😍😍বাংলা নাটক"শুন্য পাতার চিঠি"রিভিউ(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ০৮মাঘ
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শনিবার
  • "শুন্য পাতার চিঠি" নাটক রিভিউ

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগ একটি নাটক রিভিউ।বন্ধুরা আমরা অনেক নাটক সিনেমা দেখে থাকি এর মধ্যে যেগুলো আমাদের বেশি ভালো লাগে এবং শিক্ষণীয় লাগে। সেই নাটক গুলো আমরা চায় অন্যরাও দেখুক এবং সেখান থেকে কিছু টা জানতে পারুক।এমনি একটি নাটক নিয়ে হাজির হলাম।নাটকটির নাম "শুন্য পাতার চিঠি"চলুন শুরু করা যাক।


নাটকটির গুরুত্বপূর্ণ কিছু তথ্য

নাটকরিভিউ
নাটকশুন্য পাতার চিঠি
অভিনয়েএ্যালেন শুভ্র,মিষ্টি জাহান
লেখকমনতাহা বিত্তা
পরিচালকসাইদুর রহমান রাসেল
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
ডুরেশন৫৬ মিনিট ৪৩ সেকেন্ড
রিলিজড৫ আগস্ট ২০২০

নাটক লিংক:


কাহিনী সংক্ষেপ

Screenshot_2022-01-22-09-31-58-83.jpg

Screenshot_2022-01-22-09-31-32-98.jpg

Screenshot_2022-01-22-09-31-13-14.jpg

Screenshot_2022-01-22-09-26-29-07.jpg

আলো নামের একটি অন্ধ মেয়ে যে মামার বাসায় থেকে বড় হচ্ছে ছোট বেলায় মা মাড়া যান এবং পরে বাবা বিদেশে পারি জমায় এর পরে আর দেশে আসে না।ওখান থেকেই আলোর জন্য টাকা পাঠান এবং সে মামার বাসায় থাকেন।প্রতিটা দিন আলো রাস্তায় তার বাবার চিঠির অপেক্ষায় দারিয়ে থাকে এবং যখনি চিঠি ওয়ালা আসে তখনি সে বলতে শুরু করে চিঠি ওয়ালা আলো নামে কোনো চিঠি আসছে নাকি।চিঠি ওয়ালা খুজেও আলো নামের কোনো চিঠি পাইনা।


আলোর বাবা কিছুদিন আগেও নিয়মিত খোজ নিত টাকা পাঠাতো কিন্তু এখন কোনো সমস্যার জন্য যোগাযোগ নেই এটা দেখে তার মামি তাকে খুব অবহেলা করে নিজের মেয়েকে ভালো খাবার জামা কাপর দিলেও আলোকে কিচ্ছু দেয়না।প্রতিদিন রাস্তায় চিঠির জন্য দাঁড়িয়ে থাকতে দেখে চিঠি ওয়ালা এই কষ্ট আর সহ্য করতে না পেরে পরের দিন সে নিজেই শুন্য পাতার একটি চিঠি নিয়ে আসে।এবং নিজের মতো করে পরে আলোকে শোনায়।

Screenshot_2022-01-22-09-35-04-27.jpg

Screenshot_2022-01-22-09-33-58-10.jpg

Screenshot_2022-01-22-09-33-35-43.jpg

Screenshot_2022-01-22-09-33-14-65.jpg

Screenshot_2022-01-22-09-32-34-49.jpg


এভাবে একদিন দুইদিন যাওয়ার পরে চিঠি ওয়ালা তার বাবার সত্যি চিঠি পেয়ে যায়।এবং আলোকে বলে আলোর প্রথমে কিছুটা খারাপ লাগলেও পরে ভালো হয়ে যায়।আলো এবং চিঠি ওয়ালার মধ্যে ভালো একটা সমর্পক হয়ে যায়।আলোকে সে রং চেনায় নিজের মতো করে।তাদের এই ভালোবাসা তার চাচি দেখে ফেলে।


এরপরে গ্রামের এক মধ্যবয়সি লোকের সাথে আলোর বিয়ে ঠিক করে ফেলে। চিঠি ওয়ালা এটা শুনে তাদের বাসায় চলে আসে।আলোর মামা চিঠি ওয়ালার পক্ষে থাকলেও মামি পক্ষে না।আর মামি কে সবাই ভয় পায়।একটা পর্যায় চিঠি ওয়ালা কে মারধর করা হয়।এরপরে বিয়ের দিন রাতে চিঠি ওয়ালা তাদের সামনে আসে এবং বলে আমি যেহেতু আলোকে পাচ্ছি না।তাহলে আমার এই চোখ দুটো আলোর জন্য দিতে চায় আলো আমার চোখ দিয়া দুনিয়া দেখবো এটাই আমার কাছে ভালো লাগবে।এরপরে সত্যি চিঠি ওয়ালা তার চোখ দুটো আলোকে দিয়ে দেয় এবং সে কষ্টে শোকে নদী বেয়ে হারিয়ে যেতে থাকে।


শিক্ষা:

নাটকটির মধ্যে দুটো জিনিস খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।একটি হলো সার্থপরতা এবং অন্যটি হলো ন্বিসার্থ ভালোবাসা।আলোর বাবা টাকা পাঠানো বন্ধ করে দিলে তার প্রতি শুরু হয় অবহেলা এমনিতেই সে অন্ধ তার উপর এমন অবহেলা।মানুষের পাশে সব সময় থাকা উচিত সুসময় -দুঃসময় তবেই মানুষকে ভালো বাসা যায়।অন্যদিকে চিঠি ওয়ালা তার ভালোবাসা দিয়ে অন্ধ আলোর মনে ফুল ফোটায় কিন্তু ফুলটা শেষ অবদি তার থাকে না।ভাগ্যের কাছে হেরে যায় দুজন।কিন্তু সৃতি হিসাবে রাখতে চিঠি ওয়ালা তার চোখ দুটো আলোকে দিয়ে দেয়।এই ভালোবাসা অমর।আর ভালোবাসাকে কেউ কখুনো পরিমাপ করতে পারে নায়।



ব্যক্তিগত রেটিং

নাটকটিকে আমি আমার কাছে সেরা স্থান দিব আমি ১০/০৯ দিলাম


বন্ধুরা নিজের মতো করে নাটকটির গল্প সংক্ষেপে উপস্থাপন করেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর নাটকটি দেখলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন।সবাই ভাল থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

Sort:  
 2 years ago 

শূন্য পাতার চিঠি নাটকটি এখনো দেখা হয়নি । তবে আপনার নাটকের রিভিউটি পড়ে ধারণা পেয়ে গেছি। চিঠিওয়ালা তার দুচোখ দিয়ে আলোকে ভালবাসার প্রতিদান দেয় । নাটকের এই শিক্ষণীয় দিকটাই খুব ভাল ছিল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

এই নাটকটি আমি অনেক দেখেছি অসম্ভব সুন্দর একটি নাটক। আপনার রিভিউটি পড়ে খুব ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনাদের কাছ থেকেউ শিখছি এবং শিঝে চলেছি।😍

 2 years ago 

নাটকটি এখনও দেখা হয়নি। আপনি এত সুন্দর করে রিভিও লিখেছেন যে দেখার জন্য খুবই আগ্রহ জমেছে মনে । অবশ্যই দেখবো। ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য ।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

আমি ভাল না বুঝলেও,আঁচ করছি যে,এটা ভাল কিছু। উপাস্থাপন অনেক ভাল ছিল। সুন্দর সাজিয়েছেন। পড়লেও মনে থাকনা। এটা একটা বড় দোষ আমার।অনেক ভালো ছিল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

আসবেন

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15