বঙ্গবন্ধু রেল জাদুঘর পরিদর্শন(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৩ ভাদ্র
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • শনিবার
  • বঙ্গবন্ধু রেল জাদুঘর পরিদর্শন

হেলো বন্ধুরা

IMG_20220826_101006.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে বঙ্গবন্ধু রেল জাদুঘরে কাটানো কিছু মুহূর্ত চলুন শুরু করি তাহলে।

IMG20220825165337.jpg

IMG_20220826_101343.jpg

IMG_20220826_101249.jpg

IMG20220825165101.jpg


IMG20220825173520.jpg

IMG20220825173538.jpg

গত কাল সকালে আমার ছোট বোন আমাকে বলছিল যে তাদের নাকি স্কুল থেকে বঙ্গবন্ধু রেল জাদুঘরে নিয়ে যাবে এটা ডিজিটাল কয়েকদিন করে একটা স্টেশনে রাখা হবে এভাবে। এটা খুবই দারুন একটি উদ্যেগ এই রেল জাদুঘরের জন্য আমাদের ছোট ভাই বোন সবাই জানতে পারবে যে ভাষার জন্য এক মাত্র জাতি হিসাবে আমরা কত কি করেছি।


আমার ছোট বোন বাসায় না থাকায় সে তার বন্ধুদের সাথে যেতে পারিনি দেখতে তাই আমি নিজে তাকে এবং আমার মামাতো বোন কে সাথে নিয়ে জাদুঘর টা দেখতে গিয়েছিলাম।আমার আরো কিছু বন্ধুরা আসবে তাই আমি তাদের অপেক্ষায় স্টেশনে বসে থাকি আমার বোন রাও স্টেশনে বসে থাকে।অনেক সময় অপেক্ষার পরে আমার বন্ধুরা আসলো।এরপরে আমরা সেই জাদুঘরে যাবার জন্য লাইনে দারালাম অনেক ভীর ছিল।

IMG20220825174222.jpg

IMG20220825174213.jpg

IMG20220825174228.jpg

IMG20220825174306.jpg

IMG20220825174141.jpg

IMG20220825174327.jpg

IMG20220825174317.jpg


অনেক ভীরের মধ্যে আমরা উঠতে পারলাম এরপরে ভেতরে গিয়ে দেখি বিভিন্ন ধরনের সরঞ্জাম, বঙ্গবন্ধুর চশমা,কোট,জাতীয় সংসদ ভবন আরো অনেক অনেক চিত্র যেগুলো বলে শেষ করা যাবেনা একটা পুরো বগিতে জাদুঘর করেছে এই মাথা থেকে অই মাথা অবদি ঘুরতে শুরু করলাম এবং বোনদের সাথে সেল্ফি উঠলাম খুবই ভালো লাগছিলো বিষয় টা আপনাদের সাথে শেয়ার করে আরো ভালো লাগলো।।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/listed.fillings.error
Sort:  
 2 years ago 

বঙ্গবন্ধু রেল জাদুঘরে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। দেখে খুব ভালো লাগলো পোস্টটির মাধ্যমে খুব সুন্দর করে ফটোগ্রাফি এবং বর্ণনা উপস্থাপন করেছেন। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলে সত্যি ভাই বিষয়টি আমার একদম জানাই ছিল না, যে জাদুকর রেলের মধ্যে রয়েছে তবে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় রেলের মাধ্যমে প্রদর্শনীটা আসলে খুবই চমৎকার একটা আইডিয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে আইডিয়াটা আর আমার বিশ্বাস এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এই বঙ্গবন্ধুর রেল জাদুকর পরিদর্শনের বিষয়টি শেয়ার করার জন্য।

 2 years ago 

বঙ্গবন্ধু রেল জাদুঘরে যাবার সৌভাগ্য আমার কোন সময় হয়নি কিন্তু আপনি সেখানে চমৎকার কিছু মুহূর্ত অতিবাহিত করে আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনি সেখানে গেলেন আর সেই জিনিসগুলো আমাদের মাঝে শেয়ার করলেন এতে করে দেখা গেল আমরা সেখানে না গিয়েও সেখানে কি কি রয়েছে সেগুলো খুব সহজেই দেখতে পেলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68559.31
ETH 2695.07
USDT 1.00
SBD 2.73