🦊🦊😍😍লং ড্রাইভ(বাইক ভ্রমন)(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১২ ফাল্গুন
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শুক্রবার
  • লং ড্রাইভ

IMG_20220225_222204.jpg

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন। অবশ্য আমাদের একটা জিনিস নিয়ে দুঃখ সবার মাঝেই কাজ করছে সেটা হলো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ। এটা আসলে অনেক দুঃখ জনক একটা ঘটনা আমরা কেউ রক্ত চাইনা আমরা চাই সম্মিলিত ভাবে বাচতে বাচাতে।আমি @ashik333 বাংলাদেশ থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে চলুন তাহলে শুরু করা যাক।


যাত্রা পথে

IMG20220225105903.jpg

IMG20220225105828.jpg

বন্ধুরা আমরা নতুন জায়গা ভ্রমন করতে অনেক বেশি পছন্দ করি আর সেটা যদি হয় দুরুত্বের তাহলে তো আরো বেশি ভালো লাগে।হ্যা বন্ধুরা আজ আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশের জেলা ঝিনাইদহতে।আমাদের প্লানিং হঠাৎ করেই হলো এতো দুরের পথে যাওয়া।অবশ্য আমরা প্রতি ছুটির দিনেই এভাবে ঘুরতে যায় তবে এতো দূরে বাইক নিয়ে যাওয়া হয়নি আজ আমরা ভোরে প্লানিং করি যাওয়ার জন্য।আমাদের এক বন্ধুর কাকুর বাসা সেখানে।


কাকুর বাসা থেকে আস-পাশ ঘুরবো আমরা।সকাল ১০ টার পরে দুটো বাইক নিয়ে বেড়িয়ে পরি অনেক দুরের পথ তাই সকাল সকাল বের হয়।আজ আবার জুম্মার দিন নামাজ আদায় করতে হবে।বন্ধুর কাকুর মুখে শুনেছিলাম সেখানে নাকি একটি মসজিদ আছে যেটা এক রাত্রে হয়েছিল সেই মসজিদে ভেবেছিলাম নামাজ আদায় করবো কিন্তু খুবই দুঃখের বিষয় সমস্যা থাকার কারণে সেদিকে আর এগোয় নি।প্রথমে বন্ধুর কাকুর বাসায় গেলাম এরপরে তারা আমাদের নাস্তা খেতে দিলেন।

কাকুর বাসায়

IMG20220225180425.jpg

IMG20220225175641.jpg

IMG20220225175638_01.jpg

IMG20220225143937.jpg


আমরা বন্ধুরা মিলে যেখানেই যায় মজা মাস্তি একটু বেশি চলে। প্লেট ভরে খাবার দিছে তবে একটা জিনিস ভেবে হাসি পাচ্ছিলো যে প্লেটে একটা খাবারো অবশিষ্ট ছিলো না সব খেয়ে ফেলেছিলাম হাহাহা।নাস্তা শেষে আমরা পাশেই একটি ব্রিজে ঘুরতে গেলাম।ব্রিজ টা অনেক লম্বা আধা কিলোর মতো হবে।এটা শৈলকোপার মধ্যে বড় ব্রিজ।ব্রিজে গিয়ে কয়েকটি সেল্ফি উঠলাম সবাই মিলে এবং সেখান থেকে খাওয়া দাওয়া করলাম।

ব্রিজ থেকে

IMG20220225152646.jpg

IMG20220225140319.jpg

IMG20220225140259.jpg

IMG20220225140249.jpg

IMG20220225140217.jpg


আশে পাশে ঘুরা ঘুরি করে আমরা বন্ধুর কাকার বাসাই চলে আশি এরপরে কাকুরা আমাদের কে বিকেলের খাবার খেতে দেন সবাই বসে যায় খাবার খেতে।অনেক মজা করে পেট ভরে সবাই খাওয়া দাওয়া করে বিদায় নিলাম। তারা অনেক জোর করলো থাকার জন্য কিন্তু আমরা থাকবো না আমাদের কে অনেকটা পথ যেতে হবে আর তখন প্রায় সন্ধ্যা ৬;৩০ টা বেজে গেছে।আমরা বেড়িয়ে পরলাম।আর সারা রাস্তা আমরা গান গাইতে গাইতে আসছিলাম খুবই মজা হয়েছিলো।দুঃখের বিষয় ফোন বন্ধ হয়ে গিয়েছিল তাই ভিডিও করতে পারি নাই।আশা করছি ব্লগ টি পরে আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।





সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/juiciness.excellency.tall
Sort:  
 2 years ago 

ইদানিং খুব ঘুরাঘুরি করছে দেখছি ভাইয়া। অনেক সুন্দর মুহূর্ত গুলো পার করছেন আর সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে লংড্রাইভে গেলে একটু সতর্ক থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম সারাদিন খুব মজা করেছেন লংড্রাইভে গিয়ে কাকুর বাসায় খেয়ে আশপাশের অনেক জায়গায় ঘুরেছেন। লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা আপনি সারাদিন অনেক মজা করেছেন বুঝতেই পারছি। ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের মজার অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাইক নিয়ে ভ্রমণ করতে আমার নিজেরও অনেক পছন্দ। আমি নিজেও প্রায় সময় বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে বের হই। মাঝে মাঝে আমার স্ত্রীকে নিয়ে যায় বিভিন্ন সুন্দর জায়গায়। আপনারা সবাই বাইক নিয়ে ঘুরতে বের হয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। প্রায় সময় ঘুরার চেষ্টা করবেন তাহলে মন মানসিকতা খুব ভালো থাকবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হঠাৎ প্লানিং ছাড়া ভ্রমণের মজাই আলাদা।
ঝিনাইদহ নামটি বেশ সুন্দর।তাছাড়া আপনারা সবাই
দারুণ সময় কাটিয়েছেন।কিন্তু মজার বিষয় হলো
খালি প্লেটের ছবি শেয়ার করেছেন😊।যাইহোক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74