🦊🦊😍😍DIY-এসো নিজে করি"রঙিন কাগজ দিয়ে চাঁদ এবং তারা বানানো"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২১বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • বুধবার
  • ডাই প্রজেক্ট

হেলো বন্ধুরা

IMG_20220504_122606.jpg

"ঈদ মোবারক"

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে। রঙিন কাগজ দিয়ে একটি চাঁদ এবং তারকা বানানো তাহলে চলুন শুরু করা যাক।


উপরকরন:

  • রঙিন কাগজ
  • ক্রাফট আঠা
  • স্কেল
  • কলম
  • কেচি

ধাপ-১

IMG20220504105559.jpg

IMG20220504105752.jpg

IMG20220504110306.jpg

প্রথমে আমরা আমাদের সকল উপকরন গুছিয়ে নিব।এরপরে আমরা একটি চাঁদ বানানোর জন্য একটি প্লেট দিয়ে কাগজের উপরে আকবো।এরপরে সেটা কেচি দিয়ে কেটে ফেলবো।


ধাপ-২

IMG20220504111500.jpg

চাঁদ বানানো হলে এবার আমরা তারা বানাবো।এর জন্য আমাদের কে স্কোয়ার করে কাগজ কেটে নিতে হবে।


ধাপ-৩

IMG20220504111515.jpg

IMG20220504111605.jpg

IMG20220504111718.jpg

IMG20220504111840.jpg

IMG20220504111915.jpg

IMG20220504111659.jpg

IMG20220504111821.jpg

IMG20220504112016.jpg

এরপরে প্রথমে লম্বা করে ভাজ এর পরে আবার তার মাঝ থেকে আরেকটা ভাজ।এরপরে ধাপে ধাপে চিত্রে যেভাবে দেখানো আছে ঠিক সেভাবে করতে। হবে এবং লাস্টে ভাজ খুলতে হবে হয়ে যাবে তারা।


ধাপ-৪

IMG20220504113807.jpg

IMG20220504114019.jpg

IMG20220504114015.jpg

এরপরে আমরা ৫ টা সুতা কাটবো ছোট বড় করে। এরপরে বানানো চাদের পেছনে সুতা গুলো আঠা দিয়ে লাগিয়ে দিব।এরপরর সুতা গুলোর মাথায় তারা গুলোও লাগিয়ে দিব আঠা দিয়ে এবং চাঁদ এর মাঝে আরেকটি বড় তারকা লাগিয়ে দিব।


ধাপ-৫

IMG_20220504_122627.jpg

এরপরে একটা রঙিন কাগজ এর উপর আঠা দিয়ে লাগিয়ে দেওয়ালে টাঙিয়ে দিব।হয়ে যাবে ঈদ উপলক্ষে বানানো চাঁদ এবং তারা।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার ডাই প্রজেক্ট টা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চাঁদ-তারার খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট প্রস্তুত করেছেন দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। খুবই দক্ষতার সাথে সম্পন্ন করেছেন সম্পুর্ন কাজ।

 2 years ago 

ঈদ মোবারক।
কাগজ দিয়ে অনেক সুন্দর করে চাঁদ এবং তারা তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। ঈদের আগে চাঁদ রাত্রে যেমন চাঁদ ওঠে আকাশেঋণ আপনার তৈরি করা চাঁদ ঠিক তেমন হয়েছে। এই কাজগুলো যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় এগুলো করতে অনেক সময় ধৈর্যের প্রয়োজন। আপনি এই ডাইটি তৈরি করে তার চমৎকার একটি প্রমাণ আমাদের মাঝে দিয়ে গেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক

রঙিন কাগজ দিয়ে চাঁদ এবং তারার ওয়ালমেট তৈরি দেখে খুবই ভালো লাগলো। সত্যি বেস্ট দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আপনি খুব সুন্দর ভাবে কাগজের তারা গুলো তৈরি করেছেন। এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চাঁদ এবং তারা বানানো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার তৈরি করা রঙিন কাগজের চাঁদ এবং তারা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক দক্ষতার সাথে চাঁদ তারা তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে আপনি অনেক সময় নিয়ে এই কাজগুলো করেছেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বানানো চাঁদ ও তারাগুলো অসম্ভব ভাল লাগছে। সবাই তো দেখলাম কলম দিয়ে এঁকেছে। আপনি খুব সুন্দর করে কাগজ কেটে কেটে বানিয়েছেন আবার সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছে সত্যি আনকমন হয়েছে। আপনার চাঁদ ও তারা গুলো আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

ঈদ মোবারক ভাইয়া।
কাগজ দিয়ে অনেক সুন্দর করে চাঁদ এবং তারা তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। ঈদের আগে চাঁদ রাত্রে যেমন চাঁদ ওঠে আপনার তৈরি করা চাঁদ ঠিক তেমন হয়েছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে চাঁদ এবং তারা তৈরি করেছেন ভাইয়া। আপনার চাঁদটা একদম ঈদের চাঁদের মত হয়েছে। তারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে চাঁদ তারা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে চাঁদ ও তারা তৈরি অনেক সুন্দর হয়েছে, আমি আগে তারা বানাতে পারতাম না আপনার পোস্টটি দেখে তারা বানানো শিখে ফেললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে চাঁদ ও তারা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য, আর আপনাকে জানাই ঈদ মোবারক।

 2 years ago 

ওয়াও দারুন হয়েছে রঙিন কাগজ দিয়ে চাঁদ এবং তারা বানানো । অনেক দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার তৈরি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন ভাইয়া। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তারা গুলো। খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67692.69
ETH 3797.88
USDT 1.00
SBD 3.51