😍😍"DIY -এসো নিজে করি"'রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানানো"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

IMG20211011141342.jpg

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি,আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।বন্ধুরা আজ আমি আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে বানানো ৫ টি ফুল দিয়ে ওয়ালমেট বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভাল লাগবে।চলুন শুরু করা যাক।



ওয়াল মেট বানাতে যা লেগেছে

  • রঙিন কাগজ ২ টা
  • সাদা পেপার a4 সাইজের ৫ টা
  • ** ক্রাফট আঠা**
  • কেচি
  • স্কেল
  • কলম
  • ৫ টি ছোট পুথি


IMG20211011123551.jpg

IMG20211011123650.jpg

IMG20211011123706.jpg

IMG20211011123732.jpg

IMG20211011123759.jpg

IMG20211011123830.jpg

IMG20211011123841.jpg

IMG20211011123913.jpg

IMG20211011123939.jpg

  • প্রথমে ১০ সে.মি গুন ১০ সে.মি পাচটি কাগজ মেপে কাটবো।এরপরে সেগুলো চিত্রে দেখানো উপায়ে একের পর এক ভাজ করবো।ভাজ শেষে চিত্রে দেখানো উপায়ে কেটে নিব সুন্দর করে যেনো এদিক ওদিক না হয় সেটা খেয়াল রাখতে হব



IMG20211011124138.jpg

IMG20211011124320.jpg

IMG20211011124323.jpg

IMG20211011124326.jpg

IMG20211011124410.jpg

IMG20211011141009.jpg

  • কাটার পরে একটি সুন্দর আঁকাবাকা গোল ফুল হয়ে যাবে।এরপরে সেটিকে চিত্রে দেখানোর মতো করে কেটে নিব।কাটা হলে এবার কাটা মুখ গুলো গোল গোল বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব। হয়ে যাবে সুন্দর একটি ফুল।এটি ছিল ওয়াল মেট বানানোর বড় ফুলের কাজ। এবার ছোট ফুলটি বানাতে হবে।এই ওয়ালমেট বানাতে দুইটা ছোট এবং বড় দুই সাইজের ৫ টি করে ফুল বানাবো।প্রথমে আমি বড় ফুল ৫ টি বানিয়ে নিলাম।



IMG20211011123602.jpg

IMG20211011131802.jpg

IMG20211011131821.jpg

IMG20211011131846.jpg

IMG20211011131852.jpg

IMG20211011131909.jpg

IMG20211011132013.jpg

IMG20211011132426.jpg

IMG20211011132454.jpg

  • এবার ছোট ফুল বানানোর জন্য ৫ টি ৬.৫০৬.৫০ সে.মি পেপার কাটবো এরপরে চিত্রে দেখানো উপায়ে ভাজ করে আমরা এটা কাচি দিয়ে কেটে নিব।কাটার পরে এটি ছাড়ালে দেখা যাবে সুন্দর একটি ছোট ফুল।বড় ফুলের পরে এবার ছোট ফুলটাও হয়ে গেলো।এবার আমাদের কাঠি বানানোর পালা।*



IMG20211011134841.jpg

  • সাদা কাগজ গুলো আপনার ইচ্ছা মতো কেটে নিবেন কাঠি বানানোর জন্য।যতোটুকু ফাকা রাখতে চান যতো বড় করে কেটে নিবেন।এভাবে ১২ টা কাঠি বানাতে হবে কাগজ দিয়ে।



IMG20211011135208.jpg

IMG20211011140057.jpg

IMG20211011140357.jpg

  • এরপরে আমি দুইটা করে কাঠি আঠা দিয়ে এড করে দিব দেবার পরে নিচে ৩ ধাপে ৬ টা এবং উপরে ৩ ধাপে ৬ টা করে কাঠি আঠা দিয়ে লাগিয়ে দিব।এটা শুকাতে কিছুটা সময় লাগবে।



IMG20211011132636.jpg

IMG20211011132704.jpg

IMG20211011132957.jpg

  • সেই সুযোগে আমি ছোট এবং বড় ফুল গুলো আঠা দিয়ে লাগিয়ে এড করে দিব।এটার আরেকটু সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ফুলের মাথায় একটা করে পুথি আঠা দিয়ে লাগিয়ে দিব।



IMG20211011141030.jpg

IMG20211011141033.jpg

IMG20211011141057.jpg

IMG20211011141159.jpg

IMG20211011141325.jpg

IMG20211011141336.jpg

IMG20211011141342.jpg

  • এদিকে কাঠির আঠা শুকিয়ে গেছে এবার কাঠি গুলোর চার পাশ টা কাচি দিয়ে সমান করে কেটে দিব।এরপরে প্রতিটা ফুল চিত্রে দেখানো উপায়ে আঠা দিয়ে কাঠির উপর লাগিয়ে দিবো। এভাবে সব গুলো লাগিয়ে দিব হয়ে যাবে সুন্দর ওয়ালমেট।



বন্ধুরা এটি আমার নিজের বানানোর আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন।আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে সবাই ভাল থাকবেন।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Sort:  
 3 years ago 

ভাই আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন । দেখতে দারুন হয়েছে ।আপনার ওয়ালমেট তৈরির প্রণালী খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন, যা দেখে খুব সহজেই এটি বানানো সম্ভব হবে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি অনেক খুশি আপু আপনার ভালো লেগেছে।সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট দেখতে চমৎকার লাগছে। এ ধরনের ডাই পোস্টের জন‍্য ধৈর্যের অনেক প্রয়োজন হয়। আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়। সুন্দর করে উপস্থাপনা করার জন‍্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। সঠিক বলেছেন💖

 3 years ago 

বাহ আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। তাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।শুভ কামনা।

 3 years ago 

কাগজ দিয়ে কিভাবে একটি ওয়ালমেট তৈরি করতে হয় সেটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে।এটার মধ্যে দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।

শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

অনেক ধন্যবাদ গঠন মূলক মন্তব্যর জন্য।শুভ কামনা রইলো।

 3 years ago 

ভালোবাসা অবিরাম ভাইয়া

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। যা আমার কাছে সত্যিই প্রশংসনীয় মনে হয়। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

ভাই আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করছেন।এমন ওয়ালমেট তৈরি করার জন্য অনেক শান্ত মনোভাবের প্রয়োজন আর ধৈয্যর প্রয়োজন হয় ।দেখছি আপনার অনেক ধৈর্য্যও ভাইয়া।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

জী ভাইয়া ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ,দারুণ হয়েছে ওয়ালমেটটি।ফুলগুলো খুব সুন্দর হয়েছে এবং সাথে বর্ণনা ও ।দেওয়ালে টাঙালে খুব সুন্দর লাগবে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেউ ধন্যবাদ দিদি।

 3 years ago 

চমৎকার একটি ওয়ালম্যাট বানিয়েছেন ভাই। ফুল গুলা দারুন লাগছে দেখতে। ধাপগুলোও খুব সুন্দর সহজভাবে বর্ণনা করেছেন। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাহ আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। আবার অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো ভাই

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই🐵🐵

 3 years ago 

দেখেই বুঝা যাচ্ছে অনেকটা পরিশ্রম করে বানিয়েছেন। কাগজের ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে ভাই। ওয়ালমেটটি ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি করে। শুভেচ্ছা নিবেন ভাই।

 3 years ago 

৩ ঘন্টা ধরে কাজ টা করছিলাম একটানা ভাই😁।ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64319.13
ETH 3411.87
USDT 1.00
SBD 2.51