"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ || শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি -শীতকালীন প্রাকৃতিক দৃশ্য

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৯মাঘ
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • বুধবার
  • প্রতিযোগিতা-১১ শীতকালিন প্রকৃতিক দৃশ্য

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন।বন্ধুরা আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগ আমাদের কমিউনিটির প্রতিযোগিতার পোস্ট।আমাদের দাদা কর্তৃক আয়োজিত আমার বাংলা ব্লগ এর এগারো তম প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিলো শিতের প্রকৃতির ফটোগ্রাফি সবাই নিজের মতো করে চেষ্টা করেছে সেরাটা দেওয়ার আমিও তেমনি জানিনা কতোটা ভালো লাগবে চলুন শুরু করা যাক।


চিত্র-১

IMG_20220104_212537.jpg

★ বন্ধুরা শীতের সব থেকে সুন্দর প্রকৃতি হলো সরিষা ক্ষেত আর সরিষার ফুল।শীত আসলেই এখানেই চোখ গেথে যায়। শাড়ি শাড়ি সরিষা ক্ষেত হলুদ ফুল মৌমাচিরা মধু আহরণ করছে ব্যাপার খানা অনেক সুন্দর লাগে দেখতে।শীতের মাঝা মাঝি অথবা শেষ দিকে সরিষা ফুল পরে যায়।আমাদের এদিকে এখনো সরিষা ক্ষেত দেখা যায় এটার কারণ অনেকে বপন করার সময় দেরি করে ফেলে ফলে সরিষা হতেও দেরি হয়।


চিত্র-২

IMG_20220202_191346.jpg

★ একটি নদীর শীতকালিন সময়ের দৃশ্য এটি।পানি একদম তলানিতে নেমে গেছে আসলে ছোট নদী গুলোর এই দশাই হয়।শীতের শেষে এগুলো শুকাতে শুকাতে একদম পানি নাই বললেই চলে।আর নদীর পারের মানুষ এর যাতায়াত এর মাধ্যম নৌকা গুলো এভাবেই শাড়ি শাড়ি বাধা পরে যায়।পানি আসার আগ পর্যন্ত এভাবেই বেধে রাখা হয়ে থাকে।


চিত্র-৩

IMG_20220131_091549.jpg

★ এটি হলো চর অঞ্চলের ধান লাগানোর মৌসুমের চিত্র।নদী শুকিয়ে তার ধার ঘেসে যে পলি দোআশ মাটি পরে থাকে সেই মাটিতে নদীর পারের মানুষ ছোট ছোট খন্ডে বিভক্ত করে ধান লাগায় ফলন খুবই ভালো হয়। এটি একটি নদীর পারের ধান লাগানোর চিত্র।


চিত্র-৪

IMG_20210929_094804.jpg

★ এটি খুব ভরের শীতকালিন সূর্য এর চিত্র। একদিকে ভাটার ধোয়া অন্য দিকে সূর্য এর কিরণ অসাধারন একটি ভিউ ছিলো ফলে ছবি টি আমি তুলেছিলাম।


চিত্র-৫

IMG20220130162930.jpg

★ এটি একটি গ্রামিন অঞ্চলে শীতকালিন বিকেলে প্রকৃতির মাঝে ক্রিকেট খেলার দৃশ্য।চারিদিকে মেঘলা আকাশ এর মাঝে ছেলেরা ক্রিকেট খেলছে।


চিত্র -৬

IMG20210119091439.jpg

★ এটি হলো শীতকালিন প্রকৃতির খুব ভোরের একটি চিত্র।ছবিটি খুব ভোরে গিয়ে তুলেছিলাম আমি অনেক ঘনো কুয়াশা ছিল।আর প্রচুর ঠান্ডা।শীতকাল মানেই ঠান্ডা আর ঘনো কুয়াসা তারই এক বাস্তব রুপ।


চিত্র-৭

IMG_20220202_191444.jpg

★ এটি হলো চর অঞ্চলের একটি দৃশ্য প্রকৃতি পাল্টানোর সাথে এর মিল রয়েছে তাই ছবিটা তুলেছিলাম।যে রাস্তা দিয়ে গাড়ি টা যাচ্ছে এটা এক সময় পানিতে ডুবে থাকে আর মালামাল আনা নেওয়ার মাধ্যম তখন নৌকা এখন পানি শুকিয়ে তলানিতে তাই মহিষ এর গাড়ি চর অঞ্চলের প্রধান মাধ্যম যাতায়াত এর।


চিত্র-৮

IMG20210528181732.jpg

★ এটি হলো পরন্ত বিকেলে মেঘলা আকাশের শীতকালিন সময়ের একটি চিত্র।চারিদিকের আবহাওয়ায় বোঝাই যাচ্ছে যে শীত বইছে।শুকনা নদীতে নৌকা হাওয়ায় একাই দুলে চলেছে।


চিত্র-৯

IMG20220131164846.jpg

★ এটি শীত কালের সব থেকে পরিচিত দৃশ্য গাছে পাকা বড়ই। যা দেখলেই জিভে জলে ভরে যায়।প্রকৃতির এই অসাধারন রুপ মানুষ এর মনকে খুব সহজেই ভুলিয়ে দেয়।

বন্ধুরা এই ছিল আমার কালেকশন শীতকালিন প্রকৃতির চিত্র আশা করছি ভালো লাগবে সবার সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/quizzing.founders.oozy
Sort:  

আপনি শীতের সকালের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে বিশেষ করে শিশুদের যে কোন গ্রাফি আপনি করেছেন তো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও অসাধারণ শীতকালীন প্রাকৃতিক সৌন্দর্যের সবকিছু তুলে ধরেছেন ৷ সত্যি ফটোগ্রাফি গুলো অসাধারণ

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ 😍😍।
শীতকালে এই দৃশ্য গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।
তবে আমাদের গ্রামে এমন কিছুই নেই। ভাইয়া সত্যি আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ। প্রতিটি আরো দারুণ ভাবে দিয়েছেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ভাইয়া,,ছবিগুলো সত্যিই অসাধারণ। আমারোও খুব ইচ্ছে ছিলো কনটেস্ট এর অংশগ্রহণ করার,কিন্তুু আমি অন্য একটা কাজে ব্যস্ত থাকার কারণে এখানে অংশগ্রহণ করতে পারেনি।ধন্যবাদ।

 2 years ago 

বাহ অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি চোখ জুড়ানো। তবে বড়ই গুলো দেখে এখনই খেতে ইচ্ছে করছে। প্রতিযোগিতায় আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

সরিষা ফুল না থাকলে যেন শীতের প্রাকৃতিক দৃশ্য অসম্পূর্ণ থেকে যায়। সত্যিই অনেক সুন্দর হয়েছে আপনার তোলা সরিষা ফুলের ছবি। এছাড়া অন্য ছবিগুলোও বেশ ভালো হয়েছে। শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago (edited)

বাহ্ ভাইয়া আপনার নিজের হাতে তোলা শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66552.34
ETH 3451.80
USDT 1.00
SBD 2.65