শীতের আগমন আমাদের আমেজ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)😍🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

IMG_20221118_194942.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে দারুন একটি পোস্ট শীত কাল চলেই এসেছে আর এই শীত কালে বলুন তো আমরা সব থেকে বেশি যে খেলাটি খেলি তার নাম কি? হ্যা বন্ধুরা আপনারা ঠিকি ধরেছেন আমি ব্যাডমিন্টন নিয়েই কথা বলবো চলুন শুরু করি।

IMG20221118150158.jpg

IMG20221118150235.jpg

IMG20221118150146.jpg

IMG20221118150151.jpg

IMG20221118150155.jpg


আসলে শীত আর এখন আগের মতো নেই আগে কেমন হার কাপানো শীত হতো কাপতে কাপতে দারাতে পারতাম না সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে।যাইহোক এখন আমাদেত শীত মানেই ব্যাডমিন্টন এর ধুম পরে যায় চারিদিকে।এক বিলাশবহুল খেলা তবুও সবাই খেলতে চায় আমরা প্রতি বছর আমাদের একটা নির্দিষ্ট জায়গা রাখা আছে যেখানে প্রতি বছরই কোর্ট কাটা হয়। এবং এটা আমরাই করি।

IMG20221118150257.jpg


গতকাল সবাই মিলে বসে সিদ্ধান্ত নেই যে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষ করে আমরা মাঠ পরিষ্কার করে কোর্ট কাটার জন্য উপযুক্ত করে ফেলবো।যেমন কথা তেমনি নামাজ শেষ করে আমরা লেগে পরি কাজে।প্রথম্র পুরো মাঠ থেকে আগাছা দূর করলাম।এরপরে মাঠের এক কোনা থেকে মাটি কেটে সমান করতে শুরু করলাম।আসলে আমাদের এখানে বালি মাটি থাকায় বৃষ্টি এলে ভেঙে মাটি এক জায়গা থেকে অন্য জায়গা চলে যায় তাই আমাদের এই মাঠ টাতে অনেক মাটি জুমেছে।

IMG20221118165407.jpg

IMG20221118165416.jpg


মাটি পরিষ্কার করতে অনেক টা সময় চলে গেল এরপরে বড় একটা ফিতা আনা হলো প্রথমে আমরা মাঠের মাপ টা সঠিক ভাবে নিলাম এরপরে সেই মাপের দরি বেধে দিব।দরি দেওয়ার কারন এটা অনেকদিন যায় সহজে ছেড়ে না ফলে পয়শা উসুল হয়ে যাবে হাহাহা।কয়েকদিন এর মধ্যেই আমরা খেলা শুরু করে দিব সেটার পোস্ট ও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে।


কুষ্টিয়া বাংলাদেশ

ডিভাইস:-oppo a5s

Sort:  
 2 years ago 

ব্যাডমিন্টন আমার সবচেয়ে প্রিয় একটা খেলা। ব্যাডমিন্টন খেলতে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা তো দেখছি সহজেই সবাই মিলে দ্রুত কোর্ট কাটার কাজ সেরে ফেলেছেন। যাই হোক শুভকামনা রইল আপনাদের জন্য আশা করি এবার শীতটা আপনাদের ভালই কাটবে।

 2 years ago 

প্রতি শিতেই এমন আয়োজন হয় ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঠিক বলেছেন আপনি শীত মানেই ব্যাডমিন্টন খেলার ধুম চারিদিকে।। আমার তো খুবই ভালো লাগে শীতের সময় রাত জেগে ব্যাডমিন্টন খেলতে যদিও পরিবার থেকে অনেক নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। তারপরেও বন্ধুরা মিলে রাত জেগে খেলতে খুব ভালই লাগে।। আমরা আরো তিন দিন আগে থেকে খেলা শুরু করেছি।। আপনারাও মনে হচ্ছে আজ থেকেই খেলতে পারবেন কোর্ট কাটা দেখছি প্রায় শেষের দিকে ভালো লাগলো।।

 2 years ago 

ভাই এবার ইচ্ছা আছে আপ্নাদের সাথে খেলার।

 2 years ago 

শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলার ধূম পড়ে যায়। আসলে শীতের সময় এই খেলা গুলো হয়তো সবাই খেলতে পছন্দ করে। ফাঁকা জায়গায় কিংবা মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় খেলার দৃশ্যগুলো। আপনিও আপনার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিয়েছেন দেখে ভালো লাগলো। এছাড়া যে কোন খেলাই শরীরের জন্য অনেক উপকারী।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

বেশ কয়েকদিন থেকে আমার মেয়েও বায়না করছিল, ব্যাডমিন্টন খেলার কোর্ট কেটে দেয়ার জন্য। কিন্তু আমি এখনো দেইনি। কারণ আমার মেয়ের পরীক্ষা এসে গেছে, তাই ভাবছি পরীক্ষা শেষ হলেই, বাপ বেটি মিলে ব্যাডমিন্টন খেলব। শীত এলেই সবখানেই এই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। আপনার বন্ধুরা মিলে ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটার জন্য সমস্ত জায়গাটুকু পরিষ্কার করে নিয়েছেন, দড়ি দিয়ে মাপ সঠিক রেখেছেন। এবার শুধু খেলার পালা। আর সেই খেলা নিয়েও পোস্ট পরবর্তীতে দেখতে পাবো এই অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ভাবিকে বাদ রেখে খেলবেন🙄🙄🙄।।ধন্যবাদ ভাই। ❤️

 2 years ago 

বাপরে বাপ,জায়গাটা পরিস্কার করে তো একদম ঝকঝকে করে ফেলেছেন।আসলেই শীতকাল মানেই খেলার ধুম।যেমন-ব্যাডমিন্টন,ভলিবল ,ফুটবল।শীতের রাতে সবাই খেলা করেই শরীরে উষ্ণতা আনবে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমরা কাজের ছেলে😁😁😁 ধন্যবাদ দিদি

 2 years ago 

শীতকাল আসলে ব্যাডমিন্টন খেলা অনেক বেড়ে যায়। রাত জেগে থেকে অনেকে ব্যাডমিন্টন খেলে থাকে। তবে আকাশ থেকে এখন যে পরিমাণ কুয়াশা পড়তেছে। বন্ধুদের নিয়ে ভালোই প্রস্তুতি নিচ্ছেন দেখে মনে হচ্ছে। শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

সব কিছু শেষ এখন খেলার পালা।

 2 years ago 
ঢাকায় শীতের কোন আমেজ নেই। আপনার ছবিগুলো দেখে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে শীত চলে এসেছে। কারণ আপনাদের মত আমিও যখন গ্রামে ছিলাম এরকম ব্যাডমিন্টনের আয়োজন করতাম। আপনার ছবিগুলো দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 

গ্রামে শীত বোঝা যায়

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63968.11
ETH 2756.38
USDT 1.00
SBD 2.66