😍😍কবিতা আবৃতি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
  • ৩০ চৈত্র
  • ১৪২৮বঙ্গাব্দ।
  • বৃহস্পতিবার
  • কবতা আবৃতি

IMG_20220406_145301.jpg

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে নববর্ষ উপলক্ষে একটি কবিতা আবৃতি। আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক।


১৪২৮ কে বিদায় দিয়ে আজ আমরা ১৪২৯ বঙ্গাব্দ কে বরণ করে নিলাম।নববর্ষ এর অনেক অনেক শুভেচ্ছা রইলো সবার প্রতি স্বাগতম জানায় ১৪২৯ কে।এই দিনটি বার বার ফিরে আসুক বাঙ্গালির ঘরে আর বাঙালি মানেই আবেগি তাইতো বৈশাখ কে কতো শত আয়োজনে করা হল বরণ।


লিংক


নববর্ষে

রবীন্দ্রনাথ ঠাকুর


নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত।

আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
অন্তরে আমার,
সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
ভুলিব আবার।
তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে
অধমের করিয়ো বিচার।
আজি নব-বরষ-প্রভাতে
ভিক্ষা চাহি মার্জনা সবার।

আজ চলে গেলে কাল কী হবে না-হবে
নাহি জানে কেহ,
আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
আজিকার স্নেহ।
যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে,
অন্ধকারে ঢেকে যায় গেহ–
আজ এসো নববর্ষদিনে
যতটুকু আছে তাই দেহ।

বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমা তার নাই,
কত দেশ আছে!
কোথা হতে কয় জনা হেথা এক ঠাঁই
কেন মিলিয়াছে?
করো সুখী, থাকো সুখে প্রীতিভরে হাসিমুখে
পুষ্পগুচ্ছ যেন এক গাছে–
তা যদি না পার চিরদিন,
একদিন এসো তবু কাছে।

সময় ফুরায়ে গেলে কখন আবার
কে যাবে কোথায়,
অনন্তের মাঝখানে পরস্পরে আর
দেখা নাহি যায়।
বড়ো সুখ বড়ো ব্যথা চিহ্ন না রাখিবে কোথা,
মিলাইবে জলবিম্ব প্রায়–
একদিন প্রিয়মুখ যত
ভালো করে দেখে লই আয়!

আপন সুখের লাগি সংসারের মাঝে
তুলি হাহাকার!
আত্ম-অভিমানে অন্ধ জীবনের কাজে
আনি অবিচার!
আজি করি প্রাণপণ করিলাম সমর্পণ
এ জীবনে যা আছে আমার।
তোমরা যা দিবে তাই লব,
তার বেশি চাহিব না আর।

লইব আপন করি নিত্যধৈর্যতরে
দুঃখভার যত,
চলিব কঠিন পথে অটল অন্তরে
সাধি মহাব্রত।
যদি ভেঙে যায় পণ, দুর্বল এ শ্রান্ত মন
সবিনয়ে করি শির নত
তুলি লব আপনার ‘পরে
আপনার অপরাধ যত!

যদি ব্যর্থ হয় প্রাণ, যদি দুঃখ ঘটে–
ক’দিনের কথা!
একদা মুছিয়া যাবে সংসারের পটে
শূন্য নিষ্ফলতা।
জগতে কি তুমি একা? চতুর্দিকে যায় দেখা
সুদুর্ভর কত দুঃখব্যথা।
তুমি শুধু ক্ষুদ্র একজন,
এ সংসারে অনন্ত জনতা।

যতক্ষণ আছ হেথা স্থিরদীপ্তি থাকো,
তারার মতন।
সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো
করিয়া যতন।
যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পার যদি,
পরাভব করে আক্রমণ,
কেমনে মরিতে হয় তবে
শেখো তাই করি প্রাণপণ।

জীবনের এই পথ, কে বলিতে পারে
বাকি আছে কত?
মাঝে কত বিঘ্নশোক, কত ক্ষুরধারে
হৃদয়ের ক্ষত?
পুনর্বার কালি হতে চলিব সে তপ্ত পথে,
ক্ষমা করো আজিকার মতো–
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত।

ওই যায়, চলে যায় কালপরপারে
মোর পুরাতন।
এই বেলা, ওরে মন, বল্ অশ্রুধারে
কৃতজ্ঞ বচন।
বল্ তারে– দুঃখসুখ দিয়েছ ভরিয়া বুক,
চিরকাল রহিবে স্মরণ,
যাহা-কিছু লয়ে গেলে সাথে
তোমারে করিনু সমর্পণ।

ওই এল এ জীবনে নূতন প্রভাতে
নূতন বরষ–
মনে করি প্রীতিভরে বাঁধি হাতে হাতে,
না পাই সাহস।
নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু–
এসো এসো নূতন দিবস!
ভরিলাম পুণ্য অশ্রুজলে
আজিকার মঙ্গলকলস।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার এই কবিতা টি খুব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি লাইন আবৃত্তি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ভাই আপনি অসাধারণ কবিতা আবৃত্তি করেছেন। এবং কবিতাটি শুনে খুবই ভালো লাগলো। ভাই সবসময় এভাবে আমাদেরকে কবিতা উপহার দিয়ে যাবেন।

তবে ভাইয়া আপনার কবিতার হেডলাইন টা ভুল আছে। যত তাড়াতাড়ি পারেন সেটা ঠিক করে নিলে ভালো হবে।

 2 years ago 

পরবর্তী কোন অসাধারণ আবৃত্তি শোনার জন্য অপেক্ষায় থাকলাম। আজকের আবৃত্তিটা বেশ চমৎকার ছিল।

 2 years ago 

আপনার কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে এই কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি আমার কাছে ভালো লেগেছে। দারুণভাবে কবিতা আবৃতি করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাহ দারুণ। নববর্ষের দিন বিশ্বকবির নববর্ষ কবিতা আবৃত্তি খুব সুন্দর। অনেক সুন্দর আবৃত্তি আবৃত্তি করেছেন ভাই। অনেক সুন্দর কবিতা এটা। আপনার জন্য শুভকামনা নতুন বছর যেন আপনার ভালো কাটে। আপনার জন্য শুভকামনা।।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো অনেক সুন্দর কবিতা বলতে পারেন। আপনার কবিতা শুনে আমার অনেক ভালো লাগলো ভালো। এই নববর্ষের দিনে এরকম কবিতা শুনতে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে নববর্ষের কবিতাটি আবৃত্তি করেছেন। অনেক ভালো লাগলো আমার কাছে। কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলা আমার কাছে খুবই ভালো লাগে ।।আপনি খুবই সুন্দরভাবে নববর্ষে কবিতাটি আবৃতি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।। ভালো ছিল কবিতা আবৃত্তি।। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই💝

 2 years ago 

ভাইয়ের সুন্দর হয়েছে আপনার কবিতা আবৃতি টি। খুব সুন্দর করে আপনি কবিতাটি আবৃত্তি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে কবিতা পেতে চাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67024.68
ETH 3312.25
USDT 1.00
SBD 2.74