DIY-(এসো নিজে করি) হাতে হাত রাখার ছবি অংকন|| ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১৬কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
১নভেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
২৪রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
সোমবার
হেমন্তকাল।


IMG_20211101_225612.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি হাতের ছবি অংকন করেছি । আশা করি আপনাদের ভালো লাগবে।


উপকরণঃ
১.পেন্সিল
২.রাবার
৩.স্কেল
৪.পেন্সিল কাটার
৫.এ ফোর সাইজের কাগজ


তাহলে চলুন শুরু করা যাক


ধাপ-১

IMG_20211101_222825.jpg

  • আমার কাপল হাত অংকনের জন্য যে সকল সরঞ্জাম দরকার হয়েছে।

ধাপ-২

IMG_20211101_230136.jpg

  • প্রথমে এ ফোরের একটি সাদা কাগজ নিয়েছি এবং স্কেল দিয়ে একটি ফ্রেম একেছি ছবিটি অংকন করার জন্য।

ধাপ-৩

IMG_20211101_230236.jpg

  • ডান সাইডের দিক থেকে ছেলেটির হাত আগে একেছি এবং ঘড়ির ফ্রেমটি একেছি।

ধাপ-৪

IMG_20211101_224050.jpg

  • তারপর বাম সাইড থেকে মেয়েটির হাত একেছি।

ধাপ-৫

IMG_20211101_224912.jpg

  • ছেলেটির হাতে ঘড়ি একেছি এবং মেয়েটির হাতে চুড়ি একেছি যেন বোঝা যায় কোনটি ছেলের হাত এবং কোনটি মেয়ের হাত। ঘড়ি এবং চুরি পেন্সিল দিয়ে একটু গাড়ো রং করে দিয়েছি দেখতে যেন সুন্দর লাগে।

ধাপ-৬

IMG_20211101_225607.jpg

  • অবশেষে পরিপূর্ণ রূপ পেল আমার হাতের ছবি অংকন টি।

যে হাত দিয়ে চোখের জল মোছা হয়, সেই হাত প্রহার করে চোখে জল আনাই। যে হাত বৃষ্টির মতো একসময় টাকা ওড়ায়, সেই হাত পথের ধারে কখনো ভিক্ষা চাই।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  
 3 years ago 

এই ছবিতে দুইটা হাত দেখা যাচ্ছে আসলে এই দুইটা হাত দ্বারা দুটি মানুষের ভালোবাসা প্রকাশ পাচ্ছে। হাত দুইটা আঁকা অনেক সুন্দর হয়েছে। সুন্দর আর্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার অঙ্কিত চিত্রটি অনেক সুন্দর হয়েছে। এর আগে আমি এই চিত্রটি অঙ্কন করেছিলাম।আমার অঙ্কিত চিত্র থেকে আপনার অঙ্কিত চিত্রটি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার চিত্রাংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। দুজনে দুজনের হাত ধরে রেখেছে ।খুবই সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার অংকিত চিত্র টি অনেক রোমান্টিক দেখে মনে হচ্ছে তারা প্রেমে হাবুডুবু খাচ্ছে।আপনার অংকিত ছবি দেখে মনে হচ্ছে অনেক আবেগ নিয়ে ছবিটি অংকন করেছেন। আপনার অঙ্কিত ছবিটা অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এতো ভালোবাসা কোথায় রাখবো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আমার দেখে খুব ভালো লেগেছে হাতে হাত রাখা ছবি টা। কারণ এরকম হাতে হাত রাখতে পারলে অনেক ভালো লাগে। কারন এখনকার মানুষ সঠিকভাবে হাতে হাত রেখে চলতে পারে না। যেমন আপনি এই চিত্রাঙ্কনে ফুটে উঠিয়েছেন। এক কথায় অসাধারণ হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

চিত্রাঙ্কন নিশঃসন্দেহে খুব সুন্দর হয়েছে । আমার সবচেয়ে ভালো লেগেছে উপস্থাপনা। ধাপগুলো খুব সুন্দর করে দেয়া ছিলো, বুঝতে সহজ হয়েছে । শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ভাইয়া আমার কাছে ছেলেটির হাতের চেয়ে মেয়েটির হাতটি বেশি সুন্দর লাগছে। আমি আবার এটা বুঝাই নি যে ছেলেটির হাত আঁকাটি ভালো হয়নি। দুইটি হাত ই খুব সুন্দর লাগছে কিন্তু মেয়েটির হাতটা বেশি আরকি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

হাতে হাত রাখা ছবিটির অংকন চিত্রটি অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে বন্ধুসুলভ একটি চিত্র। তাই সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল। তাই আমার পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা জানাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

ওয়াও ভাই অসাধারন অংকন, হাত দুইটা অনেক নিখুত ভাবে একেছেন খুব সুন্দর লাগছে দেখতে।আর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

ভাই অংকন টি কি আমি নিতে পারি???

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য। হ্যা সমস্যা নেই নেন

 3 years ago 

😍

join #club5050 tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69641.68
ETH 2498.43
USDT 1.00
SBD 2.56