😍😍DIY-এসো নিজে করি"রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট ফুল"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

IMG_20211027_222020.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আমার নিজের হাতে বানানো রঙিন কাগজ দিয়ে সুন্দর ওয়ালমেট ফুল বানানো শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে।



এই ফুলটি বানাতে যা যা লাগবে

  • রঙিন কাগজ ২ টা
  • ক্রাফট আঠা
  • কেচি
  • স্কেল
  • পেন্সিল
  • কাটা কম্পাস


IMG20211027141946.jpg

IMG20211027142135.jpg

IMG20211027142139.jpg

  • প্রথমে রঙিন কাগজ এর উপর পেন্সিল এবং কাটা কম্পাস এর সাহায্য নিজের ইচ্ছা মতো মাপ দিয়ে বৃত্ত আঁকবো।


IMG20211027143153.jpg

IMG20211027143222.jpg

IMG20211027142218.jpg

  • এরপরে সেগুলোকে কেচি দিয়ে কেটে নিব এভাবে আমি মোট আটটি গোলাকার কাগজ কাটবো।কাগজ কাটা হলে এরপরে আমরা পরের ধাপে চলে যাব।


IMG20211027143401.jpg

IMG20211027143353.jpg

IMG20211027143251.jpg

IMG20211027143257.jpg

IMG20211027143720.jpg

  • গোল কাগজ গুলোর ঠিক মাঝ খানে একটা ভাজ দিব। এরপরে মাঝখানের ভাজের বাম এবং ডান পাশ থেকে দুই দিক থেকেই ছোট ছোট দুইটা ভাজ দিব চিত্রে দেখানো উপায়ে।এভাবে সব গুলো গোল কাগজ কে ভাজ করে নিব।


IMG20211027143858.jpg

IMG20211027144733.jpg

IMG20211027143840.jpg

IMG20211027143855.jpg

  • এরপরে ভাজ করা কাগজ একটি একটি করে সব গুলোকে আঠা মেরে লাগিয়ে দিব।চিত্রে দেখানো উপায়ে।


IMG20211027144820.jpg

IMG20211027144959.jpg

IMG20211027144939.jpg

IMG20211027145036.jpg

IMG20211027145308.jpg

  • হয়ে যাবে সুন্দর গোল ফুল এর আরো কাজ বাকি আছে এবার সেটা করবো।আরো একটি গোলাকার কাগজ কাটবো।এরপরে ফুলের মাঝ খানে যে ফাকা যায়গা আছে সেখানে ক্রাফট আঠা দিয়ে লাগিয়ে দিব।এরপরে সামনের দিকে মাঝ খানে আঠা দিয়ে পুতি লাগিয়ে দিব।হয়ে যাবে সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট ফুল।


বন্ধুরা আশা করছি আপনাদের এটা ভালো লাগবে।আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে সবাই ভালো থাকবেন।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে যে এতো রকমমারী ওয়ালমেট তৈরি করা যায়। সত্যি আগে জানা ছিলো না। আপনার তৈরি ওয়ালমেট টি দুর্দান্ত হয়েছে। বাংলা ব্লগে diy এর জন্য অনেক কিছু শিখতে ও দেখতে পারছি। নতুন নতুন diy । দুর্দান্ত হয়েছে। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালোবাসা অবিরাম।

 3 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেট এর ফুলের ছবি অনেক সুন্দর হয়েছে।। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যর জন্য।

 3 years ago 

ওয়াও ভাই খুব সহজে আপনি কাগজ দিয়ে দেয়ালের ওয়ালমেট এর জন্য ফুল বানিয়েছেন। এটি সত্যিই প্রশংসনীয় কাজ। আপনার অভিজ্ঞতার প্রশংসা করতেই হয়। আর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যর জন্য।

 3 years ago 

সত্যিই অনেক সুন্দর, দেখেই খুব ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি এটি তৈরি করেছেন,তার সাথে উপস্থাপনা অসাধারণ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মতো এভাবে ফুলের পাপড়ি আর কেউ তৈরি করেনি অর্থাৎ আমার কাছে নতুন মনে হচ্ছে।
আর ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে।
আপনি সব সময় অনেক সুন্দর কাজ করেন যা আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

চেষ্টা করেছি জানিনা কতোটুকু ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকবেন।

সহজে এবং একটি মাত্র কাগজ দিয়ে তৈরি আপনার ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে ভাই।উপস্থাপনাও সুন্দর ছিল।শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন।

খুব সুন্দর ছিলো, আমি আসলে খুব মনোযোগ দিয়ে দেখলাম। আমার মনে হচ্ছে এখন আমিও বানাতে পারবো। আপনি খুব সুন্দরভাবে ধাপগুলো শেষ করেছেন, খুব ভালো লেগেছে। শুভ কামনা রইলো আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ পারবেন ধন্যবাদ মতামত এর জন্য।

 3 years ago 

বাহ খুব সুন্দর হয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যেই এবং স্বল্প টেকনিক ইউজ করে দেখছি এত সুন্দর ওয়ালমেট বানানো যায়। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।জী খুব কম সময়েই এটা বানানো সম্ভম। শুভ কামনা রইলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট ফুল তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটা ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত এর জন্য।

বাহ কী সুন্দর হয়েছে ভাইয়া রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেটটি ।দেখে আমার চোখ জুড়িয়ে গেলে ।আর উপস্থপানা অনেক সুন্দর হয়েছে ।আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

সুন্দর মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64252.58
ETH 3495.24
USDT 1.00
SBD 2.50