🦊🦊রঙিন কাগজ দিয়ে ফুল(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊❤️❤️

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ৪জ্যৈষ্ঠ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বুধবার
  • রঙিন কাগজ দিয়ে ফুল

হেলো বন্ধুরা

IMG_20220518_224808.jpg


সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে খুব সহজে রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তাহলে চলুন শুরু করা যাক।


যা যা প্রয়োজন

  • রঙিন কাগজ
  • স্কেল এবং কলম
  • কেচি

ধাপ-১

IMG_20220518_205415.jpg

বন্ধুরা প্রথমে আমরা একটি রঙিন কাগজ নিব এরপরে সেটাকে স্কোয়ার করে কেটে নেব যেন চার কোণা সমান হয়


ধাপ-২

IMG_20220518_205447.jpg

এরপরে দুই কোণা একই রকম ভাজ দিব এরপরে মাঝ থেকে ভাজ দিব দুই পাশেই মাঝ থেকে ভাজ দিতে হবে।


ধাপ-৩

IMG_20220518_205513.jpg

ভাজ দেওয়া হলে এবার ছাড়িয়ে ফেলবো তার পরে কোণা থেকে একটা করে ভাজ ভিতরে নিব নিয়ে সব গুলো চিত্রে দেখনো উপায়ে ভাজ দিয়ে দইব হয়ে যাবে তিন কোণা চিত্র।


ধাপ-৪

IMG_20220518_205604.jpg

সব গুলো ভাজ কম্পিলিট হলে এবার একটা ত্রিকন এর মতো চওরা হয়ে যাবে।এরপরে সেটার নিচে ফু দিলে ফুলে উঠবে এরপরে আমরা এটার চারিপাশ থেকে বারতি কাগজ গুলো কলার খোশা যেভাবে ছুলে সেভাবে ছুলে দিব।


ধাপ-৫

IMG20220518205144.jpg

IMG20220518205226.jpg

শেষ আলাদা কাগজ গুলো ছুলা হয়ে গেলে হয়ে যাবে একটি ফুল এরপরে ১০ সে.মি একটা লাঠি বানাবো এবং ফুলটি তার উপর গেথে দিব হয়ে যাবে রঙিন কাগজ এর ফুলের অরিগম।


Sort:  
 2 years ago 

বাহ ভাই ,রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন। আসলে আপনার ক্রিয়েটিভিটি যে কত উন্নত সেটা আপনার পোষ্টের মাধ্যমে প্রকাশ পেল আর এটি তৈরি করাতে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করাতে দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে সব মিলিয়ে দারুন একটি পোস্ট করেছেন । আপনার জন্য শুভকামনা রইল।

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল আর্ট করেছেন। এত সুন্দর করে ফুল আর্ট করা সম্ভব সেটা অনেক কষ্টসাধ্য। এত সুন্দর একটি ফুল আর্ট করতে হলে অনেক সময়ের এবং অনেক ধৈর্যের প্রয়োজন। সুন্দর একটি ফুল আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ছোট বেলায় খাতার পাতা দিয়ে এই ফুলটি প্রায় সময় বানাইতাম, বেশ ভালো লাগতো আমার ফুল গুলো তৈরি করে আবার ছেলে মেয়েদের দিয়ে দিতাম, যাই হোক আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলটি তৈরি করেছেন, ফুলটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে, ফুল তৈরির ধাপ গুলো অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন।এরকম কারুকাজগুল আমার কাছে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে এরকম একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন এবং অনেক সহজে করেছেন কিন্তু অনেক ইউনিক মনে হয়েছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ভাইয়া আপনার তৈরি রঙিন কাগজের ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি খুবই নিখুঁত করে রঙিন কাগজ দিয়ে ফুল টি কে তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে ধাপে ধাপে ফুল তৈরি করা দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এরকম ফুল ছোটবেলায় অনেক বানিয়েছি। আপনার ফুল দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। ফুলটা দেখতে খুব ভালো লাগছে।

 2 years ago 

রঙিন কাগজের ফুল দেখতে খুব সুন্দর হয়েছে। আর আপনি প্রতিটি ধাপ এতো সুন্দর করে ছবি তুলে আবার উপস্থাপন করেছেন সত্যি দারুণ এক কথায়।
ধন্যবাদ আপনাকে ভাই যত্ন সহকারে ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সহজে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে রঙিন কাগজের এত সুন্দর একটি ফুল উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমিও এরকম ফুল তৈরি করতে পারতাম ছোটবেলা, এখনো চেষ্টা করলে পারব রঙিন কাগজ ব্যবহার করেছেন অসম্ভব রকম সুন্দর লাগছে ফুলটি, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48