"আমার ফটোগ্রাফি পর্ব-২|| বিকেলের মুহূর্তের দৃশ্য পটভূমি ||(১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


আসসালামু ওয়ালাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সব সদস্য গন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি।

অনেকদিন হলো ব্যস্ততার কারণে তেমন পোস্ট করতে পারিনি। তাই আজকে ভাবলাম কিছু ফটোগ্রাফি নিয়ে একটি পোস্ট করি। ফটোগ্রাফি গুলো হল পড়ন্ত বিকেলে জ্বলন্ত কিছু রেললাইনের ফটোগ্রাফি আর কিছু প্রাকৃতিক সৌন্দর্য আশা করি ভালো লাগবে।


ফটোগ্রাফি


IMG-20211005-WA0003.jpg


ছেলেবেলার দুষ্টামি।
Device : Vivo y50
What's 3 Word Location : https://w3w.co/swiftness.winnable.goggle

  • একটি ছেলে হাতে গুল্টি নিয়ে দুষ্টামি করছে। ছেলেটি পড়ন্ত বিকেলে রেললাইনের ধারে হাতে গুল্টি নিয়ে বন্ধুদের সাথে দুষ্টামি করছে। এই গুল্টি এক এক গ্রামে এক এক ধরনের নাম কেউ কেউ বাটুল ও বলে থাকে।ছেলেটির দুষ্টামো ন দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও বন্ধুদের সাথে ঘুরে ঘুরে অনেক দুষ্টামি করেছি।

ফটোগ্রাফি


IMG-20211005-WA0002.jpg


বিকেলের সৌন্দর্য
Device : Vivo y50
What's 3 Word Location : https://w3w.co/swiftness.winnable.goggle


  • পড়ন্ত বিকেলে যখন মন খারাপ থাকে তখন রেললাইনের পাশ দিয়ে হাঁটতে ভালই লাগে। কারণ বিকেলের সৌন্দর্যটা অপরূপ এক এক দিন এক এক রকম সৌন্দর্য উপহার দেয় প্রকৃতি। আর রেললাইন সাধারণত সব সময় গাড়ি চলে না তাই একটি নিরিবিলি পরিবেশে হাঁটা যায়। তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে হুট করে গাড়ি চলে না আসে।

ফটোগ্রাফি


IMG-20211005-WA0005.jpg


ছেলেটি
Device : Vivo y50
What's 3 Word Location : https://w3w.co/swiftness.winnable.goggle


  • ছেলেটি রেললাইনের ধারে বন্ধুদের সাথে খেলা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে।তাই রেলের উপর বসে বিশ্রাম গ্রহণ করছে। তার ক্লান্তি দূর হলে সে আবার বন্ধুদের সাথে খেলাধুলা শুরু করবে।

ফটোগ্রাফি


IMG-20211005-WA0000.jpg


ব্যালাস্ট
Device : Vivo y50
What's 3 Word Location : https://w3w.co/swiftness.winnable.goggle


  • রেল লাইনের মাঝে যে পাথর গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ব্যালাস্ট বলে। এই পাথরগুলো রেললাইন কে দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে। রেললাইনের ভার বহন ক্ষমতা বৃদ্ধি করে যাতে রেললাইন উপর দিয়ে রেল গাড়ি চলাচল করলে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে।

ফটোগ্রাফি


IMG-20211005-WA0011.jpg


প্রকৃতির সৌন্দর্য
Device : Vivo y50
What's 3 Word Location : https://w3w.co/swiftness.winnable.goggle


  • প্রকৃতি প্রতিদিন একটি ভিন্ন ধরনের রূপে রূপান্তরিত হয়।প্রকৃতির এই সৌন্দর্য মনমুগ্ধকর হয়ে থাকে। বিশেষ করে পড়ন্ত বিকেলের সৌন্দর্য অন্যরকম। আর ছবিতে যে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে কারন নীল আকাশে সাদা মেঘের ভেলা। সাদা মেঘগুলো নীল আকাশের মাঝে ঘুরাঘুরি করছে।

Sort:  

সব ছবিগুলাই সুন্দর হইছে ভাইয়া, শুভকামনা 😍😍😍

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বিকেলের মুহূর্তের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ছবি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

রেললাইন এর পাশ থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে প্রথম ছবিটি অসাধারণ হয়েছে। শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার প্রতিটি ছবিই চমৎকার হয়েছে ।রেললাইনের ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে । আকাশ টা খুবই চমৎকার লাগছিলো ।নীল আকাশ দেখতে খুবই ভালো লাগে। প্রত্যেকটি ছবির নিচে বর্ণনা খুব সুন্দর করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো

 3 years ago 

প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে। আপনার ছবি তোলার হাত আসলেই অনেক ভালো। আশা করি ভবিষ্যতে এমন আরো অনেক ভালো ভালো ফটোগ্রাফি আপনি আমাদের উপহার দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই ভাল হয়। কিন্তু এইবার আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি টা অনেক সুন্দর। যা শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং তোমার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

বিকেলের মুহূর্তের দৃশ্য পটভূমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য শুভ কামনা রইলো আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 56953.07
ETH 2513.05
USDT 1.00
SBD 2.28