"গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের গাড়ি" ||১০% লাজুক খ্যাকের জন্য ||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি আশিকুর রহমান সোহাগ । আমার ইউজার নেমঃ @ashikur50 ।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


20210108165652_IMG_1967.JPG


Device : canon 200d
What's 3 Word Location : https://w3w.co/bidders.railways.convulses

  • একসময় মহিষের গাড়িই ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে ভরসা। যখন গ্রামের রাস্তাঘাট তেমন একটা ভালো ছিল না। যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই ধরনের যানবাহন। এই ধরনের যানবাহন এখন বিলুপ্তির পথে। এখন এসব বাহন রূপকথার গল্পমাত্র। মহিষের গাড়ি গুলো কাঠের চাকা ও বাঁশ দিয়ে তৈরি করা হয়।

20210108165540_IMG_1958.JPG


Device : canon 200d
What's 3 Word Location : https://w3w.co/bidders.railways.convulses

  • বাংলা নববর্ষ পালনের সময় ২/৪ গরু,মহিষের গাড়ি দেখা গেলেও সেটা বিলুপ্ত হতে হতে স্থান পেয়েছে বইয়ের পাতায়। মাঝেমধ্যে প্রত্যন্ত এলাকায় দু-একটি মহিষের গাড়ি চোখে পড়লেও শহর এলাকায় একে বারেই দেখা যায় না।

20210108165656_IMG_1968.JPG


Device : canon 200d
What's 3 Word Location : https://w3w.co/bidders.railways.convulses

  • জমি থেকে ধান আনা,জমিতে জৈব সার নিয়ে যাওয়া, বরযাত্রী থেকে শুরু করে কনে আনা চলতো এগুলো দিয়ে। মালামাল পরিবহনে ও এগুলো ছিল অপরিহার্য।এখন মহিষের গাড়ি প্রায় দেখা যায় না।

20210108165703_IMG_1970.JPG


Device : canon 200d
What's 3 Word Location : https://w3w.co/bidders.railways.convulses

  • এখনো কোথাও কোথাও মহিষের গাড়ির দেখা মেলে। হয়তো কিছুদিন পরে সেগুলোও আর দেখা যাবে না। অনেক এলাকায় এখনো মহিষের গাড়ি ব্যবহার করা হয়। মহিষের গাড়ির স্থান এখন দখল করেছে মাহিন্দ্রা,টমটম সহ আরও কিছু যানবাহন।

20210108165700_IMG_1969.JPG


Device : canon 200d
What's 3 Word Location : https://w3w.co/bidders.railways.convulses

  • পৃথিবীতে দিনদিন অনেক উন্নত হচ্ছে। প্রতিনিয়ত আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। যানবাহনে আকাশছোঁয়া পরিবর্তন দেখা গেছে।
    ভবিষ্যৎ প্রজন্ম হয়তো গল্প শুনেই জানবে মহিষের গাড়ির কথা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  

মহিষের গাড়ীগুলো দেখতে বেশ ভালো লাগে। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে বদলে যাচ্ছে সব জিনিস। যার ফলে এখন আর বেশি মহিষের গাড়ী দেখা যায় না। অনেক সুন্দর ভাবে পোষ্টটা উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মূল্যবান মন্তব্য করার জন্য এবং আপনার জন্য ও শুভ কামনা রইলো

 3 years ago 

মহিষের গাড়ি আগে দেখা যেতো তবে এখন আর সেভাবে দেখা যায় না। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের গাড়ি নিয়ে আপনি অনেক সুন্দর করে লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

মহিষের গাড়ি নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
এখন ও গ্রাম বাংলায় মহিষ গাড়ি দেখা যায়। তবে খুবই কম,যেমন টা আপনি বললেন,

বাংলা নববর্ষ পালনের সময় ২/৪ গরু,মহিষের গাড়ি দেখা গেলেও সেটা বিলুপ্ত হতে হতে স্থান পেয়েছে বইয়ের পাতায়।

আমরা বাঙালি আমরা শুধু নিদিষ্ট একটা দিন উপলক্ষ করে বাংলি সংস্কৃতি তুলে ধরে। তবে,

পৃথিবীতে দিনদিন অনেক উন্নত হচ্ছে। প্রতিনিয়ত আধুনিকতার ছোঁয়া পাচ্ছে।

এই কথা টা শুনে খুবই ভালো লাগছে যে,আমাদের দেশ আস্তে আস্তে উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে 😍

 3 years ago 

ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য ভালোবাসা অবিরাম।

 3 years ago 

এই সমস্থ চিত্র দেখলে গ্রাম বাংলার গানটা মনে পরে যায়।কবি গুরুর লেখা গ্রাম ছাড়া অই রাঙা মাটিরপথ আমার মন ভোলায় রে।আসলেই গ্রামের প্রকৃতি আমাদের সবাইকে মন ভোলাই।অসংখ্য ধন্যবাদ ভাই এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ গান গেয়েছেন ভাই 😁 ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

মহিষের গাড়ি গ্রাম অঞ্চলে দেখা যায় সাধারণত। চলার উত্তম মাধ্যম ছিল মহিষের গাড়ি এবং এখন অনেক অনেক প্রযুক্তির অতিরিক্ত হাই কোয়ালিটির যানবাহন হওয়ার কারণে এগুলো বিরক্ত হয়ে গেছে এগুলো সব বইয়ের পাতায় দেখা যায় আর আপনি একটা কথা বলছেন না বিয়ে করার সময় বরের আসন সবকিছু এবং মাঠে ফসল চাষ করা মহিষের গাড়ি দিয়েয় করা হত। মানুষ চলাফেরা করার সময় মহিষ তখন আমাদের জীবনের সাথে একদম মিশে গেছে। এখন এটি প্রায় বিলুপ্ত আমরা খুবই মিস করি এবং এটি বাঁশের তৈরি হয় চাকাগুলো এবং খুবই ভাললাগে চড়তে শব্দ গুলো খুবই ভালো ছিল এবং আস্তে আস্তে যাই মনোরম দৃশ্য মত লাগে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য

 3 years ago 

জ্বী ভাই আপনি যথার্থই বলেছেন। আমি যখন ছোট ছিলাম তখন দুই একটা মহিষের গাড়ি চোখে পড়ত। কিন্তু এখন এই মহিষের গাড়ি একেবারেই বিলুপ্ত। এটা গ্রাম বাংলার ঐতিহ্য বলা যায়। তবে একেবারে প্রত্তন্ত গ্রামে গেলে কিন্তু এখনও মহিষের গাড়ির দেখা পাওয়া যায়। খুব ভালো লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার পোস্টের মাধ্যমে গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য তুলে ধরেছেন।আপনার ফটোগ্রাফি গুলো দেখার মতো ছিলো।পোস্টের বর্ণনাটি সুন্দর হয়েছে।শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো

 3 years ago 

আপনি মহিষের গাড়ির খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে খুব সুন্দর বর্ণনা করেছেন মহিষের গাড়ি এবং গাড়েলর কে দেখতে অসাধারণ লাগছে

 3 years ago 

ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

ব্যাক্তিগতভাবে গ্রাম বাংলার কোন পোস্ট দেখলে সেটা পড়তে আমি বেশি আগ্রহ প্রকাশ করি। মহিষের গাড়ি আজকাল একেবারে নাই বললেই চলে৷ কিন্তুু এক সময় এটা দিয়েই চলাচল হতো। খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। শুভ কামনা রইলো

 3 years ago 

মহিষের গাড়ি অনেক অনেক বছর পর দেখলাম। শহরে থাকার কারণে দেখায় যায়না।আর সত্যি বলছেন যোগাযোগ ব্যবস্থা আধুনিকতার কারণে মহিষের গাড়ির ব্যবহার কমে গেছে। অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু।❤️❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40