🦊🦊মৃত্যু সনদ (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊
- ১৬ শ্রাবণ
- ১৪২৯বঙ্গাব্দ।
- রবিবার
- মৃত্যু সনদ
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে বাবার মৃত্যু সনদ নিয়ে কিছু কথা চলুন শুরু করি।
বাবা মারা গেছেন ১১ দিন হলো এর মধ্যে বাবার মৃত্যু সনদ ও করতে হবে কারণ ছোট বোনের স্কুল থেকে সেটা লাগবে বলেছে।১১ দিন আগেও যে মানুষ টাকে হাতে করে খাইয়ে দিলাম তারই আজ মৃত্যু সনদ করা লাগছে ছেলে হিসাবে এগুলো যে কিভাবে সহ্য করছি আল্লাহ জানেন।বাবা নেই তবুও বাবার মৃত্যু সনদ দিয়েই তার কাজ চলবে।
মৃত্যু সনদ হলো আমাদের দেশে কেউ মারা গেলো তার একটা রেজিস্টারি করা লাগে এবং ডকুমেন্টস প্রয়োজন হয়ে আমি সেগুলো করার জন্যই আজ গিয়েছিলাম।আমাদের ইউনিয়ন পরিষদে।এর আগে আমি কখুনো মৃত্যু সনদ এর জন্য যায়নি তাই জানিও না যে কি কি দরকার। হবে।দোতালায় গিয়ে বললাম একটা মেডাম এর কাছে তিনি আমাকে একটা ফ্রম দিয়ে সব কিছু হাতে হাতে বুঝিয়ে দিলেন।ভালো ছিল ব্যবহার।
সব কিছু দেখে শুনে আমি বাসায় চলে এলাম।এরপরে ফ্রম টা পুরন করতে লাগলাম।আসলে যখন লিখতে বসলাম কি বলবো খুব ইমোশনাল হয়ে গেছিলাম।বিধাতা কপালে এভাবেই রেখেছেন মেনে নিয়েছি তবুও আমরা মানুষ আমাদের আবেগ রয়েছে সেই আবেগ থেকেও মনে চলে আসে।
যাইহোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে ধন্যবাদ সবাইকে।

মা-বাবার চেয়ে আপন জন এই পৃথিবীতে আর কেউ হয় না। বাবা মায়ের ভালোবাসা ছেলে-মেয়েদের জন্য অফুরন্ত। বাবা মানে একটি ঘরের ছাদ। যেমন একটি ঘরের ছাদ না থাকলে যেমন বৃষ্টি পড়ে। ঠিক তেমনি বাবা না থাকলে সেই কষ্টগুলো বুঝা যায়। বাবা মা আমাদের ছোট থেকে খুবই লালন পালন করে মানুষ করিয়েছেন। নিজে না খেয়ে আমাদের খেয়েছেন। আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ আপনার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা যেন দান করেন। এবং আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। পৃথিবীর সকল মা-বাবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই।
বাবা নামক শব্দটি খুবই ছোট। কিন্তু এর সাথে মিশে আছে অনেক দায়িত্ব, কর্তব্য এবং পরিবারের প্রতি ভালোবাসা। এই মানুষটি যতদিন আমাদের পাশে থাকে ততদিন আমরা নিশ্চিন্তে ভবিষ্যতের পথে এগিয়ে যাই। আর যখন বাবা নামক ছায়া আমাদের মাথার উপর থেকে সরে যায় তখন এই পৃথিবী আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়।
আপনার বাবার কথা শুনে আসলেই ব্যথিত হলাম। আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এই দোয়া করি।
খুবই খারাপ লাগলো ভাই আপনার বাবা মারা গেছে শুনে। আসলে কারো মা বাবাই চিরদিন বেঁচে থাকে না হয়তো আজ নয়তো কাল মারা যাবেই। বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। কেননা মা-বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। আর আপনার বাবার জন্য দোয়া রইল যেন ওনাকে আল্লাহ বেহেস্তে নসিব করুন।