DIY-project (এসো নিজে করি)🦩পেন্সিল দিয়ে অঙ্কন করা বক পাখি🦩 ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_2283.JPG


১২ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ
২৫ফেব্রুয়ারী , ২০২২ খ্রিস্টাব্দ
২৩রজব, ১৪৪৩ হিজরী
শুক্রবার ।
বসন্তকাল ।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ছবি অংকন পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


উপকরণঃ
১.পেন্সিল
২.রাবার
৩.স্কেল
৪.পেন্সিল কাটার
৫.এ ফোর সাইজের কাগজ


🌼তাহলে চলুন শুরু করা যাক🌼


🦩ধাপ-১🦩

IMG_2275.JPG

  • আমার বক পাখি অংকন এর জন্য যে সকল সরঞ্জাম দরকার হয়েছে।

🦩ধাপ-২🦩

IMG_2276.JPG

  • প্রথমে নিচ বরাবর একটা দাগ দিয়েছি এবং বক পাখির লম্বা ঠোঁট এঁকেছি।

🦩ধাপ-৩🦩

IMG_2277.JPG

  • তারপরে বক পাখির মাথা এবং লম্বা গলা এঁকেছি।

🦩ধাপ-৪🦩

IMG_2278.JPG

  • তারপরে বক পাখির পাকনা এঁকেছি।

🦩ধাপ-৫🦩

IMG_2279.JPG

  • তারপরে বক পাখির লম্বা দুটি পা এঁকেছি।

🦩ধাপ-৬🦩

IMG_2280.JPG

  • তারপরে বক পাখির চোখ এবং দাঁড়িয়ে থাকা পানির স্থানটি এঁকেছি।

🦩ধাপ-৭🦩

IMG_2281.JPG

  • তারপরে বক পাখির কিছু স্থানে পেন্সিল দিয়ে রং করে দিয়েছি এবং পরিপূর্ণ রূপ পেল আমার পেন্সিল দিয়ে অঙ্কন করা বক পাখি।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

পেন্সিল দিয়ে অঙ্কন করা বক পাখি দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে লিমন ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।

 3 years ago 

বক পাখির চিত্রাংকন খুবই অসাধারণ দেখাচ্ছে। যদি পাখিটা সামনে একটা মাছ রাখি এখন মনে হয় গপ করে ধরে খেয়ে নিবে। পেন্সিলের স্কেচ গুলো এমনিতেই আমার কাছে অসাধারণ লাগে ‌। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

আমার অংকন করার সময় বক পাখির মুখের সামনে একটা মাছ আঁকার দরকার ছিল তাহলে দেখতে বেশি ভালো লাগতো‌। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

অনেকদিন আগে কেউ একজন এমন একটি ছবি এঁকেছিল যাকে সবাই বলেছিল শিশুসুলভ পোস্ট। কিন্তু আপনার ছবিটি দেখে আমার মনে হচ্ছে পাকা চিত্রশিল্পীর আঁকা একটি ছবি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি নিজের মত আঁকার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

হাটু জলে দাঁড়িয়ে থাকা একটি বকের খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন সত্যিই আপনার ইউনিক চিন্তাধারার তারিফ করতে হয়।
আপনার চিত্রটি দেখে মনে পড়ে গেল ছোটবেলায় পড়া একটি কবিতা ওই দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ ঐখানেতে বাস করে কানা বগীর ছা 😁😁😁

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আমারও ওই কবিতার কথা মনে পড়েই এই চিত্রটি আঁকা। এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

 3 years ago 

বক পাখির চিত্র অংকন খুবই অসাধারণ দেখাচ্ছে। আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি বক পাখির চিত্রাংকন করলেন। পেন্সিলের চিত্রাংকন আমার কাছেতো খুবই ভালো লাগে দেখতে। এই বক পাখিটিও আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বক পাখি টির সামনে একটি মাছ রেখে দিলে আরও বেশি আকর্ষণীয় দেখাতো। আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করলেন। এত সুন্দর একটি বক পাখির চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পোস্ট করার পর আমারও মনে হচ্ছিল বক পাখির সামনে একটা মাছ অংকন না করে ভুল হয়েছে। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

 3 years ago (edited)

বকের অঙ্কনটি সুন্দর হয়েছে, তবে মনে হচ্ছে খাবার কম পেয়েছে বা মাছ ভালোভাবে স্বীকার করতে পারেনি। তাই একটু রোগা পাতলা মনে হচ্ছে। যাই হোক অনেক সুন্দর হয়েছে, মজা করে কথাটা বললাম। উপস্থাপনাও অনেক ভাল ছিল। অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সব সময়।

 3 years ago 

হাহাহা আপনার কমেন্টটি পড়ে অনেক মজা পাইলাম। আপনার কমেন্টটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক মজার মানুষ। ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

 3 years ago 

শীতকালে পুকুরের পাশে গাছের ডালে এমন বক দেখা যায়। আমাদের গ্রামের বাড়ি বাঁশ ঝাড়ে অনেক বকের বাসা আছে। আপনার অঙ্কিত বকের চিত্রটি খুবই ভালো লাগলো। মাজে মাজে কিছু কিছু পেন্সিল এর আর্ট অনেক ভালো লাগে। সুন্দর আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।

 3 years ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি বকের ছবি অঙ্কন করেছেন ভাইয়া। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে দেখিয়েছেন কিভাবে আপনি বকের ছবিটি অংকন করেছেন। বকটি এক পায়ে দাঁড়িয়ে আছে এর জন্য ছবিটি আরো সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ছবি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার অংকন করা চিত্র টি আপনার ভালো লেগেছে এতেই আমি অনেক খুশি এবং আপনি এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পেন্সিল দিয়ে অঙ্কন করা বক পাখির চিত্রটি অনেক সুন্দর হয়েছে। দেখতে একদম অরিজিনাল বক পাখি লাগছে। আপনার সৃজনশীলতা অনেক ভালো ছিল। প্রতিটি স্টেপ সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন‍্য।

 3 years ago 

আমার পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল। ্

 3 years ago 

পেন্সিলে আঁকা বকটি দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর এঁকেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। রং করলে বকটি দেখতে আরো সুন্দর লাগতো। বকের ঠোঁটটা খুব ভালো লাগছে দেখতে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96591.19
ETH 3584.60
USDT 1.00
SBD 3.76