😍😍সমস্যা পিছু ছাড়ে না(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২৪ মাঘ
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • সোমবার
  • ঝামেলা পিছু ছাড়ে না

হেলো বন্ধুরা

IMG20220207194821.jpg

IMG20220207194831.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে সমস্যার মধ্য দিয়ে।আমি @ashik333 বাংলাদেশ থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে।


সমস্যা বা ঝামেলা মানুষ এর পেছন থেকে কখুনো চিরদিনের জন্য বিদায় নেয় না।ঝামেলা সমস্যা নিয়ে জীবন।কয়েকদিন হলো খুব দূর্ভোগ এর মধ্যে দিয়ে চলেছি আজ যেটার ৫০ শতাংশ সম্পূর্ণ হলো।দুই বছর যাবত করোনা পৃথিবিকে ঘিরে ধরে আছে।এই দুই বছরে জীবন যাত্রার মান সমস্ত কিছু পালটে গেছে এমনকি শিক্ষা ব্যবস্থার ও পরিবর্তন হয়েছে।দুই বছর করোনার মধ্যে যেটা খুশির খবর ছিল তা হলো করোনা টিকা।এই টিকা জানিনা ১০০ ভাগ কার্যকর কিনা তবে নিয়ম করে সবাইকেই এই টিকা নিতে হবে।


টিকা প্রথমে দেশের যোদ্ধাদের কে আগে দেওয়া হলো কারণ তারা আমাদের দেশ কে শত্রুর হাত থেকে বাচায়।এভাবে কয়েকটি ক্যাটাগরিতে করে আচতে আচতে টিকা দেওয়া শুরু হলো জন সাধারনের শুরুতে বয়স ভিত্তিক দের দেওয়া হয় এরপরে কলেজ এর শিক্ষার্থীদের কে দেওয়া হয়।


এক সময় সরকার থেকে নোটিস আসে যে স্কুল এর ছোট ছেলে মেয়ে উভয় কেই টিকা দেওয়া হবে কিন্তু তাদের তো আইডি কার্ড নেই তাই জন্ম নিবন্ধন দিয়েই তাদের কে টিকা নিতে হবে এতোদুর পর্যন্ত সব ঠিক ছিল বিপত্তি হলো।যখন আবার টিকা নিতে গেলে বলা হলো যে এগুলো ডিজিটাল করতে হবে বলুন কেমন লাগে।


আজ কয়েকদিন হলো বোর্ড অফিসে ঘুরাঘুরি করছি কি আর করবো শুধু আমার এই সমস্যা না প্রতিদিন সেখানে অনেক অনেক লোক আসছে শুধু মাত্র এই একটি সমস্যার জন্য।আর বাংলাদেশের সরকারি কর্মচারীদের ব্যবহার খুলে বলতে হবে না অবশ্য সবাই এক না।জাইহোক পরিশেষে সমস্যা থেকে মুক্তি মিলছে।ভালোই ভালোই কাজ টা হলেই হয়।


বন্ধুরা এই করোনা এসে আসলেই সমস্যা থেকে সমস্যা হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখন সংশোধন নিয়ে পরে আছে। জাইহোক নিজের মতামত প্রকাশ করেছি ভূলত্রুটি ক্ষমা করবেন আবারো দেখা হবে নতুন পোস্টে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/regulated.plods.airborne
Sort:  
 2 years ago 

যেকোনো কাজেই অনেক ঘোরাঘুরি করতে হয় ভাই। অনলাইন এর ব্যপার টা আমার মাথায় ঢুকেনা। আমার জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে সার্চ করলে পাওয়া যায় আমার টা কি ডিজিটাল? নাকি অন্য ভাবে ডিজিটাল করতে হবে।

 2 years ago 

জী ভাই ইনলাইনে জদী থাকে তাহলে ওটা ডিজিটাল আপনি যেকোনো সনয় বোর্ড অফিস থেকে তুলতে পারবেন ঝামেলা ছাড়া

 2 years ago 

ভাইয়া এই সমস্যার কথা আর বলবেন না। আমার জীবনের
অর্ধেক শেষ হয়ে গেছে এই সরকারি অফিসে অফিসে ঘুরতে ঘুরতে। আব্বু আর্মি ছিলো, আব্বু মারা যাওয়ার পর কতো যে ঘুরতে হইছে । একমাত্র আল্লাহ জানে আর সরকারি কাজে এতো হয়রানি করে সাধারণ মানুষ কে।এখন আবার আমার ভোটার আইডি কার্ড নিয়ে কিছু দিন ঝামেলায় ছিলাম। এখন একটু শান্তিতে আছি।
আপনার জন্য দুআ রইলো ভাইয়া ভালো থাকবেন।

সুন্দর একটি কথা বলেছেন ভাইয়া। সমস্যার কোন শেষ নেই। এক সমস্যার সমাধান না হইতে আরেক সমস্যা এসে হাজির হশ। সমস্যা কোনো ভাবেই পিছু ছাড়তে চাই না।সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভাইয়া, চলতি জীবনে সমস্যা লেগেই থাকবে।
কিন্তু তার সমাধান করতে গিয়ে ও হাজার
বিপত্তির সম্মুখীন হতে হয়।
সকলের কাজ ভালোভাবে সম্পন্ন হোক আশা রাখি।
ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43