে নিয়ে যাবো ভাই

 3 years ago 

সত্যিই এটি অনেকটা আমাদের গর্ব করার বিষয়। আমাদের জেলায় অবস্থিত। আমি এটাতে অনেক বার গিয়েছিলাম। অনেক ভালো লাগে এবং এটি অনেক শক্তিশালী বাংলাদেশের ভিতরে সবচেয়ে পুরাতন ব্রিজ। আমাদের শহরে যাতায়াতের জন্য অনেক ভাল। আপনার জন্য শুভকামনা রইল আমাদের মাঝে তুলে ধরার জন্য এবং বর্ণনা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

হার্ডিং ব্রিজ বাংলাদেশের বিখ্যাত একটি ব্রিজ। এই ব্রীজ দেখার ইচ্ছা আছে যদিও কখনো সময় করে যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

ভাই সময় করে একদিন দেখে যান।অনেক ইতিহাস লুকিয়ে আছে এই হার্ডিং ব্রিজের মধ্যে। ধন্যবাদ আপনাকে

লালন শাহ সেতু দিয়ে গেলে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি এই ব্রীজের দিকে।ছোটবেলায় একবার পিকনিকে গেছিলাম ওখানে তখন একটি সুন্দর পিকনিক স্পট ছিল।
ধন্যবাদ ভাইয়া ব্রীজটি সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য।ব্রীজের ফটোগ্রাফিও চমৎকার ছিল। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এবং শুভ কামনা রইলো

 3 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাই। সেই সাথে আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে, আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.043
BTC 99189.65
ETH 3653.24
SBD 2.77