"আমার ফটোগ্রাফি পর্ব - ১৪ || ৬ টি ছবি নিয়ে একটি অ্যালবাম ||১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
১২ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ
২৭ ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
২২ জমাদিউল আউয়াল, , ১৪৪৩ হিজরী
সোমবার।।
শীতকাল।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
Device : iPhone x
What's 3 WLocaion: https://w3w.co/boomerang.flatter.tugged
- রোদ উঠে গেছে নগরীতে। শীতকালের হিমশীতল রাতের পর সকালের একটুকু রোদ যেন গাছপালা চিরে এসে আমাদের মনকে ছুঁয়ে দেয়। এই রোদ যেন সবার মনে এক অন্যরকম আমেজের জন্ম দেয়। এটাকে বলা হয় শীতের সকালের মিষ্টি রোদ।
Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
- শীতের সকাল মানেই কুয়াশা ভরা পরিবেশ,পিঠা-পুলির উৎসব আর খেজুরের রস। আপনি যদি কোনো শীতের সকালে এক গ্লাস ঠান্ডা খেজুর রস না খেয়ে থাকেন তাহলে আমি বলব আপনি কখনো শীতের আমেজ টা অনুভবই করতে পারেননি। আজ সকালে রাস্তা দিয়ে হাটতে হঠাৎ এই দৃশ্যটি চোখে পড়ে যেখানে একটি খেজুর গাছ থেকে রস খাচ্ছে একটি পাখি, এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে প্রকাশ করা।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
- শীতের সকালে আমরা ঘুম থেকে উঠতে আলসেমি করলেও গ্রামের কৃষকদের কিন্তু কোন আলসেমি করার সুযোগ নেই। হোক শীত বা গরম তাদের দিন শুরু হয় সকালে সূর্য ওঠার আগেই। তারা ঠিক সেই সূর্য উঠার আগেই ঘুম থেকে উঠে চলে গেছে তাদের চাষের জমিতে, প্রস্তুত করছে চাষের জমি।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
- "গ্রামের মেঠো পথে গরুর গাড়ি" ঠিক এভাবেই প্রাচীন বাংলার মেঠোপথের সৌন্দর্য তুলে ধরা হতো আমাদের পাঠ্যবইয়ে। আজ সকালে বের হয় গরুর গাড়ি হয়তো পাইনি কিন্তু মহিষের গাড়ি ঠিকই পেয়েছি।
Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged
- গ্রামের মেঠোপথে ফেরিওয়ালা। আমাদের প্রত্যহিক জীবনের প্রয়োজনীয় সবকিছু তার সাইকেলে সাজিয়ে রওনা হয়েছে সে,যাবে গ্রামের পর গ্রাম। তবে এখন সবাই শহরনির্ভর হওয়ায় গ্রামের পথের এই ফেরিওয়ালা খুব বেশি নজরে আসে না।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এবং আমার গ্রামের দৃশ্য এভাবে দেখতে অনেক ভালো লাগে। কারন অনেকদিন হয়েছে গ্রামে যাইনি। আপনার ফটোগ্রাফিতে পাখি যখন খেজুর-গাছের-রস খায় এই দৃশ্যটি অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য
ভাইয়া আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে দুই নম্বর ফটোগ্রাফি টা এত সুন্দর লাগছে যে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ।তাছাড়া গ্রামের মেঠো পথে গরুর গাড়ির ছবিটা অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ছবির নিচে বর্ণনা করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু
ধন্যবাদ আপনাকে ভাই
মনমুগ্ধকর ফটোগ্রাফি করেছেন আপনি ভাই। গরুর গাড়ি, কৃষকের কাজ করার দৃশ্য, ও হকারের বাড়ি ফেরার দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে। এই ফটোগ্রাফি গুলো অনেক কিছু শিক্ষা বহন করে থাকে। আমি নিজেও ফটোগ্রাফি অনেক পছন্দ করি। ফটোগ্রাফি মানে হচ্ছে ছবির মাধ্যমে অপ্রকাশিত কিছু তথ্য প্রকাশ করা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য
ধন্যবাদ আপনাকে ভাই
ফটোগ্রাফি পোস্টগুলোর একটি সমস্যা হচ্ছে কেওই বেশি ছবি দেয় না। পরবর্তী পোস্টের জন্য জমিয়ে রাখে। কিন্তু আমরা যারা দেখি মাত্র ৫/৬ টি ছবি দেখে মন ভরে না। আপনার পরবর্তী ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম।ধন্যবাদ আপনাকে
ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো দেওয়ার। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর কিছু ছবি তুলেছেন আপনি ভাইয়া। প্রতিটি ছবি অত্যন্ত স্বচ্ছ এবং ভালো লাগছে দেখতে। দ্বিতীয় ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। গাছের আড়ালে শীতের সকালের সূর্য খুবই চমৎকার লাগছে দেখতে। ছবিগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য ধন্যবাদ । শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক চমৎকার ফটোগ্রাফি উপস্থাপন করে থাকেন। নতুন করে আর কিছু বলার ভাষা আর রাখিনা। আজ আপনি যেই ফটোগ্রাফি গুলো করেছেন তার মধ্যে প্রথম ছবিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। যাইহোক এত সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য
ভাইয়া অসাধারন সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যিই অসাধারণ। আমার কাছে সবচাইতে বেশী ভাল লাগল খেজুর গাছে বসে পাখি খেজুরের রস খাওয়ার ফটোগ্রাফি। অতি সুন্দর ফটোগ্রাফির পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য