😍😍DIY-এসো নিজে করি||রঙিন কাগজ দিয়ে "গিফট বক্স "(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য🦊🦊)||😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,আমি@ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শুধু কাগজ এবং ক্রাফট আঠা দিয়ে গিফট বক্স বানিয়ে দেখাবে। এটা আমার প্রথম ডাই প্রজেক্ট ভুল হলে ধরিয়ে দিবেন।চলুন শুরু করা যাক।



IMG20211009151830.jpg

IMG20211009151838.jpg

আমি এই গিফট বক্স বানানোর জন্য দুইটা কালার কাগজ ব্যাবহার করেছি হলুদ এবং সবুজ। সবুজ কালার দিয়ে আমি বক্স এবং হলুদ কালার দিয়ে বক্সের ঢাকনা বানিয়েছি।



গিফট বক্স বানানোর উপকরণ

  • রঙিন কাগজ ২ টা
  • ক্রাফট আঠা
  • স্কেল
  • কলম
  • কাইচি


IMG20211009142055.jpg

IMG20211009142351.jpg

IMG20211009142356.jpg

  • প্রথমে ২১ সে.মি লম্বা এবং প্রস্থ একটি কাগজ নেব এটা অবশ্যই মেপে নিতে হবে।এরপরে কাগজটি কে ৩ টি ভাগে ভাগ করবো এরপরে পেন্সিল দিয়ে দাগ টেনে নিব যাতে কাগজ টি কাটতে গেলে কোনো ছোট বড় না হয়।



IMG20211009142558.jpg

IMG20211009142717.jpg

  • কাগজ টিকে দুই সাইড থেকে কাটবো প্রথম যে পাস টা কাটবো ঠিক তার বিপরিত পাশে একই রকম কাটবো।এরপরে সুন্দর করে ভাজ করে নিব সব সাইড গুলো।



IMG20211009143414.jpg

IMG20211009143616.jpg

IMG20211009143639.jpg

IMG20211009143043.jpg

  • ভাজ করে এবার যে সাইডে কেটেছিলাম সেই কাটা খন্ড গুলো চিত্রে দেখানো উপয়ে আঠা মেরে লাগিয়ে দিব এভাবে অপর সাইডেও আঠা মেরে লাগিয়ে দিব।তাহলে হয়ে যাবে বক্স।



IMG20211009144123.jpg

IMG20211009144349.jpg

IMG20211009144500.jpg

  • বক্স এর পরে এবার ঢাকনা বানানোর পালা।ঢাকনা বানানোর জন্য ১২.৫০ সে.মি এর লম্বা এবং প্রস্থ একটি কাগজ নিব।এরপরে ঠিক একই ভাবে যেভাবে বক্স বানিয়েছি সেভাবে মাপ নিব তবে এটা মাপ নেওয়ার ক্ষেত্রে ভিন্নতা আছে।ঢাকনার কাগজ গুলো সাইড থেকে ২ সে.মি দাগ টেনে নিব বক্স বানানোর মতো করে।



IMG20211009144500.jpg

IMG20211009144615.jpg

IMG20211009144630.jpg

IMG20211009144813.jpg

IMG20211009144922.jpg

  • এরপরে বক্স বানানোর মতো এটাও কেটে নিব একই ভাবে। এরপরে চার কোনা আঠা দিয়ে চিত্রের মতো করে লাগিয়ে দিব।হয়ে যাবে নরলাম একটি ঢাকনা এরপরে এটির সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য আমি আরো কিছু যোগ করবো ঢাকনার উপর।


IMG20211009150205.jpg

  • ঢাকনার মাঝামাঝি সাইডে একটা করে দুইটা বর্ডার দিব।



IMG20211009150830.jpg

IMG20211009150451.jpg

  • এরপরে সুন্দর একটি ফুল বানাবো কাগজ দিয়ে।ফুল বানানোর জন্য আমাকে ০.৫০ সে.মি চওরা এবং ৮ সে.মি লম্বা ৪ টি বর্ডার কাটবো।



IMG20211009151011.jpg

IMG20211009151056.jpg

IMG20211009151118.jpg

IMG20211009151156.jpg

IMG20211009151327.jpg

  • এরপরে সেগুলোর এক কোনে আঠা লাগিয়ে গোল করে ফেলবো।কিছু সময় পরে চেপটা করে একটির উপর অন্যটি সুন্দর করে সাজিয়ে আঠাদিয়ে লাগিয়ে দিব হয়ে যাবে সুন্দর একটি ফুল।



IMG20211009151546.jpg

IMG20211009151611.jpg

IMG20211009151656.jpg

IMG20211009151746.jpg

IMG20211009151830.jpg

  • এরপরে টাই স্টাইলে একটি ফিতা বানাবো কাগজ দিয়ে সেটির দুই মাথা কিছুটা চুকা করে নিব এরপরে ঢাকনার উপর আঠা দিয়ে লাগিয়ে দিব। এরপরে ফুলটি ও আঠা দিয়ে লাগিয়ে দিব।এবং হয়ে যাবে সুন্দর গিফট বক্স।



অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার প্রথম ডাই প্রজেক্ট আশা করছি আপনাদের ভাল লাগবে।সবাই ভালো থাকবেন আপনাদের সাথ আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

গিফ্ট বক্সটি দেখে মনে হচ্ছিল কেউ আমার জন্যই গিফট কী নিয়ে এসেছে। কিন্তু আমি কাচের দেয়ালে বন্দি থেকে গিফট নিতে পারছিনা।
বেশ সুন্দর হয়েছে আপনার গিফট বক্স। আপনার হাতের কাজ বেশ সুন্দর। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভ কামনা রইলো।

 3 years ago 

বেশ দারুন সুন্দর একটা গিফট বক্স তৈরি করেছেন। ক্রিটিভিটি মানুষ আপনি। দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন। যেটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। এভাবে নিজেই যদি গিফট বক্স তৈরি করা যায় তাহলে তো আর বাইরে থেকে কেনার কোন প্রয়োজন হয় না ।
আর আপনি গিফট বক্স তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেটা দেখে খুব সহজেই এটি তৈরি করা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।আপনাদের ভাল লেগেছে এটাই আমার পাপ্তি। 😍

 3 years ago 

গিফট বক্স অনেক সুন্দর হয়েছে ভাই আমার অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

বাহ অনেক দক্ষতার সাথে রঙ্গিন পেপার দিয়ে একটি গিফট বক্স তৈরি করেছে। সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।ভালোবাসা নিবেন

অনেক সুন্দর হয়েছে তোমার কাগজের তৈরি গিফট বক্সটা। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছো। শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ কলিজার বন্ধু😁😍

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি "গিফট বক্স "অনেক সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন যা আমাদের বুঝতে সুবিধা হয়েছে।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার কাজটি, ধন্যবাদ আপনাকে ভাইয়া, আমাদের মাঝে এটি তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

সৃজনশীলতাই শক্তি।
খুব ভালো ছিল গিফট বক্স

আরও সুন্দর জিনিস দেখতে পাবো ইনশাআল্লাহ।

 3 years ago 

ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে।

খুব সুন্দর ভাবে গিফট বক্স তৈরি করছেন ভাইয়া।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই😍

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57960.12
ETH 2482.73
SOL 155.31
SBD 2.43