নাটক রিভিউ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ।চলুন তাহলে শুরু করি আমার আজকের ব্লগ।


গুরুত্বপূর্ণ তথ্য

নাটকরিভিউ
নামকুঞ্জুস
পরিচালকমহিদুল মহিম
অভিনয়েমুশফিক ফারহান,তানজিন তিসা আরো অনেকে
রিলিজড৩ জানুয়ারি
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
ডুরেশন৪৯ মিনিট

নাটক লিংক:


কাহিনী সংক্ষেপ

Screenshot_2023-01-04-22-34-49-25.jpg

Screenshot_2023-01-04-22-23-57-25.jpg

Screenshot_2023-01-04-22-23-37-95.jpg

Screenshot_2023-01-04-22-23-22-55.jpg

ফারহান একজন দোকানি তার নিজস্ব একটা ছোট দোকান আছে সে এবং তার স্ত্রী সেই দোকান চালায়।সেখানে চা, পান সিগারেট সহ মুদি সামগ্রি পাওয়া যায়।একদিন সকালে ফারহান বসে রেডিও তে খবর শুনছে তার বউ জামা কাপর রোদে দিচ্ছে এরপরে সে দেখে তার বউ অনেক শেম্পু করেছে বলে রাখি ফারহান অত্যন্ত কিপটা।


Screenshot_2023-01-04-22-36-09-21.jpg

Screenshot_2023-01-04-22-35-57-81.jpg

Screenshot_2023-01-04-22-35-20-46.jpg

ব্যবহিত চিত্র গুলো ইউটিউব এর স্কিনশর্ট থেকে নেওয়া

ফারহানের তিনটা মেয়ে, একদিন ফারহানের শশুর অনেক সবজি,ফল নিয়ে ফারহানের শালিকার বাসায় যাবে তার শশুর কিন্তু ফারহান জিনিস গুলোর কথা শুনে দ্রুত একটা ভ্যান নিয়ে তাকে নিজেদের বাসায় নিয়ে চলে আসে।এরপরে বউ বাজারে জেতে বললে ফারহান যেতে চায়না।এরপরে বাজারে যায় কিন্তু জিনিস পত্রের প্রচুর দাম থাকায় সে এক পিচ ডিম কিনে বাসায় আসে হাহাহ।


এরপরে ডিম টা রান্না করে শশুর এর থালায় দিলে সেই ডিম শশুর জামায়ের প্লেটে দিয়ে দেয়।এরপরে জামাই খেতে গেলে তখন বউ তাকে রাগ দেখায় এবং পরে ডিম দিয়ে দেয়।অনেক দিন পরে ফারহানের বউ এর পেটে ব্যাথা হয় এরপরে ফারহান বউকে নিয়ে ডাক্তার এর কাছে যায় ডাক্তার রোগ ধরে তার বউ এর পেটে টিউমার হয়েছে।


অনেক টাকা লাগবে এরপরে ফারহান অনেকের কাছে টাকা চায় কিন্তু কেউ তাকে টাকা দিতে রাজি হয়না।অনেক কষ্টে সে টাকা ম্যানেজ করে এরপরে অপারেশন শুরু হয়। এবং তার বউ আবার সুস্থ হয়ে যায়।


নিজের মতামত

নাটক টা কৃপনতা কে নিয়ে বানানো হয়েছে।তবে সব সময় বা সব বিষয়ে কৃপনতা করা উচিত নয়।যেমন নিজেদের একটা মান সম্মান এর জায়গাতে আবার অসুস্থতার কাছে কখুনোই কৃপনতা কাম্য নয়।ফারহান তার বউ এর অসুস্থতার কাছে কৃপনতা করেছে তাই একটা সময় রোগ টা বড় হয়ে যায় এবং অনেক টাকা পয়শা লাগে আগে থেকে এই বিষয়ে যদি সে জানতো ট্রিটমেন্ট করতো তাহলে সমস্যা হতো না।তাই আমি বলবো সব কিছুতে কৃপনতা নয়।


Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার নাটকের রিভিউ পড়ে তো খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। এই নাটক কখনো দেখা হয়নি কিন্তু আপনার রিভিউ পড়ে খুব বেশি লাগলো। আমি আবার তানজিন তিশার নাটক অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি একটি বাংলা নাটকের রিভিউ শেয়ার করেছেন। নাটক রিভিউ পড়তে আমার ভাল লাগে। কঞ্জুস নাটক এর রিভিউ পড়ে বুঝলাম সবসময় কৃপণতা করতে হয় না। ফারহান এবং তানজিন তিশা খুব ভাল অভিনয় করে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নাটকটা দেখব দেখব বলে এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে অনেক বেশি লোভ হচ্ছে নাটকটি দেখার, আর খুব শীঘ্রই দেখে নেব। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে নাটকের রিভিউ ভীষণ ভালো লাগে। খুবই মনোযোগ দিয়ে পড়েছি আপনার নাটকের রিভিউ পোস্ট। আসলেই এই নাটক থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিক্ষা পেয়েছি যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্যি সব সময় বা সব বিষয়ে কৃপণতা করা উচিত নয়। আমার কাছে এমনিতেই ফারহানের নাটক ভীষণ ভালো লাগে। তার অভিনয় একদম পারফেক্ট। যাইহোক ধন্যবাদ সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64