গ্রামের ফুটবল ম্যাচ(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ২০ ভাদ্র
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • রবিবার
  • গ্রামের ফুটবল ম্যাচ

হেলো বন্ধুরা

IMG_20220904_225005.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।অনেকদিন পরে হাজির হলাম একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে অনেক কষ্টের মধ্যেও আপনাদের সাথে থাকার চেষ্টা করছি।আশা করছি আমার ব্লগ টা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


IMG_20220904_225154.jpg

IMG_20220904_225147.jpg

IMG_20220904_225140.jpg

IMG_20220904_225028.jpg

IMG_20220904_225014.jpg

IMG_20220904_224953.jpg

IMG_20220904_224944.jpg

IMG_20220904_224936.jpg

IMG_20220904_224927.jpg

আমার আজকের ব্লগে আমি শেয়ার করবো।আমাদের গ্রামে আমাদের এলাকার ফুটবল টিম অসাধারন একটি ম্যাচ জয়ের গল্প চলুন শুরু করি।আমাদের এলাকায় এখন চলছে চেয়ারম্যান কাপ ফুটবল খেলার ধুম গত কাল ছিল আমাদের ম্যাচ।আমাদের ফুটবলার দের যথা সময়ে নিয়ে যাওয়া হয় মাঠে আমরাও চলে যায়।


সত্যি বলতে যেদিন আমাদের ম্যাচ খেলা থাকে সেদিন দর্শক এর মেলা লেগে যায় চারিদিকে শুধু ফুটবল প্রেমি দেখা যায়।মাঠের কানায় কানায় দর্শক তো আমাদের খেলা শুরু হয়ে গেলো। বেশ ছন্দে খেলতে থাকে আমাদের ফুটবলার রা।খেলার মাঝে আবার শুরু হয়ে যায় ছোট্ট একটা গেঞ্জাম।ফুটবলে বোধহয় এটা না হলে খেলায় হয়না।এটা এমনি খেলা।লিফারি সবাইকে শান্ত করে দেই এবং যে দুইজন দোষি তাদের হলুদ কার্ড দেওয়া হয়েছিল।


একে একে হাফ টাইম শেষ হলো বাকি খেলাও শুরু হলো তবুও কোনো দলে কোনো গোল হয়েছিল না।অনেক বার আমাদের বলার রা গোল মিস করেছে যা এই সুযোগ গুলো তারা আর পাইনি।শেষ একটা গোল হতে গিয়্র হলো না এবং লিফারি তার বাশির সুর লম্বা করে দিয়ে দিলেন এবং খেলা শেষ এখানে পয়েন্ট এর খেলা আমাদের যেহেতু আগের ম্যাচ গুলো জেতা ছিল তাই এই এক পয়েন্ট পেয়ে আমরা অনেকটা এগিয়ে গেলাম।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/listed.fillings.error
Sort:  
 2 years ago 

আমাদের গ্রামে ধানকাটা শেষ হলে ফুটবল এর টুর্নামেন্ট শুরু হয়ে যায় চতুর্দিকে। মনে হয় যে গ্রামে মেলা জমেছে। ফুটবল খেলা গুলো দেখতে দারুন মজা হয়।খেলার মাঝখানে একটু আকটু ঝগড়া লেগেই থাকে এটা খেলার একটা অংশ। আপনি সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

গ্রাম অঞ্চলে এইরকম আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট খুবই জনপ্রিয়। সেটা মাঠে মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। তোমাদের চেয়ারম্যান বেশ ভালো শিক্ষিত একজন মানুষ তার থেকে এইরকম সুন্দর কর্মকাণ্ড আশা করা যায়।

 2 years ago 

প্রতিটা ফুটবল খেলেয় হালকা গ্যাঞ্জাম হয়ে থাকে। যাক খুব ভালো লাগলো আপনাদের এই খেলার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। ফুটবল আমারও প্রিয় একটা খেলা।

 2 years ago 

ভাইয়া একসময় আমরাও গ্রামে থাকতে খেলেছিলাম। ফাইনাল উঠলে তখন ঢাকা থেকে দল নিয়ে খেলানো হতো। খুব মজার ছিল দিন গুলো। আশা করি আপনারা ভাল খেললে,আপনারাও ফাইনালে যেতে পারবেন। এক পয়ন্ট পেয়েছেন,খারাপ না ভালেই। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41