বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ দেখা(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ০৩আশ্বিন
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • শুক্রবার
  • বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ দেখা

IMG20220916165251.jpg

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ দেখার অনুভুতি তাহলে শুরু করি চলুন।

IMG20220916173504.jpg

IMG20220916173508.jpg

IMG20220916174212.jpg

IMG20220916180144.jpg

IMG20220916172453.jpg

IMG20220916165303.jpg

IMG20220916180217.jpg

IMG20220916165305.jpg

IMG20220916165307.jpg

IMG20220916165309.jpg


বন্ধুরা এখন শরৎকাল এই সময়ে এবার আমাদের এখানে খেলা ধুলায় বাড়ে বল মাদক ছেরে খেলতে চল এই স্লোগান কে ধারন করে আমাদের চেয়ারম্যান ফুটবল খেলার আয়োজন করেছেন আমাদের দেশের ফুটবলের অবস্থা জাইহোক গ্রাম বাংলার মানুষ এখনো ফুটবল কে যে কতো টা ভালো বাসেন তা গ্রামে না গেলে বোঝা মুশকিল।

গ্রামের একেক টা ফুটবল ম্যাচ দেখার জন্য
ছোট বড় সব বয়সের মানুষ ভীর জমিয়ে।
থাকে তাদের কাজ বাদ দিয়ে পর্যন্ত খেলা দেখে।ভালবাসা না থাকলে এটা সম্ভব না।আমি এবং আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম আজ খেলা দেখতে যেহেতু নিজ এলাকায় খেলা দেখতে তো যেতেই হবে।আমরা ৬-৭ জন বন্ধু আসলে বাসা পাশা পাশি একসাথেই সব সময় থাকি রক্তের সম্পর্কের মতো আরকি।


খেলা দেখতে গিয়ে বেশ মজা করছিলাম আমরা মাঠের এক কোনে সবাই মিলে বসে দারিয়ে কথা বলছিলাম আর খেলা দেখছিলাম।সবাই অনেক হাসি ঠাট্টা করছিলাম আর খেলা দেখছিলাম অনেক সুন্দর সময় কাটছিল আমাদের।আপনাদের সাথে মজার কিছু মুহূর্ত শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ।


Sort:  
 2 years ago 

এই ভালোলাগাটা অনেকদিন উপভোগ করতে পারিনা। আমাদের বাড়ির পাশেই বড় ইস্কুল ফিল্ড রয়েছে। খেলা হয়ে থাকে কিন্তু সময় সাপেক্ষে যাওয়া হয় না। আর একসাথে চলা হয় না। বন্ধুরা আজ নিকটে তেমন নেই। যে যার লাইফ নিয়ে ব্যস্ততাই জড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। তাই খুব ভালো লাগলো আপনার এই আজকের ফটোগ্রাফি ও বর্ণনা। দেখে মনে পড়ে গেল পুরনো দিনের স্মৃতিগুলো।

 2 years ago 

ফুটবল খেলা আমারও অনেক প্রিয় খেলতে অনেক ভালো লাগে।। দেখতে অনেক ভালো লাগে।। ঠিকই বলেছেন আপনি আমাদের দেশের ফুটবলের যে অবস্থায় হোক না কেন গ্রাম বাংলার প্রতিটা মানুষের অন্তরে রয়েছে এই ফুটবল খেলা।। আমাদের গ্রামেও যদি এরকম কোন ফুটবল ম্যাচের বড় কোন আসর হয় তাহলে আমাদের স্কুল মাঠে লোকের জায়গায় হয় না।। আসলে বর্তমান যুবসমাজের জন্য মাদক একটি হুমকিস্বর ূপ যেটা কোনমতেই কমতেছে না দিন দিন আরো বেড়েই চলছে।। যাহোক আপনাদের চেয়ারম্যানের এরকম ভিন্ন ধর্মীয় উদ্যোগকে সাধুবাদ জানাই।।

 2 years ago 

আপনাদের চেয়ারম্যানের এই উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাতে চাই তিনি সুন্দর একটা স্লোগান নিয়ে ফুটবল খেলার আয়োজন করেছেন। বর্তমান সময়ে ছেলেমেয়েরা মাদকের দিকে আসক্ত হয়ে যাচ্ছে আর সেটা থেকে থেকে মুক্তি পাবার দারুন পদ্ধতি এটা।

আপনি একদম ঠিক কথাই বলেছেন দেশের ফুটবল খেলার অবস্থা যাই হোক না কেন গ্রামের খেলা দেখলে ভালোই লাগে।

 2 years ago 

আমরাও যখন খুব ছোট ছিলাম তখন যেখানেই খেলা হোক না কেন বিশেষত ফুটবল বা ক্রিকেটের টুর্নামেন্ট হলেই চলে যেতাম। ছোটদের ভিড় সবসময় একটু বেশি থাকে। কারণ তাদের আগ্রহ ও কৌতুহল অনেক বেশি বড়দের থেকে যাই হোক খুব সুন্দর একটা খেলা আপনি উপভোগ করেছেন এটা বেশ ভালো লাগলো। আজকের পোস্টে যেভাবে বর্ণনা করেছেন তা বেশ ভালোভাবে লেখা হয়েছে।

 2 years ago 

এদেশের মানুষ যে ফুটবল এখনো হৃদয়ে লালন করে সেটা গ্রামের এই খেপ ম্যাচ গুলো দেখলেই বোঝা যায়।যাইহোক ভালো সময় পার করেছেন।আমাদের এখানেও অবশ্য আজকে একটা ম্যাচ ছিল কিন্তু যাওয়া হয় নি।

 2 years ago 

আমিও জানি গ্রামে এখনো ফুটবল খেলা অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে ‌। তাছাড়া আপনাদের চেয়ারম্যানের সিদ্ধান্তটাও ভীষণ ভালো লাগলো। আবার স্লোগানটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক বড় একটা খেলার মাঠ এবং অনেক মানুষকে দেখতে পেলাম। সব মিলিয়ে বেশ ভালো একটা খেলার অনুষ্ঠান হল। আপনিও বেশ ভালোই এনজয় করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41