সুস্বাদু মিক্সড নুডুলস রেসিপি(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা

IMG_20221102_195321.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে মিক্সড নুডুলস রান্নার রেসিপি চলুন তাহলে শুরু করি।


প্রয়োজনীয়জিনিস
নুডুলসদুই প্যাকেট
ডিমদুইটা
মুরগির মাংসপরিমান মতো
মরিচপরিমান মতো
পিয়াজ কুচিপরিমান মতো
তেল"
লবন"

IMG20221102104603.jpg


ধাপ-১

IMG20221102103328.jpg

প্রথমে কড়াইয়ে পরিমান মতো পানি নিব এবার তাপ দিব পানি ফুটলে পানিতে নুডুলস ছেড়ে দিব এর পরে নুডুলস এর মসলা ছিটিয়ে দিব এভাবে ফুটন্ত পানিতে ৩-৪ মিনিট রেখে দিব।এরপর নামায়ে নিব।


ধাপ-২

IMG20221102104816.jpg

কড়াই নামায়ে এরপরে পরিষ্কার করে চুলায় বসিয়ে তেল ঢেলে তেল টা গরম করে নিব।


ধাপ-৩

IMG_20221102_195225.jpg

তেল গরম হলে এবার সেই তেলে পেয়াজ কুচি, মরিচ কুচি এবং লবন দিয়ে মধ্যম তাপে ভেজে নিব।


ধাপ-৪

IMG_20221102_195254.jpg

এরপরে দিয়ে দিব মাংস ভেজে নিজ ভেজে এর মধ্যে ডিম ভেঙ্গে নারতে থাকবো।সব ঠিক ঠাক হয়ে গেলে এবার ঠান্ডা নুডুলস টা ঢেলে দিব।

ধাপ-৫

IMG20221102110339.jpg

নুডুলস ঢেলে আচতে আচতে তাপ দিব এবং আচতে আচতে নারবো।এভাবেই হয়ে যাবে সুস্বাদু মিক্সড নুডুলস।


সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমার পোস্টি আপনাদের ভাল লাগব নিজের মতো চেষ্টা করেছি ভুলত্রুটি ক্ষমা করবেন।ধন্যবাদ সবাইকে।


কুষ্টিয়া, বাংলাদেশ
ডিভাইস :-oppo a5s

Sort:  
 2 years ago 

প্রত্যেকটি ধাপ সঠিক দেখিয়েছেন। আর এটা একদম সঠিক পদ্ধতি যে নুডলস দেওয়ার পড় আগুনের ফ্লেম একদম লো রাখতে হবে। নয়তো কড়াইয়ে লেগে যাবে। বেশ প্রোফেশনাল লাগছে বিষয়টা।এটার মধ্যে চিংড়ি দিয়ে দিলে আরো ভালো লাগতো। আর সোয়া সস এবং টমেটো সসও।

 2 years ago 

চিংড়ি খুবই দুর্লভ আমাদের এখানে আপু।ধন্যবাদ।

 2 years ago 

মুরগির মাংস দিয়ে নুডুলস রেসিপিটা অনেক সুন্দর হয়েছে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65