"মা" || by ashikur50 // ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


mother-429158_1280.jpg

Source

০৩ভাদ্র , ১৪৩০ বঙ্গাব্দ
১৮আগষ্ট , ২০২৩ খ্রিস্টাব্দ
৩০মহররম, ১৪৪৪ হিজরী
শুক্রবার।
বর্ষাকাল।


তাহলে চলুন শুরু করা যাক


আমি আজ আপনাদের সামনে মাকে নিয়ে কিছু কথা বলব। মা এমন একজন যাকে ছাড়া পৃথিবীটা মূল্যহীন। তিনি একমাত্র মানুষ যে স্বার্থ বিহীন সকল কাজ করে থাকে। তার সন্তানের ভালো রাখার জন্য সে মরতেও রাজি হাসিমুখে। মায়ের এ রিন কোনদিনই শোধ দেওয়ার মতো না। দশ মাস দশ দিন মায়ের গর্ভে থেকেছি কতইনা তাকে কষ্ট দিয়েছি। কিন্তু সে কষ্টগুলো কিছু না মনে পড়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে কোলে তুলে নেয়। যখন ছোট ছিলাম তখন রাত দিন ঠিক নাই সব সময় মাকে কত জ্বালিয়েছি। মা কখনোই বিরক্ত হয়নি বা সন্তানের উপর রেগে যায় নি। সে সবসময়ই সন্তানের সকল আবদার এক নিমিষে মেনে নিয়েছে।

বাবার কাছে যখন কোন কিছুর আবদার করেছি বাবা হয়তো বা না বলেছে কিন্তু মা যেমন করে হোক লুকিয়ে সে আবদার পূরণ করেছে। মাই বোঝে একমাত্র সন্তানের সকল ইচ্ছে এবং চাওয়া পাওয়া। মায়ের কাছে কোন কিছু বলতে হয় না কেমন করে যেন মা সবকিছুই আগে থেকে বুঝতে পারে আমার সন্তানের এখন কি দরকার। আমাদের যদি কেউ কিছু বলে আমরা তার উপর মনে মনে কষ্ট পেয়ে থাকি এবং তার উপর রেগে থাকি। মাকে হাজার কথা বললেও সে কখনো আমাদের উপর রাগ-অভিমান কিছুই করেন না হয়তোবা সাময়িক সময়ের জন্য মন খারাপ করে কিন্তু সামনে গিয়ে যদি মা বলে ডাকা যায় তাহলে নিমিষেই তার মন খারাপ দূর হয়ে যায়। আমি জানিনা বিধাতা মাকে কিভাবে তৈরি করেছে।

এত মায়া মমতা দিয়ে তিনি সন্তানকে মানুষ করেন এটা হয়তোবা পৃথিবীতে মা ছাড়া কেউ পারবেনা। পৃথিবীতে প্রতিটা সন্তানের কাছে তার মাই সবথেকে বেশি ভালো। এক কথায় বলতে পারেন পৃথিবীর বেস্ট মা এবং প্রতিটা মায়ের কাছে তার সন্তানের সব থেকে বেশি ভালো। কিছু কিছু ফ্যামিলিতে তারা দিন আনে দিন খায় কোন কোন দিন হয়তো বা খাবার জোটে না কিন্তু সেই ফ্যামিলির যে মা টি আছে। সে সব সময়ই চান সে না খেয়ে তার সন্তানকে খাওয়াতে তার সন্তানের মুখে হাসি ফোটাতে। আমি অনেক সন্তানকে দেখেছি কবরের পাশে গিয়ে চিল্লায়ে মা মা বলে কাঁদতে। কখনো যদি বাবার কাছে দশটা টাকা চেয়েছি বাবার হাতে টাকা না থাকলে টাকা দেয়নি কিন্তু মা তখনই ইশারা করে বলতো তোর বাবা বাসা থেকে জেনে নিক। যখনই বাবা বাসা থেকে গিয়েছেন তখনই হাতের মধ্যে দশ টাকা না পারলেও ৫ টাকা ঠিকই দিয়েছে। এটাই হলো মা। মাই একমাত্র মধুর ডাক যা হাজার বার ডাকলেও মনের তৃপ্তি মেটে না। এত বড় হয়ে গেছি এখনো রাতে যখন ঘুম আসে না। নিজের ঘর থেকে উঠে গিয়ে মায়ের কাছে শুয়ে পড়ি। মা তখন ডেকে বলে কিরে বাবা ঘুম পাচ্ছে না। আয় আমার কাছে আয় মাথায় হাত বুলিয়ে দেই। হাজার মানুষের যদি আমাকে বাবা বলে ডাকে তাতেও আমার কিছু মনে হয় না কিন্তু যখন মা বাবা বলে ডাকে তখন মনে হয় এই বাবা ডাকের মধ্যে হাজারো স্নেহ ও ভালোবাসা মিশে আছে। অনেকেই আছে মায়ের মূল্য বোঝেনা কখনো মাকে সম্মান করে না। যাদের মা নেই তাদের কাছে গিয়ে একটু বসে শুনে আসবে মায়ের মূল্য কত তাহলেই আপনি মায়ের মূল্য দিতে পারবেন।

আমি দোয়া করি সকল মায়ের জন্য। এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর সকল মা সন্তানের মাথার উপর হাত রেখে। আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোন নতুন পোস্ট নিয়ে অন্য কোন দিনে।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আসলে ভাই পৃথিবীতে মায়ের বিকল্প কিছুই নেই। দেখবেন যে কোন বিষয় মায়ের সাথে শেয়ার করা যায় আর সেটা মা সবসময় পজিটিভ হিসেবে গ্রহণ করে। কোন আবদার অপূর্ণ রাখে না। যে আবদারটা বাবার কাছে করে পাবেন না সে আবদারটা মায়ের কাছে করলে অবশ্যই পাবেন সেটা যেভাবেই হোক না কেন মা আবদার টা পূরণ করার চেষ্টা করবে। অনেক সুন্দর লিখেছেন আর সকালবেলা এমন সুন্দর একটি টপিক আমাদের উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

মায়ের ভালোবাসা কখনো ফুরানোর নয় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

পৃথিবীর বুকে যদি একটা মধুর ডাক থাকে সেটা হল মা। আর মা এমন একটা জিনিস যা সন্তানকে কখনো নিরাশ করে না। আপনার হাজার পাপ হাজার ধরনের খারাপ কাজে লিপ্ত থাকবেন বারবার মাকে দুঃখ-কষ্ট দেবেন তাকে আঘাত করবেন।
ঠিক ওই সময় আপনি আপনার মার কাছে যে একবার মা বলে ডাকবেন আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে আবারও বুকে টেনে নেবে। মায়ের ভালোবাসা তুলনা হয় না। অনেক সময় সন্তান কোন কিছু চাইলে মা তার বাবার অবসরে তাকে লুকিয়ে লুকিয়ে সেই জিনিস পূরণ করে। এজন্য তো মা হল সবার সেরা যার কোন তুলনা হয় না।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিকই বলেছেন আপনি পৃথিবীর বুকে একমাত্র মধুর ডাক সেটা হল মা।

 last year 

মা কথাটি শুনলেই কেন যেন ভিতরে অন্যরকম একটি অনুভূতির সৃষ্টি হয় এবং চোখে মুখে চলে আসে শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আপনি ঠিকই বলেছেন ভাই সন্তানের সবকিছুর চাহিদা পূর্ণ করে মা। মার যত কষ্টই হোক সন্তানের কোন চাওয়া অপূর্ণতা রাখে না।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

ঠিকই বলেছেন আপনি মা কথাটি শুনলেই কেমন যেন বুকের ভিতর অন্য ধরনের একটি অনুভূতি সৃষ্টি হয়।

 last year 

আসলেই আমাদের কারোর পক্ষেই মায়ের ঋন শোধ করা সম্ভব নয়। মা এমন একটা জিনিস যে সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে। বাবার কাছ থেকে অনেক সময়ই কোন কিছু চেয়ে না পাওয়া গেলেও সেটা মায়ের কাছ থেকে খুব সহজেই পাওয়া যায়।

 last year 

ঠিকই বলেছেন আমাদের মায়ের ঋণ কোনদিনও শোধ আবার নয়।

 last year 

মা-বাবা পৃথিবীর অনেক বড় ছায়া একমাত্র মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সন্তানের সকল আবদার সাধ্যমত পূরণ করার চেষ্টা করে। তার সাধ্য মোতাবেক কোনটাই বাকি রাখে না যেটা আপনি বললেন। হয়তো বাবা কখনো কোন আবদার পূরণ করতে রাজি না হলেও মা যেভাবেই অপূরণ করে। এটা একদম চিরন্তন সত্য ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে।

Posted using SteemPro Mobile

 last year 

মা-বাবা ছাড়া পৃথিবীর একদমই অচল সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের জন্য একমাত্র মারে আছে। মা কখনো কারো সাথে তুলনা করে না। বাবা অনেক সময় কিছু পারবো না বলে কিন্তু মা যেভাবে হোক সেটা পূরণ করে। অথচ এই মায়ের সাথে সন্তানেরা অনেক সময় খারাপ ব্যবহার করে। যদি মায়ের সাথে সুন্দর করে ব্যবহার করা হয় মায়ের মন অনেক বড় হয়ে যায়। যার ঘরে মা আছে তার ঘরে ভালোবাসার অভাব নেই। কারণ মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা হয় না। যাইহোক মাকে নিয়ে অনেক সুন্দর পোস্ট করার ধন্যবাদ আপনাকে।

 last year 

নিঃস্বার্থ ভালবাসতে একমাত্র মায়েরাই পারে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42