সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ || ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

০২কর্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
১৮অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১০রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
সোমবার
হেমন্তকাল।


IMG_7749-01.jpeg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged


আজ আমি হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে।

  • বাংলাদেশ ষঢ়ঋতুর দেশ। প্রকৃতিক ওপর লীলার সাজিয়ে উঠেছে আমাদের এই দেশকে। তাইতো যে দিকে চোখ পরে সেই দিকে শুধুমাত্র সবুজের সমারোহ। প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে কত গুণী কবি সাহিত্যিক যে নানান ধরণের কবিতা কিংবা উপন্যাস লিখেছেন তার হিসেব নেই।

IMG_7800-01.jpeg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

IMG_8117-01.jpeg


  • সুফালা শস্য শ্যামলা আমাদের এই দেশের সব চেয়ে বড় আকর্ষন ধান ক্ষেত।
    ধান বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল।বাঙলির প্রধান খাদ্য ভাত এই ধান থেকে পাওয়া যায়।

  • আমরা বছরে ধান ক্ষেতের চিত্র পাল্টাতে দেখি। প্রথমে ধান এর গাছ যখন লাগানো হয় তখন ধানের ক্ষেত সবুজ দেখা যায়। আবার সেই ধান যখন পেকে যায় তখন তা হলুদ হয়ে যায়। তবে আমাদের সবুজ ধানক্ষেত সবচেয়ে বেশি আকৃষ্ট করে থাকে। এর মায়াবী রূপ মুগ্ধ করে আমাদের সবাইকে। কিন্তু শহর অঞ্চলে এই ধানক্ষেত নাই বললে চলে। তাই প্রকৃতির এই রূপ দেখতে শহর থেকে গ্রামে ছুটে আসে অনেক মানুষ।


20211006171341_IMG_8199-01.jpeg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

20211006171339_IMG_8198-01.jpeg


  • কচিকচি ধান গাছ যখন শীষ নিয়ে পানির ওপর মাথা তুলে উঠে তখন মনে হয় পৃথিবী সবুজ আস্তারনে ঢাকা পড়ে গিয়েছে। আশ্বিন-কাতিক মাসে ধান পেকে উঠলে সর্যকিরনে তার সোনালী আভা কী অপরুপই না দেখায়।

20211006171253_IMG_8196-01.jpeg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

20211006171241_IMG_8195-01.jpeg


  • ধানের ক্ষেতের ওপর যখন বাতাসের দোলা লাগে তখন মাঠের এক প্রান্ত থেকে অন্য পান্ত পযন্ত ঢেউয়ের শিহরণ জাগে।
    ধানের সাথে আর কোন কৃষিজাত দ্রবের তুলনা হয় না।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  
 3 years ago 

আপনার পোস্টটির মাধ্যমে প্রাকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারছি।আপনি সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ভাই।
সেই সাথে ফটোগুলোর বর্ণনাটাও চমৎকার ছিলো।শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

আসলে গ্রামে যখন যাই,তখন যখন দেখি যে ধানক্ষেতে বাতাসের হাওয়া লেগে ধানক্ষেত গুলো দোল খাচ্ছে। তখন অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন।প্রকৃতির ফটোগ্রাফির পাশাপাশি প্রকৃতি নিয়ে লেখা গুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।♥️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

প্রকৃতির অপরুপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ছবির মধ্যে। সবুজ শ্যামল ফসলের সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে। শেষের ছবিটিতে পাখির পোকামাকড় ধরার অপেক্ষা সেই দৃশ্য ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফির মধ্যে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ।আসলে সত্যি ভাইয়া আমাদের দেশের সৌন্দর্যের কোনো শেষ নেই। সবুজ ধান ক্ষেত মুগ্ধ করে,ধান পাকার সুঘ্রাণে চারিদিকে মুখরিত হয়ে থাকে।আমাদের এই শস্য-শ্যামলা দেশ এই দেশের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না এটাই সত্য। ধন্যবাদ ভাইয়া আপনার লেখা অনেক সুন্দর হয়েছে শুভকামনা রইল "

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনার জন্য শুভ কামনা রইলো। ভালোবাসা অবিরাম আপু

 3 years ago 

এ যেন নতুন করেই প্রকৃতির প্রেমে পরে গেলাম। সব মিলিয়ে অসাধারন পোস্ট হয়েছে। পাশে আছি সব সময় থাকবো ইনশাল্লাহ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা অবিরাম।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে পুরো বাস্তবতা ফুটে উঠেছে, গ্রামীণ পরিবেশ দেখে মনটা ভরে গেল। অনেক সুন্দর এবং গুছিয়ে লিখেছেন ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভাল করছেন দোয়া রাখি আরো এগিয়ে যান

 3 years ago 

সব সময় পাশে আছি ইনশাআল্লাহ

আপনার অপরুপ সৌন্দর্যে ঘেরা প্রকৃতির ছবিগুলো সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া।সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ।সবুজে ভরা মাঠ যেন প্রকৃতির রুপে সাজিয়েছে নতুন সাজে।প্রকৃতির ডাকেই আমরা সাড়া দেই।প্রকৃতির ছবিগুলো পাশাপাশি প্রকৃতির নিয়ে বিবরণ ভালো লেগছে। শুভ কামনা রইল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ তা আপনার ফটোগ্রাফির মাধ্যমেই ফুটে উঠেছে। অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

সুফালা শস্য শ্যামলা আমাদের এই দেশের সব চেয়ে বড় আকর্ষন ধান ক্ষেত।

এই লাইনটা একদম ঠিক বলেছেন। আসলে গ্রামে যখন যাই,তখন যখন দেখি যে ধানক্ষেতে বাতাসের হাওয়া লেগে ধানক্ষেত গুলো দোল খাচ্ছে। তখন অনেক ভালো লাগে দেখতে, অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য

বাংলার প্রকৃতির সবুজ সমারোহ দেখলে সত্যিই মনটা আনন্দে ভরে ওঠে।খুব ভালো লাগে এই ধরনের দৃশ্য গুলো উপভোগ করতে।আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।অসাধারণ হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে আপনার ফটোগ্রাফি সেইয়ার করার জন্য l।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 70191.58
ETH 3817.91
USDT 1.00
SBD 3.78