বিজয় দিবশে ঘুরাঘুরি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য) 🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ7 months ago

হেলো বন্ধুরা

IMG20231216120317.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে ১৬ ডিসেম্বর উপলক্ষে ঘুরাঘুরি।আশা করছি আপনাদের ভাল লাগবে।চলুন শুরু করি আজকের ব্লগ।

IMG20231216115720.jpg

IMG20231216120222.jpg

IMG20231216115417.jpg

IMG20231216115438.jpg


বন্ধুরা আজ ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতার ৫২ বছর পূর্ণ হয়ে গেলো। এই দিনটাকে কেন্দ্র করে প্রতিবছর অনেক আয়োজন হয়ে থাকে। জেলা পর্যায়ে, উপজেলা, বিভাগীয় সব ভাবেই আয়োজন থেকে থাকে।আমাদের কুমারখালি উপজেলার এমএন পাইলোট বিদ্যালয়েও অনেক ধরনের আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।মূলত শহীদের প্রতি আমাদের ভালবাসা টাকেই প্রকাশ করার চেষ্টা।কিন্তু আমরা কি সঠিক ভাবে তা করছি।?? না করছি না।শহীদের স্বরনে অনুষ্ঠান হলেও এখানে তাদের স্বরন করা হয়না।

IMG20231216120821.jpg

IMG20231216120846.jpg

IMG20231216120736.jpg

IMG20231216115942.jpg


প্রতিটি স্কুল কলেজে আমাদের ইতিহাস সম্পর্কে সঠিক ধারনা আমরা দিতে পারি না।এটা একটা জাতীর জন্য খুবই ভয়ংকর ঘটনা আগামি ১০ বছর পরে এই জাতি তাদের ইতিহাস ভুলে যাবে সিউর।তো সকালে উঠে অনুষ্ঠান দেখার জন্য যেতে চেয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেলো ৯ টা এদিকে যেতে যেতে ১০+ ফলে কুজকাওয়াজ শেষ হয়ে গিয়েছিল খুব দুঃখ লাগলো।আবার এক বছর অপেক্ষা করতে হবে এই দিনটির জন্য।তো যেহেতু এসেছি তাই একটু অন্য দিকে ঘুরার জন্য মনস্থির করলাম।


আমার এক পরিচিত ভায়ের সাথে দেখা তো তাকে বললাম চল দুজনে ঘুরি একটু।তো বাইকটা নিয়ে সোজা চলে গেলাম নদীর পারে ইকোপার্ক এ।সেখানে গিয়ে কিছু ছবি উঠলাম।এবং অনেক সুন্দর একটা জায়গা যেটা আমি আগে দেখি নাই।এই পার্ক এ এই জায়গাটা নতুন বানিয়েছে আমি আজ দেখলাম এবং ছবিও উঠেছিলাম।ইকো পার্কের সেলফি পয়েন্টে। এই ছিল আমার আজকের ব্লগ বন্ধুরা আশা করি আপনাদের ভাল লাগবে সবাই ভাল থাকবেম।সুস্থ থাকবেন।



পোস্টের বিবরণ

শিরোনামবিজয় দিবশে ঘুরাঘুরি পোস্ট
ক্যামেরারিয়েলমি
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
Sort:  
 7 months ago 

বিজয় দিবস উপলক্ষে বেশ ঘুরাঘুরি করেছেন দেখছি। আসলে দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে। আপনার ঘোরাঘুরি মুহূর্তটা আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

ধন্যবাদ

 7 months ago 

বিজয় দিবসের আয়োজন দেখার জন্য আপনি অনেক ঘুরাঘুরি করেছেন দেখে ভালো লাগলো ।এবং অনেক ভালো ফটো তুলেছেন । প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে । বিশেষ করে কুমারখালী লেখা ছবিটি ভালো লাগছে । আপনার পরিচিত ভাইকে পেয়ে ভালই হল বাইকে করে নদীর পাড়ে ঘুরতে যেতে পারলেন ।

 7 months ago 

হ্যা আপু ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

বিজয় দিবস উপলক্ষ্যে বেশ মজার সময় কাটিয়েছেন।আসলে ঘুরাঘুরি করতে বেশ ভালো লাগে তবে ইচ্ছে থাকলেও পরিস্থিতির জন্য আমরা ঘুরতে যেতে পারিনা।আপনি বিজয় দিবস উপলক্ষ্যে ঘুরাঘুরি করেছেন।আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44