💝💝ডাই প্রজেক্ট -রঙিন কাগজ দিয়ে পাখির ছানার অরিগম (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊💝💝

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৫চৈত্র
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • শুকবার
  • দুই মিনিটে ডাই

হেলো বন্ধুরা

IMG20220408144039.jpg

IMG20220408144051.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম।নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমার আজকের ব্লগে থাকছে ২ মিনিটে ডাই প্রজেক্ট চলুন শুরু করা যাক।


যা প্রয়োজন:

রঙিন কাগজ
আঠা
স্কেল
কলম


ধাপ-১

IMG20220408142304.jpg

প্রথমে ৩-৪ ইঞ্চি লম্বা একটি কালো কাগজ ১ ইঞ্চি চওরা করে কেটে নিব।


ধাপ-২

IMG20220408142344.jpg

IMG20220408142505.jpg

এরপরে কাগজের মাথায় ক্রাফট আঠা সুন্দর করে লাগিয়ে দিয়ে চিত্রে দেখানো উপায়ে পেচায়ে দিব।


ধাপ -৩

IMG20220408142530.jpg

IMG20220408142544.jpg

এরপরে অন্য একটি রঙিন লাগজ ০.৫ ইঞ্চি মাপে কেটে চিত্র দেখানোর উপায়ে বানিয়ে ফেলবো


ধাপ-৪

IMG20220408142714.jpg

IMG20220408101122.jpg

এরপরে আমরা এইটা আঠা দিয়ে কালো কাগজের মাথায় লাগিয়ে দিব।এরপরে দুটো ছোট ছোট চোখ বানাবো।বানিয়ে তার উপর কলম এর কালি দিয়ে দাগিয়ে দিব।এরপরে সেটাও আঠা দিয়ে লাগিয়ে দিব।


ধাপ-৫

IMG20220408142930.jpg

এরপরে হয়ে যাবে আমাদের ছোট বাচ্চা পাখির অরিগম।এটা খুব শর্টকাট একটা ডাই প্রজেক্ট আশা করছি আপনাদের ভালো লাগবে।


Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর পাখির ছানা তৈরি করলেন, সত্যিই অসাধারণ। দেখে খুবই ভালো লাগছে। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি DIY পোস্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে পাখির ছানার অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাখির ছানার অরিগামি টি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া আপনি পাখির ছানার অরিগামি তৈরীর প্রত্যেকটি ধাপ সুন্দর করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। পাখির ছানার অরিগামিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা পাখির ছানার অরিগমি গুলো দেখতে খুবই কিউট কাগছে ভাইয়া। খুবই সহজ ভাবে আপনি অরিগামি গুলো তৈরি করেছেন। আমার কাছে আপনার প্রজেক্টটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখির ছানার অরিগামি দেখতে খুবই সুন্দর লাগছে। একটি নয়, দুটি নয়, চার চারটি পাখির ছানা দেখে সত্যিই মনটা ভরে গেল। পাখির ছানা গুলো খুবই যত্ন সহকারে তৈরি করেছেন। আপনার দক্ষ হাতের নিখুঁত কাজ উপস্থাপন করেছেন। এবং পাখির ছানার অরিগামি কিভাবে তৈরি করেছেন তা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুণ। একটা না দুইটা না একেবারে চারটা পাখির অরিগ‍্যামি তৈরি। এককথায় অসাধারণ। দারুণ হয়েছে পাখির অরিগ‍্যামি টা। তা এটা কী শালিক নাকী। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।।

 2 years ago 

ফেচকো😁😁😁

 2 years ago 

ধন্যবাদ মন্তব্যর জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর পাখির ছানার অরিগামি তৈরি করেছেন। দেখতে আসলেই পাখির ছানার মতোই লাগছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি পাখির ছানা বানিয়ে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখির ছানার অরিগম তৈরি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে পাখির ছানার অরিগামি তৈরি করেছেন। পাখির ছানা গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর করে আপনি পাখির ছানা তৈরির পদ্ধতি উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

এক কথায় অসাধারণ ভাই। আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে একটি পাখির বাচ্চার অরিগামি তৈরি করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এরকম রঙিন কাগজের কারুকাজ গুলো আমার কাছে অনেক ভালো। আপনি দেখিয়েছেন খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা।এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ভাবে পাখির ছানার অরিগ্যমি বানিয়েছেন আপনি। খুব সুন্দর ছিল এবং খুব সুন্দর ভাবে উপস্থাপনাও করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পাখির ছানা গুলো দেখতে খুবই মিষ্টি লাগছে। আমার তো ভীষণ পছন্দ হলো আপনার আজকের এই পোস্ট টা। আর সত্যি বলতে একদম অরিজিনাল পাখির বাচ্চার মতোই লাগছে। অনেক সুন্দর ফিনিশিং ছিল আপনার কাজে। অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

🥰🥰🥰😍

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74