বগুড়ার ঐতিহ্যবাহী মাছের বাজার || ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।


আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১৭কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
০২ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ
২৫রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
মঙ্গলবার
হেমন্তকাল।


IMG_20211029_114552-01.jpeg

আজ আমি কথা বলব বগুড়ার ঐতিহ্যবাহী মাছের বাজার নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


বগুড়া ফতেআলি ব্রিজ শত শত বছরের পূরনো ঐতিহাসিক বাজার ফতে আলি বাজার। এই বাজারেই এক অংশ মাছের বাজার। এই বাজারে যে সকল মাছ উঠে তার অধিকাংশ মাছ বাংলাদেশের বৃহত্তর নদী যমুনা নদী থেকে ধরা হয়।

IMG_20211029_114636-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/decency.revamped.deleting

IMG_20211029_114621-01.jpeg


এই বাজারের মাছ দারাই শহরের অধিকংশ মানুষের চাহিদা মেটায়। এখানে সকল ধরনের মাছ পাওয়া যায় যেমন: রুই-কাতলা, গজার, টাকি, বাঘার, ইলিশ এছাড়াও দেশীয় জাতের মাছ ও পুকুরের চাষের মাছ পাওয়া যায়।

IMG_20211029_114557-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/decency.revamped.deleting

IMG_20211029_114550-01.jpeg


প্রায় দেড় শ বছর আগে এ বাজারে মাছ বেচাকেনা শুরু হয়। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম থাকে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে পুরোদমে কেনাবেচা। এই বাজারে মাছের যেরকম যোগান থাকে সেরকম ক্রেতার চাহিদা প্রচুর থাকে।

IMG_20211029_114534-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/decency.revamped.deleting

IMG_20211029_114525-01.jpeg


আমার বড় ভাইয়ের অনুরোধে বাজারে ঢুকে আমি বাজারের ডেকোরেশন ও মাঝিদের হাতের কারুকার্যের সাজানো মাছ গুলো দেখে মুগ্ধ হই। এ বাজারের সবচেয়ে দৃষ্টিনন্দন মাস হল বোয়াল মাছ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় ও ১৫ থেকে ২০ কেজি এর উর্ধে ওজন হয়।

IMG_20211029_114521-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/decency.revamped.deleting

IMG_20211029_114507-01.jpeg


এ বাজারে আইড় ৫০০ টাকা, বোয়াল ৪০০, গুলশা ৩৫০, ট্যাংরা ৩৫০, চিংড়ি ৬০০, চিতল মাছ ৫৫০, রুই ৩৫০, কাতলা ৫০০, বাইন ৫০০, পাবদা ৬৫০, কই ৩৫০, মাগুর ৪৫০, শিং ৫০০, শৌল ৪৫০, চাপিলা ২০০, চান্দা ১০০ ও টাকি ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

IMG_20211029_114457-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location: https://w3w.co/decency.revamped.deleting

IMG_20211029_114445-01.jpeg


প্রতিযোগিতামূলক দরদামে জেলে থেকে শুরু করে ফিশারির মালিকদের কাছ থেকে মাছ কেনে পাইকাররা।


ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  
 3 years ago 

ঐতিহাসিক বাজারের বিভিন্ন ধরনের মাছ দেখতে পেরে খুবই খুশি হলাম। আপনি মাছের বাজারের দৃশ্য সুন্দর ভাবে তুলে ধরেছেন। বাজার সম্পর্কে ভালো বর্ণনাও দিয়েছেন। নিত্য ধরনের মাছ দেখে ভালোই লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আসলে আপনার পোস্ট না দেখলে বগুড়ার মাছের বাজার সম্পর্কে জানতে পারতাম না। প্রথমে যে ছবিটি দিয়েছেন এই ছবিতে রুই মাছ গুলো দেখে অনেক ভালো লাগছে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

প্রচুর পরিমাণে মাছের সমাহার। আপনার পোস্ট দেখে জানতে পারলাম বগুড়া এতো বড় মাছের হাট আছে।যদি কখনও বগুড়া যাই তাহলে ফতে আলী মাছের বাজারে অবশ্যই যাবো। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনি যেসব মাছের নাম বলেছেন তার মধ্যে কয়েকটি মাছ তো আমি চিনিইনি। তাহলে ভাবাই যায়না কতো বড় এই মাছের বাজার!
প্রচুর মাছ আছে দেখা যাচ্ছে।

 3 years ago 

জ্বি আপু অনেক বড় বাজার

 3 years ago 

বাহ আপনার মাধ্যমে বগুড়ার এই ঐতিহ্যবাহী মাছের বাজার সম্পর্কে অনেক কিছু জানলাম। খুবই সুন্দর উপস্থাপনা ছিলো একটি।আর বাজারের মাছ গুলোও বেশ টাটকা আর অনেক বড় সাইজ মনে হলো।

 3 years ago 

হুম ঠিক ধরেছেন

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88139.36
ETH 3066.37
USDT 1.00
SBD 2.76