"আমার ফটোগ্রাফি পর্ব - ৪৪ \\ ৭ টি ছবি নিয়ে একটি অ্যালবাম \\ ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
০৯পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ
২৫ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
৩০জমাদিউল আউয়াল, , ১৪৪৪ হিজরী
রবিবার ।
শীতকাল।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- নীল আকাশের নিচে লাল মেঘের দৃশ্য। শেষ বিকেলের দিকে যখন সূর্য অস্ত যেতে যায় তখন এমন দৃশ্য দেখা যায়। লাল সূর্য মামার আলতো ছোঁয়া পেয়ে মেঘগুলো এমন দৃশ্য ধারণ করে। শেষ বিকেলের দিকের এমন দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে ।আমার মনে হয় কমবেশি সবার কাছে এমন দৃশ্য পছন্দ করে। লাল মেঘের দৃশ্যগুলো সব থেকে ভালো উপভোগ করা যায় নদীর পারে গেলে কারণ লাল মেঘের সঙ্গে নদীর পানিটাও লালচে রংয়ের হয়ে যায়।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- পুকুরে জেলেরা মাছ ধরছে যারা একমাত্র গ্রামে থাকে তারাই এসব দৃশ্য দেখতে পারে আর না হলে টিভিতে দেখতে হবে। পুকুরে মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে বিশেষ করে জাল যখন ওঠানো হয় তখন মাছগুলো খুব লাফালাফি করে আমার মনে হয় সবার কাছেই এই দৃশ্যটি খুবই ভালো লাগে। আমার মনে হয় সবার কাছে বেশি ভালো লাগে বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে। পুকুরের মাছ ধরার দৃশ্যর ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- শেষ বিকেলের দিকে সূর্য মামা ডোবার দৃশ্য। আমাদের প্রায় সবার কাছেই শেষ বিকেলের এই দৃশ্যগুলো ভীষণ ভালো লাগে। একজন মানুষের যদি হাজারো মন খারাপ থাকে বিকেল বেলা ফাঁকা কোন স্থানে গিয়ে এমন দৃশ্য দেখলে তার নিমিষেই মন ভালো হয়ে যাবে। আশা করি আমার এই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি গরমের সময় যখন দুপুরবেলা টক মুগে রোদ থাকে। আমার ফোনে এই ফটোটি দেখে গরমের কথা মনে পড়ে গেল এইজন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করলে মন্দ হয় না। সব থেকে বেশি ভালো লাগে যখন অনেক গরম থাকে তখন মনে হয় কবে যে শীত আসবে আর এখন শীত আসাতে মনে হয় কবে যে গরম আসবে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি আমাদের পুকুরপাড় থেকে। শেষ বিকেলের দিকে যখন সূর্যি মামা ডুবে যাচ্ছিল তখন। পুকুর পাড়ে গাছের আড়াল দিয়ে যখন লাল সূর্যটা উঁকি দিয়েছিল এবং পানিতে তার আলতো ছোঁয়াতে পানির রং লাল হয়ে গেছে। দেখে কেমন যেন মনে হচ্ছিল কোন একটা স্বপ্ন রাজ্য। আসলে এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- সবুজ ধান ক্ষেত আর তার উপরে নীল আকাশ নীল আকাশের নিচে ভেসে বেড়ানো সাদা মেঘের খেলা এমন দৃশ্য দেখলে নিমিষেই মন ভালো হয়ে যায়। এমন দৃশ্য দেখতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামের এমন মনোরম পরিবেশ আমার সব সময় খুবই ভালো লাগে। চারিদিকে সবুজের সমাহার সব মিলিয়ে অসাধারণ। আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি এইজন্য গ্রাম আমার খুব প্রিয়।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
- সারাদিন মাছ ধরা শেষ করে শেষ বিকেলের দিকে নৌকা নিয়ে ঘাটে ফিরছে জেলে। এ সকল জেলেরা সারাদিন মাছ ধরে এবং বিকেলে হাটে সেগুলো বিক্রি করে যে টাকা পায় সেটাই দিয়ে তার জীবিকা নির্বাহ করে। এ সকল জেলেরা সারাদিন যেমনি মাছ ধরে তেমনি রাতেও মাছ ধরে। আসলে এরাই আমাদের বাংলার আসল হিরো।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
বাহ কি চমৎকার ফটোগ্রাফি সত্যিই অনেকদিন পর আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। যেটা করতে আমিও পছন্দ করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য কতই না সুন্দর যেটা আপনার ফটোগ্রাফি দেখলেই বুঝতে পারা যায়। তার সাথে বর্ণনা সুন্দর ছিল।
আপনি আমার থেকে কম কিসের আপনিও তো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন।
তাই নাকি ভাইয়া একসাথে অনেকদিন হলো ফটোগ্রাফি করা হয় না সেদিন গুলো অনেক মিস করি।
১,৫, ৬,৭ ছবি চারটি একদম মন জয় করে নিয়েছে ভাই।দেখেই শান্তি।
আপনার হাতে গুন আছে বলতেই হবে।দারুণ দারুণ শট ছিল সবগুলো।শুভ কামনা রইলো 💞
আসলে এমন ফটোগ্রাফি করতে গেলে গ্রামে ছাড়া সম্ভব হয় না।
আপনি অনেক দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে দেখতে দারুণ লেগেছে। এর মধ্যে থেকে ১ নম্বর ৫ নম্বর ও ৭ নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে যেনে সত্যি খুবই খুশি হলাম।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছে। বিকেল বেলার সূর্য ডোবার মুহূর্তে প্রকৃতির নতুন রূপে সেজে ওঠে ।আর সেই মুহূর্তটুকু আপনি ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করেছেন। এমন অপরূপ দৃশ্য দেখে মনটা ভরে গেল। সারিবদ্ধ গাছের ফাঁকে যখন সূর্য দেখা যাচ্ছে হৃদয় যেন স্নিগ্ধ হাওয়া বয়ে গেল। এক কথায় অসাধারণ ফটোগ্রাফি করেছেন।
বিকেল মানেই অন্য রকম অনুভূতি চারিদিকে সুন্দর পরিবেশ এবং সূর্যমামা লাল হয়ে যাওয়ার দৃশ্য সবমিলে এক কথায় অসাধারণ।
ওয়াও কি অপরূপ সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন আপনি। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো করতে আসলেই অনেক সময় লাগে। ধৈর্যশালী একজন ফটোগ্রাফার যদি না হন তাহলে এরকম ফটোগ্রাফি করা যায় না। আসলেই আপনি সত্যিকারের একজন ফটোগ্রাফার। আপনার খোলামেলা ফটোগ্রাফি গুলো দেখেই মনটা ভরে গেল। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন ফটোগ্রাফি করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করেছেন আপনি শুভকামনা রইল।
প্রত্যেকবারের মতো এবারও আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন। যাইহোক এ ফটোগ্রাফি গুলোর মধ্যে শেষ বিকেলে সূর্যি মামা বিদায় নিচ্ছে সে ফটোগ্রাফিটি আমাকে একদম অবাক করে তুলেছে। আর সবগুলো ফটোগ্রাফির মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। প্রশংসা না করে পারলাম না।
প্রতিনিয়তই চেষ্টা করি আমি আপনাদের মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার এবং সুন্দরভাবে উপস্থাপনা করার।
আসলেই পুকুরের মাছ ধরার দৃশ্য যারা গ্রামে থাকে তারাই দেখতে পারে, আমরা শহরে মানুষ রা দেখি না বললেই চলে।তবে ভালো লাগে আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফিই বেশ সুন্দর। সাদা মেঘের দৃশ্য দেখলে আসলেই মন ভালো হয়ে যায়।ভালো ছিলো।ধন্যবাদ
এইভাবে পুকুরে মাছ ধরার দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।
অনেকদিন পর মনে হয় আপনার ফটোগ্রাফি দেখছি! ভালোই লাগছে দেখে। চমৎকার সব ফটোগ্রাফি করেছেন ভাইয়া। বিশেষ করে জাল দিয়ে মাছ ধরার দৃশ্যটাও আমার কাছে ভালো লেগেছে। এমন দৃশ্য দেখলেও ভালো লাগে 🌼
ঠিকই বলেছেন অনেকদিন পর আমি ফটোগ্রাফি পোস্ট করলাম।
আসলেই কমিউনিটির সকলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আর সকলের ফটোগ্রাফির পাশাপাশি আপনিও কিন্তু অনেক দারুন ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন প্রতিনিয়ত। প্রতিটি ফটো অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে মাছ ধরে জেলে বাড়ি ফেরার পথের ফটোগ্রাফিতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলেই জেলে অনেক বেশি কষ্ট করে সারাদিন মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ভাবতেই অনেক বেশি খারাপ লাগে।
কমিউনিটির সবাই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে তার মধ্যে আপনিও একজন।
দেখতে দেখতে আপনি অনেক গুলো ফটোগ্রাফির পর্ব অতিক্রম করেছেন ভাইয়া। প্রতিবারের মতো আজকেও আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন। আমার কাছে প্রথম ছবিটি অনেক ভালো লেগেছে ছবিটি দেখে মনে হচ্ছে কেউ পেইন্টিং তৈরি করেছে। ধন্যবাদ আপনাকে
দোয়া করবেন আমার জন্য আমি যেন আরো অনেক ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি ।