😍😍নতুন অভিজ্ঞগতা এবং ঘুরাঘুরি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago
  • ০৫চৈত্র
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • রবিবার
  • অভিজ্ঞগতা এবং ঘুরাঘুরি

IMG_20220320_161703.jpg

IMG_20220320_161540.jpg

IMG20220320071538.jpg

IMG20220320071547.jpg

IMG20220320074430.jpg

IMG20220320074440.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি আজকে আপনাদের সাথে আমার একটা অভিজ্ঞগতা শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।


আমাদের জেলায় আজকে ছিল পুলিশে লোক নেওয়ার দিন অর্থাৎ মাঠ। আমার বয়স শেষ তাই ইচ্ছা থাকলেও আর উপায় নেই।গত রাতে আমার এক বান্ধবি বৃষ্টি সে আমাকে কল দিয়ে বলে দস্ত আমার তো কেউ নেই যাওয়ার মতো ওখানে তো কাউকে না কাউকে সাথে যেতে হবে তুই আমার সাথে যাবি আমি আবার এর ওর কাজে হেল্প করার বেলায় খুব পটু।নিজের বলে বলছি না।সবাইকেই সাহায্য করতে ভালো লাগে।


সকাল ৭ টাই আমি বাসা থেকে নাস্তা করে বের হয়ে যায়।আমার আরেক বন্ধুকে বলা ছিল সে তার গাড়ি নিয়ে চলে এসেছে এরপরে আমি এবং বন্ধু দুজনে আর বান্ধবি তিনজনে চলে গেলাম পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ গেইটে।সেখানে গিয়ে দেখি লম্বা লম্বা লাইন আসলে পুলিশের মাঠই হলো একমাত্র মাঠ যেখানে অতিরিক্ত লোক আসে বন্ধু লাইনে দারাইলো এরপরে একটা ঝামেলা শুরু হলো সে তার অরজিনাল এডমিট কার্ড টা তুলে নাই।আমি আর বন্ধু দুজনে দোরের উপর তখন চারিদিকে কম্পিউটার এর দোকান খুজছি কিন্তু পাচ্ছি না অবশেষে পৌরসভা সংলগ্ন একটা দোকান পেলাম এবং এডমিট কার্ড হাতে পেলাম।এরপরে আবার মাঠে চলে গেলাম।আমার বান্ধবি আমাদের কাছে ব্যাগ এবং মোবাইল দিয়ে ভেতরে গেলো আমরা গেইটে অপেক্ষা করতে শুরু করলাম।

IMG20220320091734.jpg

IMG20220320082936.jpg

IMG20220320091822.jpg

IMG20220320091811.jpg


৩০ মিনিট পরেই দেখি আমার বান্ধবি বের হয়ে এসেছে তার সমস্যা ধরেছে সে নাকি লম্বায় কম অথচ সে সেনাবাহিনীর মাঠে টিকে ছিল।যাইহোক বুঝতে বাকি থাকলো না বাংলাদেশ এর এই সমস্ত চাকুরি বিষয়ে না বলি।আমরা বের হয়ে বললাম আজ যখন তিনজন এসেছি তাহলে পাশেই একটা দারুন যায়গা সেখানে ঘুরতে যাই।আসলে সেই সকাল থেকে দোরের উপর ছিলাম তাই খাওয়া দাওয়া হয়নি ঠিক মতো এরপরে আমরা আগে একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেলাম।খেয়ে এরপরে চলে গেলাম সেই সুন্দর জায়গাটিতে।সেখানে মুখ বন্ধ করে বসে থাকতে ভালো লাগছিলো না।তাই আমি বাদাম কিনতে গেলাম কিন্তু না পেয়ে কোকাকোলা এবং কয়েক প্যাকেট দারুন দারুন বিস্কিট আনলাম।

IMG20220320120243.jpg

IMG20220320120230.jpg



IMG20220320102758.jpg

IMG20220320100214.jpg

IMG20220320095852.jpg

IMG20220320101235.jpg

IMG20220320123300.jpg

IMG20220320112124.jpg

IMG20220320112112.jpg


এরপরে খেতে খেতে আমরা অনেক অনেক কথা বলছিলাম আর নিজেরা অনেক হাসাহাসি করছিলাম।আসলে সব থেকে দারুন সম্পর্ক হলো বন্ধুত্ব সম্পর্ক। যেখানে কোন দোশ নেই আমরা অনেক খুশিতে আনন্দ করছিলাম।গরম বেশ পরেছে আমার এক বন্ধুকে বললাম তিনটা আইস্ক্রিম আনতে এরপরে বন্ধু আইস্ক্রিম আনতে চলে গেলো।এরপরে সেখানে বসে তিনজন আইস্ক্রিম খেলাম।চাকুরি না হোক এমন দারুন সময় সব দুঃখ দূর করে দেয়।অনেক সুন্দর একটি সময় ছিল আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরো ভালো লাগলো ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/burrito.companions.criticisms
Sort:  

ভাই আপনার ভরাভরি দেখে আমারও ঘুরতে ইচ্ছা করে। তবে ঘোরাঘুরি বর্ণনা আপনি চমৎকারভাবে তুলে ধরেন আমাদের সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে ঘুরাঘুরির মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি যে কোন জায়গায় ঘুরতে যান না কেন নতুন কিছুর সাথে পরিচিত হতে পারলেই অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। যাই হোক আজকে খুব সুন্দর মুহূর্ত পার করলেন। যেটা আমাদের মাঝে তুলে ধরলেন খুবই ভালো লাগে।

 3 years ago 

ভাই আপনি তো ভালই ঘুরাঘুরি করতে পারেন।আজকেও বন্ধুদের সঙ্গে সুন্দর আড্ডা জমিয়েছেন।আমারও এমন আড্ডা দিতে মন চায়। কাছাকাছি কোনো বন্ধু বান্ধবদের পাই না।আপনার সাথে বন্ধুত্ব করে ঘুরতে চাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62816.09
ETH 2466.13
USDT 1.00
SBD 2.64