🌾সবুজ শ্যামলের দেশ আমাদের বাংলাদেশ🌾 || ১০% লাজুক খ্যাকের জন্য ||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সব সদস্য গন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি।


IMG_20210916_163926-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/boomerang.flatter.tugged
///boomerang.flatter.tugged


শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ।বাংলাদেশ কৃষি মাতৃক দেশ। বাংলাদেশে প্রচুর ধান উতপাদন হয়ে থাকে। আজ আমি কথা বলবো ধান নিয়ে।

IMG_20200828_182736.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/boomerang.flatter.tugged
///boomerang.flatter.tugged

IMG_20200828_182731.jpg


গ্রাম বাংলার মাঠকে মাঠ ধানের খেত দেখা যায়।
আজ আমি বাসা থেকে বের হলাম ধান খেত দেখতে। বাসা থেকে রওনা দিলাম। যাওয়া সময় দেখলাম পথের দু পাশ দিয়ে শুধু ধান খেত। মনে হচ্ছিল কোন একটা সবুজ রঙের দেশে চলে আসছি। যান মন খারাপ থাকবে সেও আসলে আমি মনে করি তার ও মন ভালো হয়ে যাবে।
যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। সাথে বাতাসের আল্ত ছোঁয়াই ধান গাছ গুলো দোল খাচ্ছিল। কিছু কিছু ধান গাছ বাতাসে মাটিতে নুয়ে পড়ছে। মাঝে মাঝে পাখি দের কিচিরমিচির শব্দ।

IMG_20210916_163918-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/boomerang.flatter.tugged
///boomerang.flatter.tugged

IMG_20210916_163912-01.jpeg


দুই পাশ দিয়ে ধান খেত আর মাঝ দিয়ে মেঠো পথ। পথের দু পাশ দিয়ে তাল গাছ,নারিকেল গাছ। এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে।

IMG_20210916_163921-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/boomerang.flatter.tugged
///boomerang.flatter.tugged


গ্রামে থাকলে বুঝা যায় আমাদের দেশটা কতো সুন্দর। সত্যিই সোনার বাংলা। যার নেই কোন তুলনা।
শুধু গাইতে ইচ্ছে করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

IMG_20200828_182721.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/boomerang.flatter.tugged
///boomerang.flatter.tugged


অনেক সময় এমন সুন্দর দৃশ্য করতে থাকলাম এমন সময়
সূর্য মামা বিদায় জানিয়ে কিছু খন পরে সন্ধ্যা নেমে আসলো। আর চাঁদ মামা দেখা দিলো। ধান খেতের পাশে ঝিঝি পোকা ডাক শুরু করে দিলো। সাথে তো মশার ফ্রিতে গান আছেই। আমরাও বাড়ির দিকে রওনা দিলাম।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Sort:  
 3 years ago 

আপনি সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য গুলোর অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। বিশেষ করে রাস্তার ছবি গুলো বেশি ভালো লেগেছে। দু -পাশে সবুজ শ্যামল প্রকৃতি তার মাঝ দিয়ে বয়ে চলেছে রাস্তা।

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।

আপনার জন্য শুভকামনা রইল ভাই। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট করার জন্য।

 3 years ago 

আমাদের এই দেশটার নেই কোন তুলনা। ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো

 3 years ago 

আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আমার ভিশন পছন্দ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

সত্যি অসাধারণ আমাদের এই দেশটা।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাংলাদেশকে প্রকৃতির সুরম্য লিলানিকেতন বললে ভুল হবে না। আপনার প্রকৃতির ছবি গুলিতে সেই গুলো ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সুজলা-সুফলা শস্য-শ্যামলা ছায়ায় ঘেরা পাখি ডাকা আমাদের এই বাংলাদেশ আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন বিশেষ করে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দৃশ্যটি খুবই অসাধারণ লাগছে আপনার জন্য শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

 3 years ago 

এই সময়ের দিকে গ্রাম বাংলার ধান খেতের দৃশ্যগুলো দেখতে দারুন লাগে। পুরো মাঠ জুড়ে থাকে সবুজতায় ভরে। গ্রাম বাংলার এ এক সুন্দর দৃশ্য যা মনকে আকৃষ্ট করে বারে বারে।

 3 years ago 

জ্বি ভাই এই সময়ে গ্রাম বাংলার ধান খেতের দৃশ্য গুলো দেখতে দারুন লাগে। আপনাকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66050.37
ETH 2629.02
USDT 1.00
SBD 2.68