"সার্ভিস হোল্ডার"নাটক রিভিউ(10% beneficiar of @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

Screenshot_2021-09-03-15-45-37-54.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বন্ধুরা আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর শিক্ষণীয় একটি নাটক রিভিউ করবো।আশা করছি এটা আপনাদের ভালো লাগবে।নাটকটির নাম "সার্ভিস হোল্ডার"।তাহলে চলুন শুরু করা যাক।



নাটক বা মুভির কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

রচনা:বিন্দাবন দাস
পরিচালক:সালাউদ্দিন লাভলু
মুক্তি:১৬ নভেম্বর ২০১৬
ভাষা:বাংলা
লেবেল:জি সিরিজ
অভিনয়ে: চঞ্চল চৌধুরী,সাদিয়া জাহান প্রভা বিন্দাবন দাস,শাহনাজ খুশি,শামিম জামান,আ খ ম হাসান।

এই নাটকটিতে দেখানো হয়েছে কিভাবে একজন মানুষ কামলা খেটে সে নিজে না খেয়ে ছোট ভাইকে মানুষ করেছে।ছোট ভাই পোড়াশনা শেষ করে সরকারি বড় পোস্টে সার্ভিস হোল্ডার এর চাকুরি করে। আর এখন সেই কামলা খেটে খাওয়া ভাইটিকে ভুলে গিয়েছে ভুলে গিয়েছে নিজের শিকর কে ভুলে গিয়ে সে এখন বিশাল বড়লোক আর তারই চিত্র সালাউদ্দিন লাভলু স্যার তুলে ধরেছেন এই নাটকের মাধ্যমে।



Screenshot_2021-09-03-15-42-03-23.jpg

সারসংক্ষেপ বা মূল কাহিনী:

নাটকটির শুরুতে দেখা যাবে একটি লাল গাড়ীতে চরে চঞ্চল চৌধুরী(মোজাম্মেল)গ্রামের বাসায় আসছেন।গাড়ী থামলে তার স্ত্রী রেশমা নিজে থেকেই নেমে যায় এতে মোজাম্মেল রেগে যান।তিনি ড্রাইভার কে ধমক দেন। এরপরে তার বড় ভাই দ্রুত মাঠ থেকে দোরে চলে আসেন গাড়ির কাছে। রেশমা বড় ভাইকে দেখে সালাম করতে গেলে মোজাম্মেল একটু রেগে জান এরপরে তারা বাসায় চলে আসে।বাড়ীর মধ্যে মোজ্জামেল এর ভাবি দারিয়ে তাকে রেশমা জরীয়ে ধরতে গেলে তিনি বলে উঠেন আমার শরিরে মাটি তোমার শরিরে লেগে যাবে । রাতের খাবার সময় বড় ভাই ছোট ভাইয়ের কথা চিন্তা করে খাওয়ার টেবিল থেকে শুরু করে যাবতিয় জিনিস এলাকার একটি মাস্টার বাড়ী থেকে নিয়ে এসেছেন।তবুও মজাম্মেল এর রাগ হয় চামচ না থাকায়।বড় ভাইকে ইচ্ছা মতো বকা দেন তিনি।যা শুনে বড় ভাই খুবই কষ্ট পান।বড় ভাইয়ের দুইটা ছেলে ছোটু মটু তারা তাদের চাচার কাছে যেতে চান না কারন চাচার কাছে গেলেই তাদের চাচা পড়া ধরে শুধু।যাক পরের দিন মজাম্মেল এর বন্ধু বদিউজ্জিন (ব্যাকা)সে তার খোজে আসে এরপরে মোজাম্মেল তার ড্রাইভার কে সাথে নিয়ে গ্রাম ঘুরে দেখে।মোজাম্মেল এর বন্ধু ব্যাকা মোজাম্মেল কে ছোট বেলার নামে (মৌজা) ডাকায় মোজাম্মেল রেগে যায় এবং তাকে স্যার ডাকতে বলে।যা বন্ধুর মনে খুব কষ্ট দেয়।এরপরে মোজাম্মেল বাসায় এসে দ্রুত রেশমাকে বলে ব্যাগ প্যাক গুছাতে তারা গ্রাম ছেড়ে চলে যাবে।অইদিকে ব্যাকা সে মোজ্জামেল এর বড় ভাইয়ের কাছে কান্না করছে আর সব কথা বলছে এটা রেশমা শুনে ফেলে এবং বলে আমাকে পুরো ঘটনা বলেন।ব্যাকা পুরো ঘটনা বলেন কতো কষ্ট করে মোজাম্মেল কে তার ভাই পড়াশোনা করিয়েছেন নিজে প্রাথমিকে বৃত্তি পেয়েও আর পড়েন নাই ভাইকে পড়াতে হবে আর সেই ভাই আজ নিজের শিকর কে অস্বিকার করছে।এটা শুনে রেশমা খুবই কান্না করলো।এদিকে মোজাম্মেল এর বর ভাইয়ের কান্না দেখে আমি নিজেই কেঁদেছি সত্যি শেষ টা অত্যান্ত বেদনা ময় ছিলো।যাবার শেষে রেশমা মোজ্জামেল এর বড় ভাইকে বলে যায় আমার সন্তান হলে আপনার এখানে রেখে যাবো তাকে ছাচ্চা কৃষক বানিয়ে দিবেন এতে তার বাবার ঋন কিছুটা মিটবে।

Screenshot_2021-09-03-15-41-46-88.jpg



শিক্ষাঃ

নাটকটি থেকে অনেক কিছু শিক্ষার বিষয় আছে।কোন পেশাকেই ছোট করে দেখা যাবে না।আর টাকা পয়শা থাকলেই বা হাজার ডিগ্রি থাকলেই সে মানুষ হয় না।মানুষ হতে হলে অবশ্যই তাকে সবাইকে সম্মান দেওয়াটা শিখতে হবে সেহ্ন করা শিখতে হবে।নাকটির সাথে ঘটে যাওয়া ঘটনা এখন সচরাচর ঘটে চলেছে।কেউবা বাবা মাকে নিয়ে ঘটাচ্ছেন আবার কেউবা ভাই কে নিয়ে।বাবা-মা, ভাই এদের ঋন শোধ করা সম্ভব নয়।মোজাম্মেল এর সাথে তার বড় ভাই যেটা করেছে তার প্রতিদান মোজাম্মেল দিতে পারবে না কখুনই।



ব্যক্তিগত মতামতঃ

নাটকটি অত্যান্ত সুন্দর ছিলো, সালাউদ্দিন স্যার বিন্দাবন স্যার তারা যেভাবে বাস্তব কে ফুটিয়ে তুলেছে এটা আসলেই অনেক সুন্দর ছিলো।আর এ ধরনের ঘটনা এখন প্রায়ই দেখা মিলে।শামিম জামান এবং আ খ ম হাসান এদের দুইজনের অভিনয়টা অসাধারন ছিলো।আর চঞ্চন চৌধুরির কথা কি বলবো তিনি তো মাস্টারপিস।



ব্যক্তিগত রেটিংঃ

নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই এটা আমি ১০/১০ দিলাম।



উপরের ব্যাবহৃত ছবিগুলো স্কিন সট থেকে নেওয়া

মুভি বা নাটকের লিংকঃ

Sort:  
 3 years ago 

ছোট ভাইকে নিজের সবটুকু দিয়ে মানুষ করে বড় ভাই। কিন্তু পরে ছোট ভাই তার বড় ভাইকে ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা পাই। এটা খুবই কষ্টের হলেও এটা আমাদের সমাজের সাধারণ একটি বিষয়। এই নাটকে চঞ্চল চৌধুরী এবং বিন্দাবন দাস অসাধারণ অভিনয় করেছে। নাটকটার খুব সুন্দর একটি রিভিউ করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই💖💖💖শুভ কামনা রইলো

 3 years ago 

🙂🙂

 3 years ago 

পৃথিবীতে এমন হয়। মূল কথা মানুষকে উপকার করলে সেই উপকারের উপকারিতা কৃতজ্ঞতা স্বীকার করে না। আর এটাই হল বাস্তব কথা

 3 years ago 

জী ভাই সঠিক বলেছেন।ধন্যবাদ শুভ কামনা।

এ নাটকে অনেক শিক্ষানীয় বিষয় নিয়ে রয়েছে। মানুষ শিক্ষিত হলে শুধু হয়না স্বশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। সুন্দর রিভিউ দিয়েছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভ কামনা রইলো।

নাটকটি আমি দেখিনি, আপনার রিভিউ দেখে এটা দেখার আগ্রহ জাগলো।তাছাড়া সালাউদ্দিন লাভলুর নাটক গুলো খুব ভালো লাগে আমার কাছে।নাটকটি আমি খুব শীগ্রই দেখবো।ফ্রী টাইমে😎

ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেউ অনেক ধন্যবাদ এবং শুভ কামনা ভাই।

সার্টিফিকেট শিক্ষা অর্জন করার নামই শিক্ষা নয়। বরং সুশিক্ষায় নিজেকে গড়ে তোলার নাম শিক্ষা। যা নাটকটিতে প্রকাশ পাই। সুন্দর ভাবে রিভিউটা দিয়েছেন। শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

 3 years ago 

খুবই শিক্ষনীয় একটি নাটক। অনেক তর্থ ভিঠিক একটা কন্টেন্ট। অনেক কিছু নতুন করে জানতে পারলাম।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ এবং শুভ কামনা দাদা

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49