ফুড রিভিউ-(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা


IMG20230103191617.jpg

সবাই কেমন আছেন,আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি আপনাদের দোয়ায়।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে মেলা থেকে চিংরি ভাজা খাওয়া অনুভুতি এবং রিভিউ।চলুন তাহলে শুরু করি।

IMG20230103191732.jpg

IMG20230103191715.jpg


গ্রামিণ মেলা সম্পর্কে আপনাদের মোটামুটি ধারনা আছে এখানে বেশ জাক জমুক গ্রামিণ ভাবেই মেলার আয়োজন করা হয়।আশ পাশ এলাকার লোকজন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন দেখতে।বিভিন্ন ধরনের খাবার এর আমদানি হয় এখানে।দূর দুরান্ত থেকে লোকজন আসেন নতুন নতুন খাবার। নিয়ে।

IMG20230103191756.jpg

IMG20230103191807.jpg

IMG20230103191810.jpg

IMG20230103191817.jpg


মেলাতে তেলে ভাজা খাবার অনেক থাকে এর মধ্যে আমার কাছে চিংরি টা খেতে বেশি ভাল লাগে।তো আজ ভাবলাম নিজে খাব এবং আপনাদের সাথে এর স্বাদ টা নিয়ে শেয়ার করবো।তাই দোকানে যায়ে দোকানদার মামা কে বললাম মামা কয়েকটা চিংড়ি আমাদের কে গড়ম গড়ম ভেজে দিন বাইরে যে শীত পরছে গড়ম না খেলে ভাল লাগবে না।মামা চিংড়ি গুলা তেলে দিয়ে দিলো কয়েক মিনিট দেরি হবে এই সুযোগে আমরা অন্য আরেকটা চপ খেতে লাগলাম।

IMG20230103192327.jpg

IMG20230103192217.jpg


মামা এদিকে চিংড়ি ভেজে রেডি করে ফেলেছে সত্যি বলতে গড়ম গড়ম এটা খাওয়ার ফিলিংস টা অন্য রকম যেমন স্বাদ তেমনি খেতে দূরদান্ত লাগছিলো খেতে।আমরা তো একটা করে খেয়ে আরো একটা করে অর্ডার করলাম।মেলাতে এই খাবার টার চাহিদা বেশি থাকে তেলে ভাজা খাবার এর মধ্যে আপনারা ট্রাই করবেন আশা করছি ভাল লাগবে।মেলাতে কেমন ঘুরলাম সেই বিষয়ে পরবর্তী পোস্টে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে।

:::::

ডিভাইস :-অপু এ৫এস
কুষ্টিয়া বাংলাদেশ

Sort:  
Loading...
 2 years ago 

গ্রামীণ মেলার কথা অনেকবার শুনলেও কখন আসলো গ্রামীণ মেলাগুলোতে যাওয়া হয়নি। কারণ ছেলেবেলা থেকে ঢাকায় মানুষ। গ্রামীণ মেলায় বিভিন্ন রকমের খাবার উঠে সেটা আমি জানতাম। যাক ভাই আপনারা সুন্দরভাবে আজকের পোস্টে গ্রামীন মেলার বিভিন্ন খাবারের রিভিউ করেছেন। এতে লোভ অনেকটা বেড়ে গেল।

 2 years ago 

আপু কখুনো সময় পেলে একবার যাবেন অনেক দারুন লাগবে।ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেকদিন হলো মেলায় যাওয়া হয় না। তবে আপনি মেলায় গিয়ে চিংড়ি মাছ ভাজা খেয়েছেন দেখে বেশ ভালই লাগছে।এটি আমার খুব পছন্দের মাছ। আর এটি ভাজা করে খেতেও খুব বেশি ভালো লাগে। ছোট ছোট চিংড়িগুলোই ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক মেলায় গিয়ে আপনি গরম গরম চিংড়ি মাছ ভাজা খেয়েছেন শুনে ভালোই লাগছে।

 2 years ago 

ছোট বড় দুটই খেয়েছিলাম আপু অনেক দারুন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খাবার গুলো দেখেইতো জিভে জল চলে এসেছে। মেলায় গেলে এসব খাবার গুলো দেখে খেতে ইচ্ছে করে। বিশেষ করে বিভিন্ন রকমের চপ খেতে বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছগুলো দেখেই তো মন চাচ্ছে তুলে নিয়ে খেতে। এই খাবারগুলো গরম গরম হলে বেশ ভালো লাগে খেতে। গ্রামীণ মেলাগুলো সত্যিই অনেক আনন্দের হয়। আর মজার মজার খাবার খেলে সেই আনন্দ আরো বেড়ে যায়।

 2 years ago 

এবার আমাদের বাসার আশেপাশে কোথাও মেলা হয়নি তারজন্য আপনাদের মেলার ফটোগ্রাফি দেখলে অনেক কষ্ট লাগে😂। ভাইয়া এত মজাদার চিংড়ি মাছ ভাজা দেখে খুব খেতে ইচ্ছে করছে। এর সাথে আরও কত মজাদার রেসিপি বিক্রি করা হচ্ছে। এগুলো মেলায় গিয়ে খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মজাদার ফুড রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ আমার খুব প্রিয়। চিংড়ি মাছের পেয়াজু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে বাসায় চিংড়ি মাছের পেয়াজু তৈরি করে থাকি। বিশেষ করে শীতের দিনে সন্ধ্যার সময় গরম গরম এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। মেলাতে গিয়ে এত সুন্দর খাবার গ্রহণ করেছেন দেখে সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রামীণ মেলা সম্পর্কে তেমন কোন ধারণা নেই। কারণ কখনো যাওয়া হয়নি এই মেলা গুলোতে। তবে এখানে দেখছি চিংড়ি মাছ কিছুটা অন্যরকম ভাবে ফ্রাই করা হয়। স্ট্রিট ফুড খাওয়ার জন্য বের হলে চিংড়ি ফ্রাই খাওয়া হয় আমার। তবে এরকম চিংড়ি ফ্রাই খাইনি কখনো। লোভনীয় লাগছে দেখতে। খুব সুন্দর রিভিউ দিয়েছেন আপনি।

 2 years ago 

কুষ্টিয়া কখুনো আসলে আপনাক এটা খাওয়াবো।

 2 years ago 

আসলে মেলার এমন তেলে ভাজা খাবার গুলো আমারও অনেক পছন্দের ৷ আপনি গ্রামের মেলায় গিয়ে চিংড়ি মাছ ভাজা খেয়েছেন দেখে বেশ ভালোই লাগলো ৷ বেশ লোভনীয় সব খাবারের রিভিউ করেছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40