শারদীয় কন্টেস্ট "বিজয়া দশমির ঘুরাঘুরি ও ফটোগ্রাফি"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৯আশ্বিন
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • মোঙ্গলবার
  • বিজয়া দশমির ফটোগ্রাফি

IMG_20221005_230306.jpg

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম আরো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের এই ব্লগ টিতে থাকছে আমাদের কমিউনিটিতে চলমান শারদীয় পুজার ফটোগ্রাফি কন্টেস্ট এর সিরিজ আজ আমি শেয়ার করবো ৪র্থ সিরিজ অর্থাৎ বিজয়া দশমি এর ফটোগ্রাফি চলুন তবে শুরু করি।


ফটোগ্রাফি বিজয়া দশমি

বন্ধুরা বিজয়া দশমি হলো প্রতিমা বিসর্জন এর রাত বা দিন।এই দিনে আমাদের এখানে বেশ বড় করে মেলা হয়।এবং পাশেই নদী হওয়াতে এখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়।আমি আজ মেলায় অনেক ঘুরাঘুরি করেছি অনেক কিছু খেয়েছি এবং ফটোগ্রাফি করেছি।


IMG_20221005_220912.jpg

নাগর দোলা মেলায় এগুলো ছাড়া জমে না আসলে।

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


IMG_20221005_220956.jpg

সিভিটা শরবত বেশ কয়েক রকম কালার দিয়ে বানানো এইপানি শরির এর জন্য ভালো নয় বেশি।

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


IMG_20221005_221918.jpg

IMG_20221005_221815.jpg

IMG_20221005_221437.jpg

IMG_20221005_221334.jpg

IMG_20221005_221303.jpg

IMG_20221005_221241.jpg

IMG_20221005_221057.jpg

IMG_20221005_221027.jpg

মেলার রাতের দৃশ্য বিভিন্ন ধরনের দোকান পাট সেখানে হয়েছিল।কসমেটিক ও এসেছিলো কিছু।

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


IMG_20221005_221415.jpg

আমার চিত্র মেলায় একা একা ঘুরেছি তবে অনা কাংক্ষিত ভাবে আমার প্রিয় মানুষ টার সাথে দেখা হয়ে যায় আর মনটা অনেক ভালো হয়ে যায়।

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


IMG_20221005_221838.jpg

মেলায় আসবো আর কদমা খাজা কিনবনা তা কি হয় বলুন।

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


IMG_20221005_221650.jpg

গ্যাস দিয়ে বানানো বিভিন্ন প্রানীর প্রতিরুপ এগুলো বেশ কিছুদিন থাকে গ্যাস অবস্থায়

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


IMG_20221005_222133.jpg

IMG_20221005_222057.jpg

এই মেলাতে সব কিছুই আসে মাটির বানানো বিভিন্ন পুতুল ফল ব্যাংক ইত্যাদি।

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


IMG_20221005_222200.jpg

এই জিনিসটার আসল নাম আমি জানিনা তবে আমরা হাওয়ায় মিঠাই বলে থাকি।

কুষ্টিয়া, বাংলাদেশ
তারিখ :৪ সেপ্টেম্বর, মোঙ্গলবার
ডিভাইস:oppo a5s


সকল ফটো একই স্থান থেকে তোলা হয়েছে।

[লোকেশন]

(https://maps.app.goo.gl/LkGMN6WJsAX9AoU89)

বন্ধুরা এই ছিল আমার বিজয়া দশমিতে মেলায় ঘুরাঘুরি এবং ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে।

Sort:  
 2 years ago 

মেলাতে ঘুরতে কার না ভালো লাগে তার পর আবার উৎসবের দিন তো অন্যরকম মজা। গ্রামের মেলাইবা এইধরনের মেলাই ছোটোবনের বাইনা মাটির তৈরি হাড়ি, কড়াই ও ব্যাংক কিনেদিতে হবে আরো কতো বাই না। আপনি অনেক ভালো কাটিয়েছেন দিনটা ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ মন্তব্যর জন্য🙏🙏❤️

 2 years ago 

আপনি একজন শারদীয়া কনটেস্ট বিজেতা সেই কারণে প্রথমেই রইল অনেক অনেক অভিনন্দন আপনার জন্য। মাটির তৈরি জিনিসপত্র অনেকদিন পর কারো ফটোগ্রাফিতে দেখলাম। ছোটবেলায় এই ধরনের মাটির তৈরি জিনিস কিনে এনে বাড়িতে রাখতাম খুবই আনন্দ পেতাম এইগুলো বাড়িতে কিনে আনার পর।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60795.60
ETH 2627.31
USDT 1.00
SBD 2.58